নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাবিহা মাহবুব

সাবিহা মাহবুব › বিস্তারিত পোস্টঃ

হার্ড ডিস্ক ভালো রাখার কিছু দুর্দান্ত টিপস

১৬ ই জুন, ২০১৫ রাত ১১:১৩

► প্রতি পার্টিশনে অন্তত ২০% ফাকা জায়গা রাখুন।

► সপ্তাহে একবার বুট টাইম ডিফ্র্যাগ করুন। অর্থাৎ পেজফাইল, হিবারফিল ইত্যাদি সহ সিস্টেম
ফাইল ডিফ্র্যাগ করুন।

► হার্ডডিস্ক এর তাপমাত্রা মনিটর করুন। দরকার হলে ক্রিটিকাল তাপমাত্রা সেট করে
দিন যেন বেশি গরম হয়ে গেলে
আপনি নোটিফিকেশান পান।

►হার্ডডিস্ককে ধুলাবালি থেকে দূরে রাখুন। মনে রাখবেন ছোট্ট একটা কণা যা আপনার মাথার চুলের
দশভাগের একভাগ সেটা আপনার
ডিস্ক হেডকে নষ্ট করে দিতে
পারে।

► ইউপিএস ব্যবহার করুন।

►ছয়মাস বা একবছর পর পর সুযোগ পেলে হার্ডডিস্ক এর সকল ডাটা
ব্যাকআপ নিয়ে ডিস্ক লো লেভেল
ফরম্যাট করে নিন। এতে ব্যাড সেক্টর সহ কোন সমস্যা থাকলে তা
দূর হয়ে যাবে।

► উইন্ডোজ এর ইনডেক্সিং বন্ধ করে দিন। ইনডেক্সিং এর মাধ্যমে উইন্ডোজ হার্ডডিস্ক এর সকল ফাইল
এর লিস্ট তৈরি করে এবং সার্চ
করলে দ্রুত ফলাফল দেখায়। কিন্তু ইনডেক্স এর কারণে অযথাই ডিস্ক
ঘুরতে থাকে এবং শক্তি বা
ব্যাটারি ক্ষয় হয়

না বুঝলে স্কিনসর্ট দেখুন

নতুন নতুন টেকনোলোজি খবর, সফটওয়ার, এন্ডয়েড এপসসহ যাবতীয় টেকনোলজি টিপস পেতে এখান থেকে ঘুরে আসুন। আশা করি ভাল কিছু পাবেন ও ভাল লাগবে।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০২

কাবিল বলেছেন: শেয়ারে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.