নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sabbir2cool

sabbir2cool › বিস্তারিত পোস্টঃ

খুনির মুখে ইতিহাস শিক্ষা ও অধঃপতিত মানস

০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৪


বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মেজর শরিফুল হক ডালিমকে প্রকাশ্যে এনেছেন আলোচিত ফেসবুক-সাংবাদিক ইলিয়াস হোসেন। গত রোববার (৫ জানুয়ারি) রাতে ইলিয়াস ‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)’ শিরোনামের লাইভ টকশোতে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়। এতে ডালিম যা বলেছেন সেটা স্বাভাবিকভাবেই ছিল বঙ্গবন্ধুর প্রতি তার চিরায়ত বিদ্বেষ, আক্রোশ ও আক্রমণ।

ডালিম বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম এক চরিত্র। এতদিন শোনা যাচ্ছিল তিনি মারা গেছেন। তবে ইলিয়াস হোসেন যে ডালিমকে লাইভে এনেছেন উনি সেই খুনি ডালিম কিনা এটা এখনো নিঃসন্দেহ নয়। সামাজিক মাধ্যমে এটা নিয়ে আলোচনা চলছে।

টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, “দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে, যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ যেকোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন।” ২৪-এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র-জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, “সম্প্রসারণবাদী-হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি। সেই অবস্থান থেকে সেই ৭১’এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে।”

৭৫ এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ সম্পর্কে মেজর ডালিম বলেন, “খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে? এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব। নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব।” ডালিম বলেন, “যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজ উদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভমেন্ট গঠন করার। সাতটা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে, আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য-অঙ্গরাজ্যে পরিণত হব।”

ডালিমের পুরো বয়ানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার প্রয়াস ছিল। অথচ উনি কিনা একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ফলে এই ডালিম কি সেই ডালিম--এটা নিয়ে সন্দেহ থেকে যায়।

জাতির পিতা বঙ্গবন্ধু বিদ্বেষী অনেকেই হয়েছেন বিভিন্ন সময়, কিন্তু কোন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকে প্রশ্নের মুখে ফেলে দেয়--এটা ডালিমের সাক্ষাৎকার প্রচারের আগে বিশ্বাস করার উপায় ছিল না।

খুনি ডালিমের সাক্ষাৎকার প্রচারের পর পর সামাজিক মাধ্যমে অনেকেই বঙ্গবন্ধুর প্রতি তাদের চিরায়ত বিদ্বেষ উগড়ে দিচ্ছেন। তারা বঙ্গবন্ধুকে দেখছেন তার খুনির চোখে, খুনির মন-মানসে। অথচ এটা যে কত বড় ভুল সেটা তারা বুঝতেও অপারগ। কোন খুনি কি তার শিকারকে মহান করে, নাকি তার উদ্দেশ্য চরিত্র হরণ? স্বাভাবিক এই বোধটুকু হারিয়ে ফেলেছেন তারা।

খুনির মুখে ইতিহাসের এই শিক্ষা আমাদের অধঃপতির মন-মানসের চিত্রায়ন। খুনি ডালিম বাংলাদেশের ইতিহাস রচনা করবে এবং এই ইতিহাস বাংলাদেশের তরুণ প্রজন্ম গিলবে--এরচেয়ে বড় হতাশার আর কিছু থাকতে পারে না।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১২

কাঁউটাল বলেছেন: মেজর ডালিমদের ঘৃনা করে হাউয়ামি ভারতের দালাল এবং মীরজাফররা, উনারা শেক মুজিবরে না মারলে আজকে বাংলাদেশের অস্তিত্ব থাকত না।

মেজর ডালিমরা এদেশের সূর্য সন্তান।

০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৯

sabbir2cool বলেছেন: হুম খুনী । ফাঁসির দড়ি তাড়া করবে এখন

২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৪

আমি নই বলেছেন: ইতিহাস একটা উন্মুক্ত বিষয় এবং মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসের অংশ, আপনার জ্বললে মলম লাগান।

তরুন প্রজন্ম যে কোনো ঘটনাকে আপনাদের চাইতে অনেক ভালো বিশ্লেষন করার ক্ষমতা রাখে, এদের সহজে যে কিছু গেলানো সম্ভব নয় তা আপনাদের চাইতে কারো ভালো জানার কথা নয়। ১৫-১৬ বছরতো চেষ্টা করেছেন, গেলাতে পেরেছেন?

