নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় দেশ আমার।

অনেক হয়েছে এবার মুক্তি দাও।

সাবু ছেেল

খারাপ না।চলনসই।

সাবু ছেেল › বিস্তারিত পোস্টঃ

বাঘের বাচ্চা শাকিব খান!নোংরা কোলকাতাকে ধুয়ে-মুছে সাফ করে দিলেন!!এরকম আরও ব্যক্তিত্ব খুব দরকার।

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০



কলকাতার ছবির জনপ্রিয় নায়ক প্রসেনজিেক কথায় খোঁচালেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। শাকিব বলেন, প্রসেনজিত্, ঋতুপর্ণা কিংবা রচনা ব্যানার্জির মতো অভিনয়শিল্পীরা এক সময় আমাদের দেশের ছবিতে অভিনয়ের জন্য মুখিয়ে থাকতেন। আজ তাঁরাই ছবি বিনিময়ের প্রস্তাব নিয়ে আমাদের এখানে বৈঠকে আসেন।’



শাকিব বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরির জন্য আমাদের দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তাব্যক্তিরাই সবচেয়ে বেশি দায়ী।



তিনি আরও বলেন, এক যুগ ধরে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো চলছিল না। অশ্লীলতাসহ নানা ধরনের সমস্যা বাংলাদেশি চলচ্চিত্রের উন্নয়নের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু গত দু-এক বছরে বাংলাদেশি চলচ্চিত্রে একটা ইতিবাচক পরিবর্তনের আভাস আমরা সবাই দেখতে পাচ্ছি। নতুন অনেক নির্মাতা আসছেন, চলচ্চিত্র অনুরাগী প্রযোজকেরাও ছবি নির্মাণে আগ্রহী হচ্ছেন, পাওয়া যাচ্ছে মেধাবী বেশ কিছু নতুন মুখ। এমনকি ছবি নির্মাণের ক্ষেত্রে বাড়ছে বাজেটও, যা ভালো মানের চলচ্চিত্র নির্মাণের অন্যতম পূর্বশর্ত। এভাবে কয়েকটা বছর চলতে থাকলে বাংলা চলচ্চিত্র নিয়ে সবাই একটা সময় যে গর্ব করতেন, তা আবারও ফিরে আসবে। আর আমাদের এই ঘুরে দাঁড়ানোর সময়টাতে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনের বিষয়টির সিদ্ধান্ত মোটেও ভালো হচ্ছে না।



তাহলে দুই বাংলায় কেমন উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ভালো কিছু হবে—এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, চলচ্চিত্রে আমাদের অবকাঠামোগত দিক দিয়ে অনেক ধরনের সমস্যাই রয়ে গেছে। বিভিন্ন সংস্থা থেকে কোটি টাকার বাজেট এসেছে, আবার ফিরেও যাচ্ছে, যা চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্তাব্যক্তি থেকে শুরু করে সবারই নজর এড়িয়ে যাচ্ছে। আগে আমাদের দেশের চলচ্চিত্র বিশ্ববাজারে উপস্থাপনের উপযোগী করে তৈরি করার জন্য প্রযুক্তিগত থেকে শুরু করে সব ধরনের সহায়তা নিশ্চিত করতে হবে। তারপরই ছবি পারস্পরিক বিনিময়ের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনের বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। তিনি বলেন, এর বাইরে এখন যদি কলকাতার চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা আমাদের চলচ্চিত্রের মঙ্গল চান, তাহলে যৌথ প্রযোজনার ছবি নির্মাণের দিকে আমরা মনোযোগটা বেশি দিলে ভালো হবে বলে আমি মনে করছি।



তা ছাড়া আমাদের সরকারি পর্যায় থেকে উদ্যোগ নিয়ে দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে কলকাতায় দেখানোর ব্যবস্থা করা হোক। এতে করে আমাদের অভিনয়শিল্পী সম্পর্কে ওপার বাংলার মানুষেরা জানতে পারবেন। তখন আমাদেরও একটা বাজার সেখানে তৈরি হবে। তারপরই না হয় পারস্পরিক বিনিময়ের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনের বিষয়টির সিদ্ধান্ত যুক্তিসংগত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।



