নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

saamok

saamok › বিস্তারিত পোস্টঃ

শিক্ষিত যুবকদের মধ্যে বেকার বেশী কেন?

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭











কাজ আছে বলেই মানুষকে মর্যাদা দেওয়া হয়। কাজ না থাকলে মানুষকে কি কখনও এতটা মর্যাদা দেওয়া হত? উত্তরটা হল, না। যে লোকের কাজ নেই পারিবার এবং সামাজ সবস্থানেই সে অপংক্তেয়। আবার কাজের উপর ভিত্তি করে আমরা মানুষের মর্যাদা কম-বেশী নির্ধারন করি।

বাংলাদেশে প্রতি 100 জন ছাত্রের মধ্যে 99.99% শিক্ষা জীবন শেষ করে একটিমাত্র লক্ষ নিয়ে, চাকরী। বাপের ভিটে-মাটি, মায়ের গয়না-গাটি বিক্রি করে হলেও একটি চাকরী চাই।

কখনও কি একবার ভেবে দেখেছেন, যেখানে চাকরী করতে যাচ্ছেন সেও একদিন ছাত্র জীবন শেষ করে শূন্য হাতে রাস্তায় নেমেছিল?

হ্যা! সেই শূণ্য হাত আজ শত হাতকে আহার যোগাতে ক্ষেত্র তৈরী করেছে। আর এর পেছনে রয়েছে ইস্পাত দৃঢ় আকাংখা, সততা, কঠিন পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত।

আপনাকে সফল করার জন্য সকল ক্ষেত্র প্রস্তুত হয়ে অপেক্ষায় আছে, কখন আপনি তা ব্যবহার করবেন?

এবার আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি কি সাহসী? উত্তরটা হ্যা হলে আর মাত্র দুটো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। মাত্র দুটো ধাপ।

প্রথম: নির্ধারন করুন কি করবেন? এবং দ্বিতীয় ও শেষটি হল “পাছে লোকে কিছু বলে তাতে কান না দিয়ে একাগ্রতা নিয়ে কঠোর পরিশ্রম করুন। নিশ্চিত থাকুন, যে কোন চাকুরী জিবীর চেয়ে আপনার জীবন অনেক বেশী সফল ও আনন্দের হবে। ---- ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: দারুন লিখেছেন

২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৬

saamok বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৭

বাংলার নেতা বলেছেন: ছোট কাজ কে ঘৃনা করে কাজ হতে বিরত থাকা কি ভাল???

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:২৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো বলেছেন। তবে চাকরী চলে গেলে আবার পাওয়া যায়, ব্যবসা উদ্যোগের বেলা ক্ষতি হলে সেরকম হবার উপায় নেই। তাছাড়া দূর্নীতিসহ আছে হাজার বাধা, যেকারনে স্বাভাবিক ঝুঁকি বহু গুণে বেড়ে যায়। এসব কারনেই মানুষ দৌড়ায় সোনার হরিণের পেছনে

২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৯

saamok বলেছেন: আপনার আসে-পাশেই খুব সাধারন কিন্তু মোটেই ছোট নয় এই রকম একটা বিষয় দেখুন, আপনি আজ পর্যন্ত কতজন হিন্দুকে ভিক্ষা করতে দেখেছেন অথবা চাকুরী করতে দেখেছেন? আপানার জন্য আরও একটা তথ্য হল, যারা নিম্নবর্ণ হিন্দু তাদের মধ্যে প্রায় সকলেই কোন না কোন ভাবে নিজ কর্ম সংস্থানের সাথে জড়িত। এই চিত্রটি সমগ্র বাংলাদেশের।
আর হ্যা, ঝুকি নেওয়ার মত সাহস এবং দূর্নীতি থেকে মুক্ত থেকে সৎ ভাবে কাজ না করলে সফল হওয়া যাবেনা।

ধন্যবাদ

৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৫

সংগ্রামী বালক বলেছেন: ভালো উদ্দীপনামুলক লেখা।পড়ে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.