নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কস্তূরীর সুবাস ছড়িয়ে দিতে চাই সবার মাঝে।

কস্তূরী

কস্তূরী › বিস্তারিত পোস্টঃ

একান্ত জীবনের কিছু কথা........

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৯

আমি চাই না আমার উপর এমন কোন দায়িত্ব চাপিয়ে দেয়া হোক, যা আমি বহন করতে পারবো না। আজ আমি নিজেকে নিজেই সামাল দিতে হিমসিম খাচ্ছি, এখন যদি আমার উপর একটা অতিরিক্ত দায়িত্ব - বুঝা চাপিয়ে দেয়া হয়, তখন আমার অবস্থাটা কেমন হবে?? আল্লাহ মালুম জানি না আমার জীবনের চাকা কোন দিকে ঘুরছে? নুন আনতে যার পান্তা পুরাই তার আবার দায়-ভার গ্রহন করা অগ্নিকুণ্ডে ঝাপ দেওয়া উভয় সমান কথা। যার নিজেরই কোন অস্হিত্ব নেই, সে আবার নতুন কোন অস্হিত্বের প্রকাশ ঘটাবে এটা ভাবা যেমন বোকামি তার জন্য প্রচেষ্টা করাও মহা বোকামির উর্ধে। যে বা যারা এই চেষ্টা - প্রচেষ্টায় নিয়োজিত আছেন, আমি তাদেরকেই বলছি! এখনো সময় আছে নিজেদের সংযত করুন, আমি আবারো বলছি নিজেদেরকে বিরত রাখুন। নতুবা এই একটি ভুলের কারণে সারা জীবনেও যার মাশুল দিতে পারবেন না। প্লিজ কারো ব্যাপারে হুট কোন সিদ্ধান্তে পৌছবেন না, সে আপনার যতই আপন হোক না কেন। কারণ যার ব্যপারে সিদ্ধান্ত নিলেন, তারও মতামত প্রকাশ করার মত একটা অধিকার রয়েছে। এই অধিকার থেকে তাকে বঞ্চিত করার কোন অধিকার নেই।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.