শাকিব এও বলেন, আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো অভিনয়শিল্পী ও নির্মাতা রয়েছেন। যাঁরা কোনো অংশে কলকাতার চেয়ে পিছিয়ে নেই। আমাদের দেশে ভালো মানের চলচ্চিত্র ও নাটক ইদানীংকালে তৈরি হচ্ছে। তাহলে আমাদের চ্যানেলগুলো সেখানকার দর্শকদের কাছে প্রদর্শনের ক্ষেত্রে এতটা ভয় কেন? কলকাতা কিংবা পুরো ভারতের চ্যানেলগুলো যেমন আমাদের দেশে অবাধে চলছে, আমাদের চ্যানেলগুলোকে সেখানে প্রদর্শনের ব্যবস্থা করে দিন না। তারপর দেখেন, আপনাদের দর্শকেরা আমাদের গ্রহণ করেন কি না? এ ক্ষেত্রে বরাবরই আমাদের সরকারি পর্যায়ে নীতিনির্ধারণী ব্যক্তিরা উদাসীন ছিলেন এবং এখনো আছেন। পারস্পরিক বিনিময়ের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনের বিষয়টিতে আমার কোনো সমস্যা নেই, তবে তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামানোর আগে আগে আমাকে তো তৈরি হতে হবে, নাকি?



উল্লেখ্য, গত ৭ আগস্ট কোনো ধরনের ঘোষণা ছাড়াই প্রসেনজিত্সহ কলকাতা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের একটি প্রতিনিধিদল বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাত্ করে। তথ্যমন্ত্রীর উপস্থিতিতে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রসেনজিতের ঢাকা সফরের উদ্দেশ্য ছিল দুই বাংলার সিনেমার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে প্রদর্শন। আলোচনা শেষে ওই দিনই তাঁরা ঢাকা ছাড়েন। তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষে সাইদুর রহমান মানিক ও ড্যানি সিডাক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষে সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব মুশফিকুর রহমান গুলজার এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর। বিশেষভাবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা কুসুম শিকদার। তথ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়।



এদিকে এবারের ঈদে শাকিব খানের দুটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হচ্ছে বদিউল আলম খোকনের ‘মাই নেম ইজ খান’ এবং পি এ কাজলের ‘ভালোবাসা আজকাল’। ছবি দুটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও নবাগত মাহী।



সূত্রঃ প্রথম-আলো



আমার মন্তব্যঃ কুসুম শিকদার তাহলে আবার নায়িকাও?? আর ফেরদৌস তো এখন "ওদেরটা"খায় আর পরে!!X((X((



মন্তব্য ৬৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

মেংগো পিপোল বলেছেন: শাকিব বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরির জন্য আমাদের দেশের চলচ্চিত্রসংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তাব্যক্তিরাই সবচেয়ে বেশি দায়ী।

স হ ম ত।

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

সাবু ছেেল বলেছেন: আমরা যারা বাংলাদেশী,তার সহমত হতে বাধ্য।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯

রাহুল বলেছেন: সাকিব নাকি মাই নেম ইজ খান বানাইছে....।হহহিহিহিহহহ ...ওরে আমারে কেউ মাইরালা....

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

সাবু ছেেল বলেছেন: মইরা সবাইরে মাফ করেন,তাইলে!!

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৮

রিয়াজ৩৬ বলেছেন: ঠিক ই তো বলছে। আমাদের চলচ্চিত্র অনেক সমৃদ্ধ ছিল। মাঝে খুব ই বাজে অবস্থা গেছে। বৈশ্বিক সাংস্কৃতিক আগ্রাসন আমাদের চলচ্চিত্র ধ্বংস করছে। মুক্ত আকাশ সংস্কৃতি এখনই নিয়ন্ত্রণ দরকার। চলচ্চিত্র শিল্পে বেশি বেশি বিনিয়োগ দরকার।

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯

সাবু ছেেল বলেছেন: বেশী বিনিয়োগ করেও তো কোন লাভ নেই!অনন্ত জলিলকে সবাই "ধুচ্ছে"না?? মানসিকতার পরিবর্তনও দরকার সাথে সাথে।

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৯

বাগসবানি বলেছেন: সাকিব খান কবে আবার ডিগ্রী পাইলো । :D সূত্র দিয়েন

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১

সাবু ছেেল বলেছেন: যারা শাকিব খানের পিছনে লেগেছেন এই মুহূর্তে,বুঝা লাগবে তারা সবাই পিউর কোলকাতার।আজ্ঞে,আপনাদের জন্য এই পোস্ট নয়!!

