নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sabbir2cool

sabbir2cool › বিস্তারিত পোস্টঃ

সেনাবাহিনীকে বিতর্কিত করার মিশন কিংস পার্টির

২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৩



মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল রাজনৈতিক দল গঠন করার। নব্বই দশক থেকে শুরু করে অদ্যাবধি সরাসরি পেরে উঠতে পারেননি। তবে শেষ পর্যন্ত তিনি সরাসরি না করলেও তার অধীনস্থরা এটা করেছে। আমার দল, নাগরিক শক্তি হয়ে এবার যে রাজনৈতিক দল গঠন করেছেন মুহাম্মদ ইউনূস, তার নাম জাতীয় নাগরিক পার্টি; ইংরেজিতে এর নাম National Citizens Party, সংক্ষেপে NCP.

কিংস পার্টি বলা হয় সেই সব রাজনৈতিক দলকে যারা সরকারি সহায়তায় দল গঠন করে, সরকারের লেজুড়বৃত্তি করে এবং সরকার শেষ পর্যন্ত সেই দলকে সহায়তা করে। জাতীয় নাগরিক পার্টি তেমনই একটা রাজনৈতিক দল।

এই দলকে রাজনৈতিক দল বলা হচ্ছে ঠিক, কিন্তু দলটির সারাদেশে এখনো কমিটি নেই, সারাদেশে দলীয় কার্যালয় নেই, সারাদেশে নেই সাংগঠনিক ভিত্তি। মোদ্দা কথা, রাজধানীয় বসে বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে টিকে আছে এরা।

এই দলটির আহ্বায়ক হয়েছেন মুহাম্মদ ইউনূসের সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। মুহাম্মদ ইউনূস সরাসরি এই দলের সদস্য না হলেও তিনিই এর মূল ব্যক্তিত্ব। এই হিসেবে এই দলকে প্রিন্স পার্টিও বলা যেতে পারে।

এনসিপি শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ করতে চায়। তারা পুলিশসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করার মিশনে নেমেছে। এবার তাদের লক্ষ্য খোদ সেনাবাহিনী। এই দলের একাধিক নেতা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বিরুদ্ধে সরাসরি আক্রোশমূলক কথা বলেছেন। এই দলের নেতারা ক্যান্টনমেন্ট দখলের হুমকি দিচ্ছেন।

সাদাচোখে এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলা যায়। কারণ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত দেশে সেনাবাহিনী আমাদের গৌরব ও অহংকারের প্রতীক। সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়ে তারা কি অর্জন করতে চায়?

এনসিপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার ধৃষ্টতামূলক বক্তব্য প্রদান করেছে। তারা জাতীয় সংসদ নির্বাচন চায় না। চায় গণপরিষদ নির্বাচন। অথচ এই গণপরিষদ নির্বাচনের কোন সুযোগ বাংলাদেশে নাই। তবু তারা গোঁ ধরেছে, এবং মুহাম্মদ ইউনূসের সরকার তাদের প্রতি এখানেও সহানুভূতি দেখিয়ে চলেছে।

বাংলাদেশ সেনাবাহিনী একক কোন ব্যক্তির প্রতিষ্ঠান নয়। এটা দেশের সার্বভৌমত্বের রক্ষাকারী একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার যে মিশনে নেমেছে কিংস পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, এটা রুখে দেওয়া উচিত দেশবাসীর।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ১:০১

সৈয়দ কুতুব বলেছেন: এদের কি দিয়ে করানো হচ্ছে।সেনাবাহিনী না এরা নিজেরাই বিতর্কিত হচ্ছেন।

২| ২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ১:১০

এইচ এন নার্গিস বলেছেন: পার্টি করলেই তো হয় না। দরকার জনসমর্থন । যেটা করতে সবচেয়ে বড় প্রয়োজন 'মানুষের ভালোবাসা' । ' দেশ গড়ার প্রতিশ্রুতি' 'ফেয়ার মাইন্ড' । তারা যা করে বেড়াচ্ছে তা দিয়ে সাধারণ মানুষের কাছে যেতে পারবে না ।

২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ২:১০

sabbir2cool বলেছেন: মারা খাবে শীঘ্রই

৩| ২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রথমে আমি জানতে চাই- সে এতো টাক কোথায় পায়?
বিমানে যাতায়াত করে।
কয়েকশত গাড়ী নিয়ে বহর সাজায়।
এই সবের খরচ আসে কোথা থেকে?
টোকাই পোলা।
কয়েক মাস আগেও ভাত জুটতো না।
এখন পোলাও খায়।
বিমান ছাড়া যাতায়াত করতে পারে না।
ফুটানীর টাকা কই পায় বলেন?
চোরায় না শুনে সাধুর উপদেশ।
চোরে না শুনে ধর্মের বাণী।
এরা চোর।
এদেরকে উপদেশ দেয়া বৃথা।


