![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জেমস বন্ড ০০৭ (সাব্বির ০০৭) হওয়া। এজন্য প্রচুর পরিশ্রম করেছি, জেমস বন্ড রচনা সমগ্র কয়েকবার পড়েছি, ১০-১২ জেমস বন্ড মুভি দেখেছি, আরও কত কি করেছি। কিন্তু কখন যে সাব্বির ০০০ হয়ে গেছি বুঝতেই পারলাম না। তবে আশা ছাড়িনি, আজ না পারলাম, তবে কাল ঠিকই পারব। কাল না পারলে তার পরের দিন অবশ্যই।
কয়েকদিন আগে আমার কম্পিউটারের মাদারবোর্ড ঠিক করি। খুব সম্ভবত প্রসেসরের কোন পিনে সমস্যা ছিল। এরপর থেকেই কম্পিউটারে ব্যাপক সমস্যা হচ্ছে। যেমন: কোন এন্টিভাইরাস install দিলে system file এ error দেখায়। Ubuntu, windows 7 install দেয়া যায় না। এখন শুধু মাত্র windows xp ব্যবহার যায়। windows xp সেটাপ দেয়ার কয়েকদিন পর IRQL_NOT_LESS_OR_EQUAL এবং Windows Stop 0x0000007B INACCESSIBLE_BOOT_DEVICE error সহ নীল screan আসে এবং রিস্টার্ট দিতে হয়। এখন আমার কম্পিউটারের মাদারবোর্ড এ সমস্যা নাকি হার্ডডিক্স এ। নাকি দুটোই সমস্যা
২| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬
বটের ফল বলেছেন: হার্ডডিস্ক এ সমস্যা ভাইজান।
৩| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯
টাইম কম বলেছেন: বেড সেকটর অথবা রাম পরিবরতন করেন.
৪| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: সম্ভবত মাদারবোর্ডের বাস স্পিড আর র্য্যমের বাস স্পিড আলাদা...........অথবা আপনি একই সাথে ভিন্ন বাস স্পিডের একাধিক র্যাম ইউজ করতাছেন।
আর উবুল্টু বা উইন ৭ কেন ইন্সটল দিতে পারছেননা........সেটা ক্লিয়ার না।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
মো কবির বলেছেন: আর উবুল্টু বা উইন ৭ কেন ইন্সটল দিতে পারছেননা........সেটা ক্লিয়ার না। প্লিজ ক্লিয়ার করুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫
তারেক বলেছেন: হার্ডডিস্কে সমস্যা।