নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sabbir2cool

sabbir2cool › বিস্তারিত পোস্টঃ

মুহাম্মদ ইউনুস ঘোষিত কথিত মাস্টারমাইন্ড

২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭

মুহাম্মদ ইউনুস সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হয়ে যাওয়া মাহফুজ আলম দেশের আলোচিত এক চরিত্র । তাকে নিয়ে আলোচনা শুরু করেছিলেন মুহাম্মদ ইউনুস । আমেরিকার ক্ষেত্র হিসেবে তিনি বেচে নিয়েছিলেন আমেরিকার ক্লিনটন ফাউন্ডেশনের এক অনুস্টান । সেখানে প্রফেসার ইউনুস সাহেবের সৌজন্যে জানা গেল মাহফুজ আলম ছিলেন জুলাই-অগাস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড ।

কথিত মাস্টার মাইন্ড মুহফুজ, এতো বড় একটা আন্দোলনের মাস্টার মাইন্ড ; বিষয়টি সবার হজম করতে সমস্যা হচ্ছিলো । এটা হজম করতে পারেনি কেউ । অংশিজনের মধ্য বিভক্তি দেখা দিয়েছিলো । কে মাস্টার মাইন্ড আর কে মাস্টার মাইন্ড নয় এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিলো । তবে শেষমেশ কোন সিদ্ধান্তে না পৌঁছেই আমরা এই আলোচনা থেকে সবে এসেছি ।

নিজের নামের পাশে 'মাস্টারমাইন্ড' শব্দের যোগ্যা মাহফুজ আলম রাতরাতি বিপুল ক্ষমতাধর হয়ে ওঠলেন । সবখানে তিনি । প্রধান উপদেষ্টার সহকারী হয়ে তিনি গনমাধ্যমে যে কাভারেজ পেয়েছিলেন তা ছিলো চোখে পরার মতো । বিভিন্ন কমিটি , বিশেষ করে সংবিধান সংস্কার কমিটিতেও শিক্ষার্থী কোটায় স্থান পেয়েছিলেন । গনমাধ্যম তার নাম উল্লেখের সাহস করতে পারেনি ।

আমেরিকায় পরিচিতি পরব শেষে মুহাম্মদ ইউনুসের জন্য এরপর সূর্যের চাইতে বালু গরম হয়ে গিয়েছিলো । শেষমেশ চাপ সরাতেই কিনা মাহফুজ আলমকে উপদেষ্টা হিয়েবে নিয়োগ দেয়া হয়েছে । উপদেষ্টা হয়েই মাহফুজ আলম প্রথম কাজ করেছেন, বঙ্গভবনের একটি হল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ছবি সরিয়ে । যদিও বঙ্গভবনের ছবি সরানো তার কাজ ছিলো না এবং তখনো তিনি কন মন্ত্রণালয়ের দায়িত্বও পাননি । আর দায়িত্ব পেলে বঙ্গভবনের ছবি সরানো বা কিছু করার এখতিয়ের তার নাই । তিনি দেশে সাংবিধানিক জাতির পিতার ছবি সরিয়েছেন এবং সেটা ফেইসবুকে প্রকাশ্যও করেছেন । এখানে তিনি ক্ষমতার বিপুল অপবব্যবহার এবং সংবিধান অবমাননা করেছেন।

মাহফুজ আলম দেশের সংবিধান মানেন না । এটাকে তিনি ছুড়ে ফেলে দিতে চান । ৫ অগাস্টের পর নাকি এটা অকার্যকর হয়ে পড়েছে । অথচ তিনি উপদেষ্টার যে শপথ নিয়েছেন সেটা সংবিধান মেনে এবং সংবিধান রক্ষার বাক্য পাঠে । নিতির সঙ্গে তার এই দ্বৈততা একজন তরুণের কাছে অপ্রত্যাশিত ।

উপদেষ্টা মসাহফুজের বিরুদ্ধে অভিযোগ তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হজবুত তাহরিরের তাত্ত্বিক নেতা । এই অভিযোগ উঠেছিলো তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নাম জানার পর ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪০

আজব লিংকন বলেছেন: উপদেষ্টা হয়েই মাহফুজ আলম প্রথম কাজ করেছেন, বঙ্গভবনের একটি হল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের ছবি সরিয়ে । একদিন আসসোস করতে হবে।।
এতে অবশ্য লীগের জন্য অনেক ভাল হয়েছে।। সাধারণ মানুষের সিম্পেথি আরও বাড়বে।।
মহান নেতা ইতিহাসে মহান নেতাই থাকবে।। এই বিষয়ে তারা যত হাতাবে ততই তাদের লস।।

২| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫

শফিউল রনি বলেছেন: তার সম্পর্কে জানা নেই, তবে তিনি সংবিধান মেনে শপথ নিয়েছেন এটা ঠিক না । হাসিনার সরকার ২০১১ সালেই তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল, কাজেই সংবিধানে ইউনুস সরকারেরই বৈধতা নেই, তারপরও তিনিই দেশের প্রধান । পরবর্তী যেকোন সরকার এই সরকারকে বৈধতা দিবেন । এটা যেহেতু হয়েছে, সংবিধানও নতুন হতেই পারে । আর তিনি হিজবুত তাহরীরের মাহফুজ নন এটা বেশ কিছুদিন আগেই ক্লিয়ার করা হয়েছে, আপনার হয়ত জানা নেই ।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১১

তাবরিযি বলেছেন: এতো গুলা মিথ্যা না লিখে আপনার উদ্দেশ্যটা ক্লিয়ার করে লিখতে পারতেন। মুজিবপূজার নিপাত হয়েছে। ভন্ডধর্ম চর্চা বাদ দেন এখন। "তুমি রিয়ালিটি মানে নেও।"

৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪০

শেরজা তপন বলেছেন: ইউটুবে মাহফুজের অনেক স্পিচ আছে, দুয়েকটা শুনে-দেখে আসেন; তারপর না হয় আপনার সাথে আলোচনা করব!
ওর লেভেল মাথার অনেক উপ্রে দিয়ে যাবে নিশ্চিত! যার সাথে লাগতে যাবেন-যাবার আগে দশবার ভাববেন।

৫| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:২৫

কামাল১৮ বলেছেন: আমেরিকানরাই তার কবর রচনা করবে যেমন করেছিলো লাদেন সহ অনেকের।

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৯

sabbir2cool বলেছেন: সেটাই হবে

২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:১১

sabbir2cool বলেছেন: সে হয়তো মাথার উপর দিয়ে যাবে । জংগীবাদ পালকবাদ আমরা বুঝার কথা না ।

৬| ২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

এসো চিন্তা করি বলেছেন: ভালো লিখেছেন ভাই আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো ☺️❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.