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ কে নিয়ে কথা বলায় মেজর ডালিম কে নিয়ে পোস্ট দিলেন। অথচ আওয়ামী লীগের ভন্ডামি নিয়ে কখনো লিখেন না।

০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৭

sabbir2cool বলেছেন: যখন ক্ষমতায় ছিলো সারাক্ষনই লিখেছি সমালোচনা করেছি ।
॥ এখন মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন শুশীল হবার টাইম নাই ।
ধন‍্যবাদ মন্তব্যের জন‍্য ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: ডালিম একজন খুনী।
তাকে সত্যবাদী ভাবা ভুল হবে। তার কথা দিয়ে ইতিহাস বদলে যাবে না।

০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৮

sabbir2cool বলেছেন: হক কথা

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২

সাইফুলসাইফসাই বলেছেন: হুম

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩

কাঁউটাল বলেছেন: রাজীব নুর একটা ইন্ডিয়ার দালাল। তাকে সত্যবাদী ভাবা ভুল হবে। তার কথা দিয়ে ইতিহাস বদলে যাবে না।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: দালালের গন্ধ বর্তমান বাতাসেই ভাসছে
সেটা দেখেও বুঝে না পাবলিক
কার কথা সত্য, জাতির কি হয়েছে ভাগ্য
তবু দালালি ছাড়বে না তুলসীপাতা!
৭৫ কিংবা ২৪ এটাই দিলো ইতিহাস
গলাবাজি আর ধান্দাবাজি এটাই হলো সমাহার
তবু ভাই গন্ধ ছাড়বে না রক্ত মাংসেই গোবর
আসেন হিংসা বিদ্বেষ ভুলেগিয়ে সংসার সাজাই বেহেশ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৭

নতুন বলেছেন: আয়ামীলীগ বঙ্গবন্ধুকে সন্মান জানাতে গিয়ে তাকে দেবতা বানাতে চেস্টা করেছে। এবং মেজর জিয়াকে তার সন্মান দেয় নাই।

বিএনপি সেই দেবতাকে টেনে নামাতে চেয়েছে।

দেশের মানুষ ৫৪ বছর পরেও জাতীর ইতিহাস হাতড়ে বেড়ায়।

আর জামাতীরা জনগনের মন থেকে ১৯৭১ ভোলাতে চেস্টা করে। :|

৯| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৮

কাঁউটাল বলেছেন: ডালিম হিরো, এতে আমার অন্তত কোন দ্বিমত নাই। মুজিবের মতো ফেরাউনের বংশকে নির্বংশ করতে পারা যে কত বড় কাজ, সেইটা হাসিনার ১৫ বছর দেখেই তো বুঝি।

১০| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১

রাসেল বলেছেন: প্রতিটি ব্যক্তি নিজেকে সর্বোচ্চ স্তরের জানেন। দুঃখের সাথে বলছি, আমরা সমাজে নিজেকে একজন নির্দোষ ব্যক্তি হিসেবে দাবি করি। ঘৃণা করি সেইসব রাজনীতিকদের (প্রায় সকলেই), যারা মানুষকে বিভ্রান্ত করছে মুখে মুখে "জয় বাংলা" "বাংলাদেশ জিন্দাবাদ", ১৯৭১, ইত্যাদি স্লোগান দিয়ে কিন্তু তাদের দেশপ্রেম নেই।

১১| ০৭ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩০

ইমরান৯২ বলেছেন: জ্বালা খুব জ্বালা .।। অন্তরে জ্বালা, মনে জ্বালা ।
আওয়ামী দালালদের খুব জ্বালা উঠে গেছে এখন ।

অথচ গত ৫০ বছর পই পই করে খুজেও তাকে বের করতে পারলো না লীগ বাহীনি , এটাই সবচেয়ে বড় আফসোস ।

১২| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

অপু তানভীর বলেছেন: মানুষ যতবাড় বীরই হোক না কেন, যত ভাল কাজই করুক না কেন, যতট দরকারই হোক না কেন, যখন একটা দশ বছরের ছেলেকে, নিরস্ত্র অন্তস্বত্ত্বা নারীকে গুলি করে মারে সে কোন ভাবেই মানুষ থাকে না, থাকতে পারে না।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫১

কিরকুট বলেছেন: এবং তাহা ভুয়া প্রমাণিত হয়েছে ।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.