![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার নিজেই রান্না করেছেন। আর রান্নায় ব্যস্ত মায়ের ছবি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন জয়।
সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ পোলাও রান্না করছেন। আমি এ যাবত্ যত পোলাও খেয়েছি, তাঁরটিই সেরা।’ ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী খুন্তি হাতে পোলাও নাড়ছেন। পরনের শাড়ির ওপর অ্যাপ্রোন, আর চুল খোঁপা বাঁধা।
জয় তাঁর ফেসবুকে লিখেছেন, স্বজনদের সঙ্গে জন্মদিনটা কাটাতে পারায় তিনি ভীষণ খুশি। তিনি বাড়িতে বসে তাঁর মেয়ে সোফিয়া আর ভাগনে ভাগনিদের হইচই আনন্দ উপভোগ করছেন। খালা আর খালাতো ভাই-বোনদের কথা তাঁর খুব মনে পড়ছে। গতকালই সরকারদলীয় একজন সাংসদের মৃত্যুর কারণে ঘটা করে তিনি জন্মদিন পালন করছেন না। তিনি সাংসদের পরিবারের প্রতি শোক ও সহানুভূতি জানিয়েছেন।
সূত্রঃ প্রথম-আলো
আমার মন্তব্যঃ জয়তু "মা"শেখ হাসিনা।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৬
সাবু ছেেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।তিনি ইচ্ছে করলে সরকারি স্বনামধন্য বাবুর্চি দিয়ে রাঁধাতে পারতেন।কিন্তু তিনি তা করেননি।সম্পূর্ণ ব্যক্তিগত খরচে সামান্য পরিসরে পুরা অনুষ্ঠানটি তিনি সামলেছেন।
মায়ের স্নেহ আসলে এমনই হয়।
২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪২
শেরশাহ০০৭ বলেছেন: ভাল
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৬
সাবু ছেেল বলেছেন: আসলেই ভালো।
৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫
রুমি চৌধুরী বলেছেন: ma
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৭
সাবু ছেেল বলেছেন: মা,দাঁত থাকতে যেন দাঁতের মর্যাদা আমরা বুঝি।
৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৩
বাংলাদেশী দালাল বলেছেন:
খেয়া ঘাট বলেছেন: মনটা ভরে গেলো। প্রধানমন্ত্রী হলেও তিনি একজন মা। আর মা আর সন্তানের যে সম্পর্ক -এর চেয়ে মধুর সম্পর্ক যে পৃথিবীতে আর নেই।
ধন্যবাদ খেয়া ঘাট চমৎকার মন্তব্যটির জন্য।
ছবিটা শেয়ার করার জন্য পোস্ট দাতা কেও ধন্যবাদ ।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮
সাবু ছেেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার অভিমতের জন্য।
৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩২
খেয়া ঘাট বলেছেন: কিচেন, ওপরের কিচেন কেবিনেট, রান্নার হাড়ি, কাঠি, আশে পাশের অন্যসব সরন্জাম,চুলো , প্রধানমন্ত্রীর পরিধান সব কিছু খুবই সাদামাটা । একেবারে যেন সাধারণ জননীর রান্নাঘর। খুবই অভিভূত হলাম।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:০১
সাবু ছেেল বলেছেন: শেখের বেটি বরাবরই একদম সাদাসিধে জীবন-যাপন পছন্দ করেন।ব্যক্তিগত জীবনে ভীষণ হাসিখুশি ও আমোদপ্রিয়।
সবকিছুই ঠিক ছিল শুধু তাঁর এই টার্মে গোঁয়ার্তুমি একটু কম করলেও পারতেন।যাই হউক,আল্লাহ ভরসা।
৬| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২
যুবাইরআজাদ বলেছেন: কই প্রধান মন্ত্রীকে তো দেখা যাচ্ছেনা, জয় সাহেব ভুল দেখছেন কেন? তিনিতো আপনার মা। উনি যখন উনার অফিসে থাকবেন তখন উনি প্রধান মন্ত্রী।
ধন্যবাদ ভাল থাকবেন।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২
সাবু ছেেল বলেছেন: ধন্যবাদ,অগ্রিম ঈদ মুবারক।
৭| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৩২
আরিফ্ ৯১ বলেছেন: প্রধানমন্ত্রীর রান্না করা ছবিটি ব্যাপক সাড়া ফেলছে দেখা যায়! সবার কাছেই অনেক বেশী পছন্দের ছিল ছবিটা! এরকম আরো কিছু ভাল ছবি সোশাল মিডিয়ায় আসলে রাজনীতির চাকা ঘুরতে সময় লাগবে না! আমি আশা করতেছি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা মমতাময়ী খালেদা জিয়াকেও রান্নাঘরে দেখতে পাব!
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১
সাবু ছেেল বলেছেন: আমি আশা করতেছি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা মমতাময়ী খালেদা জিয়াকেও রান্নাঘরে দেখতে পাব!
দারুণ বলেছেন।আমিও আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে "গরীব-দুস্থ"তারেক জিয়াকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে তিনি ক্যামেরায় "ধরা"পরবেন!!
৮| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৮
মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: দুই চক্ষের পানি ফালাইয়া ভিক্টোরিয়া জলপ্রপাত বানায় ফেললাম :!> :!> :#> :#>
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩
সাবু ছেেল বলেছেন: সেজন্যই মনে হয় গত দু'দিনব্যাপী সারাদেশে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে!!!
৯| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৪
মো ঃ আবু সাঈদ বলেছেন: আহারে ,সামনে নির্বাচন এমন অনেক কিছু ঘটাবেন উনার সমানে...
মেঘের মা...
ইলিয়াস অালীর মা..
শেয়ের বাজারের জাহীঙ্গীর দের মাদের অবস্থা যদি এর একটু দেখতেন....
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩
সাবু ছেেল বলেছেন: তিন সন্তানের জননী বিরাঙ্গনা রমা চৌধুরীকে যদি একটু দেখতেন তবে বুক ফুলিয়ে বলতেন-
জামায়াত-শিবির রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়!!
১০| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪
অবুঝ পাঠক বলেছেন: ও ভাই পোলাও এ তেল বেশী না হলেও আপনার পোস্ট এ তেল আর তেল --- পিছলাই যাইবো তো ;
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
সাবু ছেেল বলেছেন: পিছলাবেনা,কারণ আমরা নকল তেল ব্যবহার করি না!!
১১| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
আদম_ বলেছেন: মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: দুই চক্ষের পানি ফালাইয়া ভিক্টোরিয়া জলপ্রপাত বানায় ফেললাম :`> :`> :``>> :``>>
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৫
সাবু ছেেল বলেছেন: নকল চোখের নকল পানি মনে হয়!কারণ আজকে বিকাল বেলা থেকেই বৃষ্টি শেষ হয়েছে!! হায় রে!!!
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৭
খেয়া ঘাট বলেছেন: মনটা ভরে গেলো। প্রধানমন্ত্রী হলেও তিনি একজন মা। আর মা আর সন্তানের যে সম্পর্ক -এর চেয়ে মধুর সম্পর্ক যে পৃথিবীতে আর নেই।