নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sabbir2cool

sabbir2cool › বিস্তারিত পোস্টঃ

ইউনূস রেজিমে জামায়াতকে গুরুত্ব

০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৮



একাত্তরে বাংলাদেশে সংঘটিত পাকিস্তানিদের জেনোসাইডের প্রধান সহযোগী ছিল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘ। ইসলামী ছাত্র সংঘ ছিল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন, এবং এই সংগঠনটির বর্তমান নাম ইসলামী ছাত্রশিবির। একাত্তরে বাংলাদেশে চালিত জেনোসাইডের প্রতিটি রক্তবিন্দুতে জড়িত এই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘ। এই সংগঠনগুলোর নেতাকর্মী ও সমর্থকেরা ছিল রাজাকার, আল বদর, আল শামস, শান্তিবাহিনীর নানা স্তরের সদস্য।

জামায়াতে ইসলামীর রাজনীতি ভুলের ওপর প্রতিষ্ঠিত। এই দলটি পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল যেমন, তেমনিভাবে বিরোধিতা করেছিল বাংলাদেশ সৃষ্টিরও। পাকিস্তান সৃষ্টিরন বিরোধিতায় জেনোসাইডের মতো ঘটনার সংঘটন না হলেও বাংলাদেশ সৃষ্টির বিরোধিতায় তারা জেনোসাইডের ছিল প্রত্যক্ষ অংশীদার, এবং দায়ী।

বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের যে বিচার সম্পন্ন হয়েছিল, তার প্রতিটি বিচারে ওঠে এসেছে জামায়াতের দলীয় সম্পর্ক। জামায়াত ও ইসলামী ছাত্র সংঘ দলীয় সিদ্ধান্তে বাংলাদেশের মানুষদের হত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছিল। এই হিসেবে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকার কথা নয়। এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করার গণদাবি দীর্ঘদিন উপেক্ষা করেছিল সবগুলো সরকার।

এ বছরের আগস্টের ৫ তারিখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের আগে তড়িগড়ি করে জামায়াতে ইসলামীর রাজনীতি নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলেও এটা আরও আগেই করা উচিত ছিল। সময়ের গান সময়ে না গাওয়ার ফল ভোগ করছি আমরা।

আগস্টে বাংলাদেশের ক্ষমতা দখল করে প্রফেসর মুহাম্মদ ইউনূস জামায়াতে ইসলামীর নিষিদ্ধ করার সরকারি আদেশ প্রত্যাহার করে দেন। ফলে দেশবিরোধী এই রাজনৈতিক দলটি ফের বাংলাদেশে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়েছে। মুহাম্মদ ইউনূস একাত্তরের ত্রিশ লাখ শহিদের সঙ্গে বেইমানি করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে এই দেশ তাকে কোনোদিনও ক্ষমা করবে না।

বর্তমানে বাংলাদেশে ফ্যাসিস্ট মুহাম্মদ ইউনূসের রেজিম চলছে। ইউনূস রেজিমে জামায়াতে ইসলামী এখন বিএনপির চাইতেও বেশি গুরুত্ব পাচ্ছে। মুহাম্মদ ইউনূস নিজেই দেশবিরোধী শক্তির এজেন্ট হিসেবে জামায়াতে ইসলামীকে আশকারা দিচ্ছেন। তবে বাংলাদেশের মানুষের কাছে জামায়াতের বিশ্বাসযোগ্যতা ও জনপ্রিয়তা একেবারে নেই, মানুষ জামায়াতের দলীয় আদর্শকে মোটেও পছন্দ করে না বলে জামায়াতকে ক্ষমতায় বসানোর চক্রান্ত সফল হবে বলে মনে হয় না।

ইউনূস রেজিমে জামায়াতকে অত্যধিক গুরুত্ব দেওয়া হলেও এর ফল ভালো না হওয়ার কারণ মূলত জামায়াত ইসলামী ভাবাদর্শের রাজনীতি করে বলে দাবি করলেও দেশের অন্যান্য ধর্মীয় রাজনৈতিক দল ও সংগঠন এটা বিশ্বাস করে না। জামায়াতের সাথে অপরাপর সকল দলের আক্বিদাগত দূরত্ব এখানে প্রভাবক হিসেবে কাজ করছে।

বাংলাদেশের ধর্মীয় দলগুলো নানা নামে বিভক্ত। ইউনূস রেজিমে নারী কেলেঙ্কারিতে বিতর্কিত মাওলানা মামুনুল হককে দিয়ে সম্পর্ক স্থাপনের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত খবর হচ্ছে ধর্মীয় নেতারা সকলের সঙ্গে হলেও জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহ দেখাচ্ছেন না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: কালো টাকা যেমন সাদা করার সুযোগ দেয়া হয় ঠিক তেমনি জামাতের অতীতের পাপ মুছে জনগণের সাথে ভালো ইমেজ তৈরি করার জন্য ইউনূস সাব জামাত কে বেশি গুরুত্ব দিচ্ছেন। জামাতের প্রভাবে বাণিজ্য উপদেষ্টা করা হয়ে শেখ বছির নামে একজন ব্যবসায়ী কে। তিনি এসে বসুন্ধরা গ্রুপ থেকে সয়াবিন তেল কিনলেন ১৬৬ টাকা লিটার প্রতি টিসিবিতে দিবেন বলে ! খুচরা মূল্যে আমি নিজে ১৬৫ করে করে প্রতি লিটার সয়াবিন তেল কিনেছি। তাহলে টিসিবির জন্য কেন সরকার ১৬৬ টাকা লিটার প্রতি বসুন্ধরা গ্রুপ থেকে কিনতে গেলেন? আরো কমে মেঘনা বা অন্য গ্রুপের কাছ থেকে পাওয়া যেত অবশ্যই। সরকার তো পাইকারি রেইটে কিনার কথা! বসুন্ধরা গ্রুপ সরকারের নিকট সয়াবিন তেল বিক্রয় করার পর থেকে বাজারে তেলের সংকট। অবশ্য বিশ্ব বাজারে নাকি দাম বেড়েছে শুনলাম।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫

sabbir2cool বলেছেন: একদম বলেছেন ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯

আমি প্রবাস২০২৪ বলেছেন: দেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা স্বৈরাচার মুক্ত দেশ চাই। রাষ্ট্রীয় ক্ষমতা দেশপ্রেমিক নাগরিকদের হাতে থাক এটাও চাই।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৭

sabbir2cool বলেছেন: হ ।এখন যে সরকার আছে সেটা স্বৈরাচার নঁয ?

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গণহত্যাকারী হাসিনা ও আম্লিগমুক্ত দেশ চাই।

০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬

sabbir2cool বলেছেন: সেই স্বপ্নে বিভোর থাকুন

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটাই এখন বাস্তবতা। আম্লিগের বিশেষ করে গণহত্যকারী হাসিনার রাজনীতি শেষ। এটা মানতে হবে অন্ধ হলে চলবেনা বাস্তবতার সংগে খাপ খাইয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.