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২

বাগসবানি বলেছেন: আপনে কপি পেস্ট মার্কা জিনিস দিবেন আর কেউ কিছু বললে তারে ইন্ডিয়ার দালাল বলবেন !! আর সাকিব খান এইসব কথা বলতে পারে কিনা এইটা তো তার ইন্টারভিউ দেখলেই বোঝা যায় । এর জন্যে কলকাতা যাওয়া লাগে না । আর একটা মানুষ সম্পর্কে খুব দ্রুত সিন্দ্ধান্ত নেয়া উচিত না ।

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩

সাবু ছেেল বলেছেন: আমি ইন্দিয়ার দালাল,পাকি দালাল কোন দালালকেই পছন্দ করিনা!বাংলাদেশের দালাল হতে পারলে যোগাযোগ রাখার সিদ্ধান্ত হতে পারে বৈকি!!

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসলেই দেশটা দালালে ভরে গেছে । এই দালালেরা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে হেয় করার জন্য উঠে পড়ে লেগেছে ।

সাকিব বা অনন্তকে নিয়ে এদের চুলকানির সীমা নাই ।
সঠিক তারিখ মনে নাই , যখন আমাদের জেমস একটা গান করে ক্যাসেট কোম্পানির কাছ থেকে ২ লাখ টাকা সন্মানি পেতো ঠিক একই সময়ে নচিকেতার মত শিল্পীরা ওই দেশে পুরো এ্যালবামের জন্য পেত ২০ হাজার টাকা ।

এই কারনেই ওই দেশি ফকিন্নিরা আমাদের দেশে অভিনয় বা কনসার্ট করার জন্য মুখিয়ে থাকে ।

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সাবু ছেেল বলেছেন: একটি কথা না বললেই না,ওরা যতই অ্যাটম বোমা বা রাফালে জঙ্গি বিমান কিনুক না কেন;ওদের দেশের নিম্নবিত্ত মহিলাদের অধিকাংশই এখনও প্রকাশ্য-দিবালোকে রাস্তায় উলঙ্গ হয়ে হাগে।

আমাদের শেখ হাসিনা না চাওয়ার আগেই ওদেরকে সবকিছু উজাড় করে দিয়ে দিয়েছেন (ফলাফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন),অথচ এত বড় সিডরের পরও প্রতিশ্রুতি মোতাবেক সামান্য পাঁচ লক্ষ টন চাউল পর্যন্ত দিতে পারেনি!

আর ১০টি গ্রাম পুনঃনির্মাণের কথাতো বাদই রাখলাম!যেখানে ওদের মহিলারা হাগা-পাদার জন্য জায়গা পায়না সেখানে আবার ওরা আমাদের জন্য বানাবে গ্রাম??হায়রে কপাল!!!

আমার নেত্রী শেখ হাসিনার উসিলায় ভারতকে অনেক সম্মান দিতাম এবং অতি উচ্চ ধারণা পোষণ করতাম।কিন্তু সেই মুজিব কন্যা শেখ হাসিনাকে বিনা কারণে পদে পদে ওরা ব্লাফ দেওয়াতে এখন ওদের নাম শুনলে খুবই বিরক্ত লাগে!

এত তোষণের পরও যখন বিনা কারণে ফেলানিকে হত্যা করে কাঁটা তারের উপড় লাশ ঝুলিয়ে রেখেছিলো,তখন বুঝেছি ওরা কারা!!

বাস্টার্ড পাকিস্তানীদেরকে চরম শিক্ষা দিয়েছি,সুযোগ পেলে ওদেরকেও আমরা ছাড়বনা!!




৭| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ভোরের সূর্য বলেছেন: ভাই,সাকিব খান!!!! নামটাই যে কপি করা ভারত থেকে।এই নাম নিলে পাবলিক তার সিনেমা খাবে এধারনা থেকেই এই নাম নেয়া।(ভারতের সালমান খান,আমির খান,শাহরুখ খান)

এই ঈদে একটা সিনেমা মাই নেম ইজ খান এটাও একটা কপি করা সিনেমার নাম।যার স্বকীয়তা বলে কিছু নাই,সে কি বল্ল না বল্লো তাতে কিছু যায় আসেনা।

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সাবু ছেেল বলেছেন: শাকিব খানের এরকম কপি-পেস্ট নাম ও কপি করা ছবি আমারও মোটেই পছন্দ হয়নি!

