নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় দেশ আমার।

অনেক হয়েছে এবার মুক্তি দাও।

সাবু ছেেল

খারাপ না।চলনসই।

সাবু ছেেল › বিস্তারিত পোস্টঃ

একাধিক সূত্রে খবর পেলাম,চাইনিজরা নাকি এখনও আমাদেরকে পাকিস্তানি ভাবতেই বেশী স্বাচ্ছন্দ্যবোধ করে!আর তারই প্রেক্ষিতে "কবি"সাবুর এই "চাইনিজনামা"!

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

চাইনিজ মাল



নিতান্তই বাল-ছাল!



ওদের মুখে হাগু



ওরাও কিন্তু ছাগু!



একাত্তরের দুশমন



তাই তো এত নিচুমন!



খায় ওরা কুত্তা



ওদের গোয়ায় গুত্তা!



ফাকিস্তানের দোস্ত



দুটোই সাপের গোস্ত!



মারবো ঘুসি ভিম



বানায় অনেক ব্লুফিল্ম!



খাটো চাইনিজ বাদ



ন্যায় গুয়ের স্বাদ!



যা আছে সব নকল



সইবে অনেক ধকল!



নোংরামিতে সেরা



নেই এর আরেক জোড়া!



সারা দুনিয়ার নষ্ট



সবাইকে দ্যায় কষ্ট!





:P:P:P



আমার আগের পোস্টটি দেখুনঃ



এই অথর্ব,পতিত নুপুংসকটার ধৃষ্টতা শুধু একটু দেখেন আপনারা!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

সাবু ছেেল বলেছেন: আসলে এই ব্লগের সবাইকে আমি দারুন ভালোবাসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.