নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনই হারব না।

এম, এস ১৩

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জেমস বন্ড ০০৭ (সাব্বির ০০৭) হওয়া। এজন্য প্রচুর পরিশ্রম করেছি, জেমস বন্ড রচনা সমগ্র কয়েকবার পড়েছি, ১০-১২ জেমস বন্ড মুভি দেখেছি, আরও কত কি করেছি। কিন্তু কখন যে সাব্বির ০০০ হয়ে গেছি বুঝতেই পারলাম না। তবে আশা ছাড়িনি, আজ না পারলাম, তবে কাল ঠিকই পারব। কাল না পারলে তার পরের দিন অবশ্যই।

এম, এস ১৩ › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ান বাংলা চ্যানেলের কিছু প্রয়োজনীয় উপাত্ত

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫

আপাতত এখন বাড়িতেই থাকতে হচ্ছে, কিন্তু খুবই খারাপ আছি। আমার আশে পাশে খালি ইন্ডিয়ান বাংলা চ্যানেলের জয় জয়কার। তাই অনিচ্ছা সত্তেও হঠাৎ হঠাৎ এই সব চ্যানেল দেখার সুযোগ হয়।



আমার নিজস্ব বিশ্লেষণ ধর্মী রিসার্চ এ ফলে ইন্ডিয়ান বাংলা চ্যানেলের কিছু উপাত্ত পেয়েছি যা নিচে শেয়ার করলাম:



১) কলকাতায় কোন দোকানপাট, বাড়িঘর, গাড়ী নেই, খালি ঘর আছে। মানে সব সময় খালি কয়েকটা ঘরের ভেতরই সব নায়ক-নায়িকা ও অন্যান্য পাত্র-পাত্রী অভিনয় করে, খুব কমই ঘরের বাইয়ে বের হয়।



২) ইদানিং ভারতে খুব ধর্ষন হচ্ছে। আমার মনে হয় এক কারন এই সব চ্যানেল। কারন তারা সব ভাল স্ৎ পুরুষদের চ্যানেলে অভিনয়ের সুযোগ দিচ্ছে আর খারাপ লোকদের সে তুলনায় কম সুযোগ পাচ্ছে। আর তার ফলেই ধর্ষন বেড়ে যাচ্ছে।



৩) পুরো ভারতীয় উপমহাদেশে বৃষ্টির পরিমান কমে যাচ্ছে। আমার মনে হয় এর কারনও এই সব চ্যানেল। কারন প্রতিটি অভিনেতা-অভিনেত্রীদের কথার সাথে সাথে যে পরিমান বর্জপাত হয় এরপর আর বৃষ্টিপাত হওয়ার মত মেঘ থাকে না।



৪) বিল গেটস, ওয়ারেন বাফেটরা প্রচুর পরিমান অর্থ সারা পৃথিবীতে দান করে, কিন্তু তার পরও পৃথিবীর দারিদ্রের কোন পরিবর্তন হচ্ছে না। আমার কথা হয় তারা যদি এই টাকার সামান্য পরিমান অর্থও এই সব টিভি চ্যানেলের পরিচালকদের দিয়ে যদি বলত তাদের চ্যানেলে নায়িকাদের দু:খ-কষ্ট কত ‍দিতে, তাহলে পৃথিবীর মানুষের অনেক কষ্ট লাঘব হত।



৫) দুনিয়ায় খারাপ মানুষে পরিমান দিন দিন বেড়েই যাচ্ছে। কারন ভাল মানুষ গুলো চ্যানেলে বেশী পরিমানে যোগ দিচ্ছে, সে তুলনায় খারাপ লোক কম যোগ দিচ্ছে।



৬) ভারতের মানুষ মনে হয় খুব একটা বড় হয় না। কারন যে রকম হরলিকস, কমপ্লন এর অ্যাড দেখি



পরিশেষে আমার জীবনে শুধু একাটাই চাওয়া যদি কোন দিন অনেক টাকার মালিক হতে পারি তাহলে আমার সব টাকা এই সব পরিচালকদের দিয়ে দেব। কারন আমার এই সব নায়ক-নায়িকাদের দু:খ-কষ্ট আর ভাল লাগে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.