নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছবি তুলি, ঘুরে বেড়াই, একলা হা৺টি, স্বপ্ন কুড়াই।

সাব্বির আহমাদ আবীর

সাব্বির আহমাদ আবীর › বিস্তারিত পোস্টঃ

মৃত্যানুভূতি (গল্প)

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৩

মাত্রই সংঘর্ষ হল, ট্রাক বনাম বাসের মুখোমুখি সংঘর্ষ বাসের প্রায় সবাই মারাত্নক ভাবে আঘাত পেয়েছে, অনেকে স্পটেই মারা গেছে আর যারা বেঁচে আছে তারা হাসপাতালে আথবা রাস্তায় মারা যাবে। মারা যাওয়া একজনে বিবরণ বলছি বাসের সামনের দিকে বসেছিলেন মধ্য বয়সি একটা মহিলা এক্সিডেন্টের পর ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, মাথা ছাড়া দেহটা এক দিকে হেলে পড়ে আছে, দেখে মনে হচ্ছে কোন বিরক্তিকর কারণে মাথাটা খুলে ব্যাগে ঢুকিয়ে রেখেছে আর বাস্তবিক দৃশ্যটা হলো তার মাথাটা ড্রাইবারের পায়ের ব্রেকের কাছে পরে আছে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকেই খেয়ে ফেলবে।



অধিকাংশ সময় বাস টাস এক্সিডেন্ট হলে ড্রাইভার বেচে যায় তবে এই বাসের ক্ষেত্রে এমনটা হয়নি। ড্রাইভারের মৃত্যুটাই আমার কাছে সবচেয়ে উপভোগ্য মনে হলো। মাথার এক তৃতীয়াংশই নেই, ঘারের উপর শুধু একটু অংশ টাওয়ারের মতো দাড়িয়ে অাছে, তার সাথেই ঝুলছে সামান্য মগজাংশ। দেখে মনে হচ্ছে কেউ প্যারাসুট দিয়ে নামতে গিয়ে টাওয়ারের সাথে পেচিয়ে গেছে। দৃশ্যটা হাস্যকর তবে বেদনা দায়ক।
হুট করেই এপ্রোন পরা দুটা ছেলে এসে আমাকে স্ট্রেচারে তুলল। আমি কিছুই বললাম না। কিন্তু একটা জিনিস ভেবে খুব আবাক হচ্ছি, আমি এতক্ষন আমার সিটে বসেই বাসের সবার আবস্থা দেখছিলাম, আমার সিটটা ছিল মাঝখানে সামনে দেখা গেলেও মাথা না ঘুরিয়ে পেছনে দেখা সম্ভব না, তবে আমি স্থির থেকেই সব কিছু দেখছিলাম। এটা মনের ভুলও হতে পারে।
আমিই এই বাসের সবচেয়ে কম আঘাত প্রাপ্ত ব্যাক্তি, কাঁচের জানালার সাথে ধাক্কা লেগে কানের উপরের অংশটা একটু কেটে গিয়ে অনবরত বক্ত পড়ছে।
এতক্ষণ একটা ঘোরের মধ্য ছিলাম, তবে এখন ঠিকঠাক। এখন সম্ভবত মাঝরাত হবে, হাসপাতালের একটা ঘন রুমে আমি শুয়ে অাছি আশেপাশের সবগুলোই লাশ। রুমের সামনে খুব জটলা, প্রায় সবার হাতেই ক্যামেরা একটু পরপর একটা লাশ বেরুচ্ছে আর সবগুলো ক্যামেরার ফ্লাশে চারদিক আলোকিত হচ্ছে।
আমি শুধু দেখছি বিন্দু মাত্র কোন শব্দ শুনতে পারছি না, বোধহয় কানে আঘাত পাওয়ায় এমনটা হচ্ছে, জোরে জোরে কয়েকটা চিৎকার দিলাম কেউ শুনল না, এমটা হচ্ছে কেন কিছুই বুঝতে পারলাম না।
এবার আমাকে রুম থেকে বের করা হচ্ছে, কি আশ্চার্য রুম থেকে শুধু আমার দেহটা বের হচ্ছে আমি নড়তে পারছি না। তাহলে আমি কে?

এতক্ষনে ধ্রুব সত্যটা বুঝতে পারলাম, আমি আসলে আমার দেহের ভিতরে নেই, আমার দেহটা স্ট্রেচারে করে মর্গে নেওয়া হচ্ছে কিন্তু আমি যাচ্ছি না আসলে যেতে পারছিনা।
সব কিছু কেমন যেন ধোয়াটে লাগছে, আমি ধোয়ার সাথে মিশে আকাশে চলে যাচ্ছি আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু পারছি না........ ধোয়য় মিলিয়ে যাচ্ছি।
তবে কি এটাই মৃত্যু?.......

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৮

করুণাধারা বলেছেন: ভয়ংকর ।

১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭

সাব্বির আহমাদ আবীর বলেছেন: হাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.