নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আকিব

একটু বোকা টাইপের ছেলে।ধার্মিক,কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি অপছন্দ। ফুটবল প্রেমী, আশরাফুল এর বড় ভক্ত।

সাব্বির আকিব › বিস্তারিত পোস্টঃ

এস এস ষ্টীল বাংলাদেশ বনাম নেপাল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলী ফুটবল সিরিজ এর প্রথম ম্যাচ পর্যালোচনা।

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৮

আজ বিকাল পাঁচটায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এস এস স্টীল ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজ বাংলাদেশ বনাম নেপাল এর ২য় ম্যাচ।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড।

প্রথম ম্যাচ পুনরালোচনা:-

২৬ তারিখে প্রথম ম্যাচে আর্মী স্টেডিয়ামের কর্দমাক্ত মাঠে মোটামুটি ভালই খেলেছে বাংলাদেশ। ফিনিশং লাইনের ভুলের কারনে নুন্যতম ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত বলের উপর ডমিনেট করে খেলেছে বাংলাদেশ। দুই ডাচ কোচের এটাই বোধহয় বড় চাওয়া ছিলো দলের কাছে।

তবে ডিফেন্সেযে গ্যাপ আছে তা বুজা গিয়েছিলো বেশ ভালভাবেই। যদি নেপালিরা কাদার কারনে আনব্যালেন্সড না হত তাহলে হয়ত ফলাফল অন্যরকমও হতে পারত।

কিন্তু মিডফিল্ড থেকে মামুন,সোহেল রানা আর হেমন্ত দারুন খেলেছে। দ্বিতীয়ার্ধে নামা মানিক বাবুও খেলেছে বেশ পজেটিভ।

এছাড়া ফরোয়ার্ড লাইনে সিফাত এর রিসিভিং ছিলো দেখার মত। বডি চার্যের কারনে তকলিস সেভাবে বল রিসিভ করতে পারে নি।ওয়াহেদ জায়গায় কিছুটা দাড়িয়ে খেললেও তার দেয়া থ্রুগুলো হয়েছে বিশ্বমানের।

এছাড়া মিশু,ইয়ামিনরা দারুন কিছু ক্লিয়ার করেছে। তপুতো বলতে গেলে দুটি নিশ্চিত সেভ করেছে।

গোলরক্ষক রাসেল মাহমুদ ছিলেন আত্ববিশ্বাসি।

আজকেও কি এমন উল্লাশে ভাসবে দেশ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.