নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় দেশ আমার।

অনেক হয়েছে এবার মুক্তি দাও।

সাবু ছেেল

খারাপ না।চলনসই।

সাবু ছেেল › বিস্তারিত পোস্টঃ

অথচ এই অসভ্যটাকে নিয়ে আমাদের সময় আর বিম্পি-জামাত কতটাই না সন্তুষ্ট!একেই বলে,"কুত্তায় চিনে পচা ফ্যান!"

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩



সাংসদ গোলাম মাওলা পেটালেন দুই সাংবাদিককে

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্টের দুই সাংবাদিক আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনির মারধরের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আহত দুই সাংবাদিক হলেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘তালাশ’-এর প্রতিবেদক ইমতিয়াজ মমিন ও ক্যামেরাম্যান মোহসিন মুকুল। মোহসিন মুকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



ঘটনা সম্পর্কে প্রথম আলো ডটকমকে দেওয়া সাংবাদিক ইমতিয়াজ মমিনের ভাষ্য, ন্যাম ভবনে সাংসদদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটে কারা থাকেন, তা নিয়ে ‘তালাশ’ একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করছে। দেখা গেছে, ন্যাম ভবনের ২ নম্বর ফ্ল্যাটে সাংসদ গোলাম মাওলার জন্য বরাদ্দ করা বাসায় তাঁর গাড়িচালক সপরিবারে বাস করছেন। এ বিষয়ে গত বুধবার (১৭ জুলাই) গোলাম মাওলার বক্তব্য জানতে তাঁরা তোপখানা রোডে মেহেরবা প্লাজার দশম তলায় তাঁর কার্যালয়ে যান। কিন্তু সারা দিন বসে থাকার পরও গোলাম মাওলার বক্তব্য পাওয়া যায়নি।



সাংবাদিক ইমতিয়াজ মমিন দাবি করেন, ন্যাম ভবন ছাড়াও পটুয়াখালীর আরেকটি ঘটনা নিয়েও তাঁরা তদন্ত করছেন। একটি সূত্রের মাধ্যমে তাঁরা জানতে পারেন, পটুয়াখালীর ওই ঘটনায় একটি দরপত্রের বিষয়ে সমঝোতা করতে গোলাম মাওলার কাছে দুই কোটি টাকা নিয়ে একজন সরকারি কর্মকর্তা গেছেন। এ খবর সংগ্রহ করতে দুপুর পৌনে একটার দিকে মেহেরবা প্লাজায় গোলাম মাওলার কার্যালয়ে ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকেন তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই গোলাম মাওলা কার্যালয় থেকে বের হয়ে তাঁদের দুজনকে এলোপাতাড়ি মারধর করেন। পরে গোলাম মাওলার সহযোগী কর্মকর্তারাও তাঁদের মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁদের ক্যামেরা ভেঙে যায়।



মারধরের ঘটনার পর অন্য সাংবাদিকেরা ঘটনাস্থলে যান। সেখানে সাংসদ গোলাম মাওলার সঙ্গে সাংবাদিকদের কয়েক দফা বৈঠক হয়।

বৈঠকের পর গোলাম মাওলা সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। আহত সাংবাদিকদের চিকিত্সার খরচ এবং ক্যামেরা ভেঙে যাওয়ার জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও সাংসদ জানান। তবে তিনি কোনো হামলা করেননি বলে দাবি করেন। দুঃখ প্রকাশ করা এবং ক্ষতিপূরণ দেওয়ার কারণ জানতে চাইলে গোলাম মাওলা বলেন, ‘কার্যালয়ের সামনে ঘটেছে, তাই দুঃখ প্রকাশ করছি।’ মারধরের সঙ্গে কারা জড়িত, জানতে চাইলে সাংসদ বলেন, এ ঘটনায় ওই ভবনের অন্য লোকজন জড়িত।



শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘টেলিফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত মোমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।’ এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। তাই পুলিশের আর কিছু করার নেই বলে তিনি জানান।



এ ব্যাপারে আহত দুই সাংবাদিক ইমতিয়াজ মমিন ও মোহসিন মুকুল বলেন, তাঁরা এই মীমাংসা মানেন না। তাঁরা আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান।



সূত্রঃ প্রথম-আলো

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: তালাশ বাবা দরবেশ এর কুকী্র্তি আগে প্রচার না করে রনিরে নিয়ে টানাটানি করে কেন ?

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সাবু ছেেল বলেছেন: কি জানি!!

২| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

িটউব লাইট বলেছেন: সাংবাদিক মামার প্রাপ্য ছিল এই মাইর।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সাবু ছেেল বলেছেন: ও আচ্ছা!!

৩| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০২

গারো হিল বলেছেন: সব জায়গায় বিএনপি টানিস ক্যান ?

তর বাপ সালমান এফ রহমান হরফে তোদের দরবেশ বাবার ুটকি দিয়ে এই দুই সাংবাদিকরে ডুকানো দরকার ছিলো হাম্বারবাচ্চা

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২

সাবু ছেেল বলেছেন: বেশী কথা বললে মুখে প্রস্রাব করে দিবো বলে দিলাম;যা তোর প্রাপ্য!!