২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ২:০৯

sabbir2cool বলেছেন: বন‍্যার টাকা নয় ছয় করতে ছাড়েনি । বাদবাকি কি বুঝে নেন

৪| ২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৩৭

হাসান রাজু বলেছেন: সেনাবাহিনীর সম্মান সমুন্নত রাখতে হবে। এ উদ্দেশ্যে ৭১ পরবর্তীতে রক্ষী বাহিনী ঘটন করে সেনাবাহিনীর দায়িত্ব কমিয়ে আরাম আয়েশে গোঁফে তেল দিয়ে ঘুমানোর সুযোগ করে দিতে হবে। মাঝে মাঝে তাদের সুন্দরী স্ত্রী কন্যাদের তুলে এনে সম্মান প্রদর্শন করা দরকার।
সেনাবাহিনীকে দেশের মানুষদের ধরে এনে ছোট ছোট রুমে রেখে সবক দেয়া। গুলি করে মানুষ মেরে হাতের নিশানা ঠিক করা। জঙ্গি বানিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা করা (এটা এক প্রকার মিলিটারি ট্রেনিং বুঝতে হবে)। যে কোন সময় যে কাউকে ছু মন্তর করে দেয়া (জাদু বিদ্যা)। এমন সব মিশন দিয়ে তাদের আরও চৌকশ, উদার ও দক্ষ হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।
বেয়াদব সেনা কর্মকর্তাদের বিডিআরে এনে জমা করে বংশ ধ্বংস করে দিতে হবে।
সেনাবাহিনী কেন যে কোন ব্যাক্তির প্রতিষ্ঠান হতে যাবে। এটা বাপ বেটির প্রতিষ্ঠান। তারা যেভাবে চালাবে তার সবই ঠিক।

৫| ২৫ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৩

চেংগিস খান বলেছেন:


যারা এই দলটি গঠন করেছে, তারা আমেরিকান দুতাবাসের ক্যু'এর জল্লাদ বাহিনী; এখন দুতাবাস নিজ দায়িত্বে তাদেরকে পরিস্কার করবে। আমেরিকান দুতাবাসের ক্যু'এর মুল শক্তি আমাদের সেনাবাহিনী; আমাদের সেনাবাহিনী ১৯৭৫ সালে ক্যু করেছে, ১৯৮২ সালে ক্যু করেছে; এবারের ভাড়াটে জল্লাদ বাহিনীকে কিভাবে সরাতে হবে, সেটা সেনাবাহিনী জানার কথা।

৬| ২৫ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

রিফাত হোসেন বলেছেন: শিক্ষা ব্যবস্থা,রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করলে যা হয় আর কি। সবই পালিয়ে যাওয়া তেনার শিক্ষা!

৭| ২৫ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

রাসেল বলেছেন: সেনাবাহিনী শুধুমাত্র মহান মুক্তিযুদ্ধে অংশ নেয় নি, সাধারণ মানুষও বিবেকের তাড়নায় অংশ নিয়েছে। দেশের স্বাধীনতা রক্ষা করা সেনাবাহিনীর পেশাগত দায়িত্ব,তারা এই কাজের জন্য বেতন পান।

৮| ২৫ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

কামাল১৮ বলেছেন: ইউনুস যেমন বাটপার তার দলও তেমন।সে আর ভালো কি করবে।দেশের সেরা বাটপারদের নিয়ে দল করেছে ইউনুস।

৯| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১২:৩৮

পান্হপাদপ বলেছেন: ফুয়াদ সাহেব যে ভাষায় একজন সেনাপ্রধান কে গালি দিয়েছেন এটা সহ্য করার মতো নয়। সমাজে সবার মান সম্মান রয়েছে। গঠনমূলক সমালোচনা করা যায়। কিন্তু ওভাবে গালিগালাজ করা সাপোর্ট করতে পারিনা

১০| ২৬ শে মার্চ, ২০২৫ রাত ১:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শেখ হাসিনাকে সকাল সন্ধায় গালি দিতে দেখেছিলাম, তখন এতো এতো বুদ্ধিজীবিদের উদয় হয়নি তাকে পরামর্শ দেওয়ার। লোকটা এসে একটা পরিবর্তনের হাওয়া বয়ে দিতে চাচ্ছে তাতে কতো বাঁধা! দেখতে থাকি কী হয় সামনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.