নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২১শে অগাস্ট হামলায় বি এনপি জড়িত সেটা আমরা প্রথম জেনেছিলাম ২০০৬ সালে , হামলার দু বছর পর । তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের তদন্তে বেরিয়ে এসেছিলো । তার আগে বিএনপি জজ মিয়া নাটক করে জনগণকে ঘোল খাইয়েছিলেন । মূলত এই হামলার প্রেক্ষিতে ২০০৮ সালের বি এনপি বাংলদেশের রাজনীতির ক্ষমতা থেকে ছিটকে পড়ে । তারেক রহমান কে মুচলেকা দিয়ে দেশে ছাড়তে হয় ।
ইতিহাস বড়ই নির্মম । জানি না, ইতিহাস বিচার করবে কিনা আমাদের মহাজনের! তবে আমরা অপেক্ষায় থাকবো ।
২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: জামায়াত শিবির তাদের খেলা দেখাতে শুরু করেছে।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭
শাহিন-৯৯ বলেছেন: কায়সার কামাল বলেন, ‘এই মামলায় মোট চারটি চার্জশিট দেয়া হয়েছে। প্রথম তিনটি চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চতুর্থ চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করে।’
তিনি বলেন, ‘আজ প্রমাণিত হয়েছে এই চার্জশিট আইনবহির্ভূত ছিল। তাই এই চার্জশিটে যাদের নাম অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন।’
তারেক রহমানের নাম তত্ত্ববধায়ক সরকারের তদন্তে ছিল না, পরে যোগ করা হয় সম্পূরক প্রতিবেদনে যখন লীগ ক্ষমতায়, এই বিষয়ে আপনার মতামত কি?