৪| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১১

রাসেল মাহমুদ মাসুম বলেছেন: কিরে আমলিকের বাচ্চা বিএনপি কি তোর বউ ভাগিয়ে নিয়েছে .।।

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১

সাবু ছেেল বলেছেন: আমার বউ তোর মা লাগে!! এবার জবাব দে!!!

৫| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
টক শোতে না বড় বড় কথা বলেন। গনজাগরন নিয়ে কুৎসা ...
আবার দুইদিন আগে তিনিই তো ফ্ল্যাট না পাওয়া দুঃখ্য নিয়ে বিশাল কলাম লিখলেন।
এখন তো দেখা গেল নিজেই ভাড়া দিচ্ছেন!

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সাবু ছেেল বলেছেন: হাসান সাহেবের সুচিন্তিত মতামত আমার ব্লগের পাথেয়।ধন্যবাদ হাসান ভাইকে তাঁর চমৎকার একটি মন্তব্যের জন্য।

উপড়ে দেখেন কতিপয় জাউরা জানোয়ার জারজদের মত লাফাচ্ছে আর ঘেউ ঘেউ করছে!!

রনির মত লোকেরা সব দলের কলঙ্ক!!!

৬| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

নয়ামুখ বলেছেন: রনি ও দরবেশ বাবা। কামড়া কামড়ি তো হবেই । দুটোই যে ডিজি-টাল বিবির কুত্তা।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২

সাবু ছেেল বলেছেন: ডিজি-টাল বিবির কুত্তা ও গোলাপি বেগমের দুই কুত্তাদের ইতিহাসের আস্তা কুরে নিক্ষেপ করা হউক!!

৭| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ইমরুল_কায়েস বলেছেন: প্রশ্ন হইল ওরে নমিনেশন দিতে কে চিনছিলো আর গাজিপুরে ইলেকশন করতে কে হুকুম করে পাঠাইছিলো, আসল কথা ভাইজান কুত্তায় চিনে পচা ফ্যান

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

সাবু ছেেল বলেছেন: নমিনেশন দেওয়ার সময় নিশ্চয়ই ও এরকম করেনি! তাইনা? দিনে-দুপুরে রাস্তায় শুয়ে আছেন কেন?লক্ষন কিন্তু ভালো মনে হচ্ছেনা!!

৮| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মেদভেদ বলেছেন: রনির ছাত্রজীবনের প্রাক্টিসগুলো দেখেনিন........

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

সাবু ছেেল বলেছেন: রনি কুত্তাটা কোথায় একটু দেখিয়ে দিন!!

৯| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

নষ্ট ছেলে বলেছেন: সালমান এফ রহমানরে নিয়া রনি কিছুদিন আগে একটা কলাম লিখছিল । এখন মনে হচ্ছে দরবেশ বাবা ক্ষেইপা গিয়া তার চ্যানেলের কিছু কুত্তা পাঠাইছিল রনির কাছে।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

সাবু ছেেল বলেছেন: হতে পারে,বলা যায় না!!

১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৩

কাজিম কামাল বলেছেন: জয় দরবেশ বাবকি জয় !!



অ টঃ ভাইজান পার পোস্ট কত পান? আমিও পেইড ব্লগার হইতাম চাই।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

সাবু ছেেল বলেছেন: আপনার হাগা না হলেও কি বিএনপির দোষ দেন নাকি??
আবাল কোনহাঙ্কার

১১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৬

একজন ঘূণপোকা বলেছেন: দুই কুত্তায় কামড়াকামড়ি করছে, কুত্তা লীগ হেরে নমিনেশন দিছে, এর মধ্যে বি।এনপি কে আনার মানে তো বুঝলাম না।
আপনার বৌ রাগ করে বাপের বাড়ি চলে গেলে কিংবা, আপনার হাগা না হলেও কি বিএনপির দোষ দেন নাকি??
আবাল কোনহাঙ্কার

২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

সাবু ছেেল বলেছেন: সাবাল কোথাকার! (বিদেশী কুকুরের মত সারা গায়ে পশম দিয়ে ভরা)

১২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:২১

samolbangla09 বলেছেন: মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: তালাশ বাবা দরবেশ এর কুকী্র্তি আগে প্রচার না করে রনিরে নিয়ে টানাটানি করে কেন ?

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:২২

সাবু ছেেল বলেছেন: লেখক বলেছেন: কি জানি!!

১৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:১০

অচিনপাখি বলেছেন: কথাবা্রতা নেই এইভাবে কেউ মারতে শুরু করে?

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

সাবু ছেেল বলেছেন: ভদ্রবেশী অসভ্য হলেই এমনটা সম্ভব।আওয়ামী লীগের উচিত ওর পাছায় কিক মারা।

১৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

এস এইচ খান বলেছেন: শেয়ারখেকো দরবেশের হিন্দিপেনডেন্টের ছামবাতিক পিডাইছে খুব খুশি হইছি!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১০

সাবু ছেেল বলেছেন: দরবেশের বিচার যে কবে হবে কে জানে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.