![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী।
দিন শেষে পাখিরাও নিজ নীড়ে ফিরে
সন্ধ্যা ঘনিয়ে এলে
সুর্যের লালাভ বর্ন দেখে
ওরা কিভাবে বুঝে?..
যে একটি দিনের মৃত্যূ হয়েছে?..
ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আপন গৃহে
রাত্রীটা বিশ্রাম নিয়ে আবার দিন হলে
বেরিয়ে পড়ে জীবিকার সন্ধানে
দু একটি কিট-পতঙ্গ ধরে
খায় এবং বেচেঁ থাকে
পাখীদের কে শিখিয়েছে এই কৌষল?..
ওদের কি কোন স্কুল বা কলেজ আছে..
যা থেকে ট্রেনিং নিয়ে ওরা শিখেছে বেঁচে থাকার সংগ্রাম?..
তবে কি প্রশ্ন জাগেনা নিশ্চয়ই একজন স্রষ্টা আছেন
যিনি শিখিয়ে দিয়েছেন এবং ব্যবস্থা করেছেন
প্রত্যেক প্রাণীকুলের জন্য রেখেছেন এই পৃথিবীতে
জীবন ধারনের আহার্য বস্তু কিংবা প্রাণী
যা অন্য প্রাণীদের জীবন ধারনের রুজি!!..
২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই।
২| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২১
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো লেগেছে। +++
২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৪১
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ধন্যবাদ গ্রাম্যবালিকা
৩| ২৯ শে নভেম্বর, ২০১২ রাত ৯:২৫
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল তব কবিতা
তাই প্লাস দিলাম মিতা।+++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!!
৩০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ধন্যবাদ আমি বাঁধনহারা।
৪| ৩০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুরেত একটা প্রশ্ন জেগেছিল মনে পরে উত্তর পেয়েছি।
মন্তা!
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
৫| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অনেক ধেয়ান চিন্তা করে লেখিছেন।
(আমার বেশি মিসটাইপ হয় দয়া করে ঠারেঠুরে বুঝে নেবেন।)
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: কি কইবার চাচ্ছেন খুইল্লা কন..
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৪
যুবায়ের বলেছেন: চমৎকার কবিতা...
প্লাস++++