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ভোরের সূর্য বলেছেন: @গিয়াসলিটন আপনি নিজেই নিজেকে ছোট করলেন ভাই।আপনার কথা অনুযায়ী ওদের দেশের শিল্পীদের আমাদের এখানে ডেকে এনে বেশি টাকা দেই।তার মানে ওদের এখানে অনেক চাহিদা আছে।আরো একটা মজার বিষয় হল।পশ্চিমবঙ ভারতের একটা প্রদেশ,আমরা একটা দেশ হয়ে ওদের প্রদেশের সাথে চুলাচুলি করছেন!!!!!

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সাবু ছেেল বলেছেন: ঠিকই বলেছেন।পশ্চিমবঙ্গকে পাত্তা না দিলেই হয়।কোলকাতা অনেক আগে থেকেই সবদিক দিয়েই নোংরা।

আমার দাদা ১৯৪৯ সালে ১০ দিনের এক সফরে কোলকাতা গিয়ে ওখানকার মা-মেয়ে উভয়েরই অ্যাডাম টিজিং এর শিকার হয়েছিলো!!

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ভোরের সূর্য বলেছেন: কিছু বললেই ভারতের দালাল তাইনা?আজকের খবর দেখেছে?পেয়াজের দাম ৬০-৬৫টাকা।কয়েকদিন আগেই কিনেছি ৪০টাকা করে।এখন ভারত রপতানি বন্ধ করে দিয়েছে তাই দাম বেড়ে গেছে।ভারতের অনেক কিছুই না হলে আমরা মারা পড়ব।তাই আগে নিজেরা স্বাবলম্বি হয়ে তারপর অন্যকে গালাগালি দেব।

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

সাবু ছেেল বলেছেন: ঠিক আছে আপনার কথা তবে ভারত থেকে আমরা কিন্তু নগদ মূল্য দিয়েই জিনিসপত্র আমদানি করি।

আমাদের এক টাকা,দুই টাকা আর পাঁচ টাকার কয়েনগুলো কিন্তু ভারত সমানে যেনতেন ভাবে নিয়ে গিয়েছিলো।কারণ এত মূল্যবান ষ্টীল ভারতে যে নেই!!

১০| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ভোরের সূর্য বলেছেন: বেনাপোল বন্দর দিয়ে ভারত ৪০০কোটি টাকার পন্য রপতানি করলে বাংলাদেশ থেকে ভারতে রপতানি হয় ৪০কোটি টাকার পন্য।এই হচ্ছে বাণিজ্য পার্থক্য।ভারত ৪০০কোটি টাকার পন্য রপতানি না করলে মরে যাবেনা।কিন্তু বাংলাদেশ মরে যাবে।এটাই বাস্তবতা।

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সাবু ছেেল বলেছেন: তারমানে ভারতও বাংলাদেশের উপড়ই ভর করে বেঁচে আছে,তাইনা?একেই বলে জীব বিজ্ঞানের ভাষায় " মিথস্ক্রিয়া"!!

১১| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সহমত

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সাবু ছেেল বলেছেন: সহমত হবার জন্য অনেক ধন্যবাদ।

১২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২

ভোরের সূর্য বলেছেন: লেখক ভাই,কয়েনের ব্যপারতা সমপুর্ন ভিন্ন।আমাদের দেশে দামি ষ্টীল দিয়ে কয়েন তৈরি হয়।সেটা ভারতে যায় এবং গলিয়ে বাসন,কোসন তৈরি হয় বাংলাদেশে ফিরে আসে,তার মানে এই না যে ওদের মূল্যবান ষ্টীল নাই।আপনি হয়তো জানেন না টাটা ষ্টীল বিশ্বের ১০টি বৃহত্তম ষ্টীল উতপাদনকারি কোম্পানির একটি।উকিপিডিয়া আরো একটি দেখুন আমি কোলকাতার বিষয়ে উত্তর দিতে পারতাম কিন্তু আমার স্বভাব হল প্রমান সহ উপস্থাপন করা.সেটা ইচ্ছা করছেনা এই মুহুর্তে কারন এই মাত্র একটা লেখা পোস্ট করেছি

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০

সাবু ছেেল বলেছেন: কি লেখা পোস্ট করেছেন সূর্য সাহেব,লিঙ্কটি দিন না আমাদের।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

মুদ্রা সংগ্রাহক বলেছেন: প্রসেনজিত এবং তার গং যা করছে খুব ঠান্ডা মাথায় করছে। সত্যি স্বীকার করতে তো কোন অসুবিধা নেই, এ মুহূর্তে আমাদের দেশে সিনেমার যে অবস্থা তাতে কোনভাবেই আমরা কলকাতার সিনেমার সাথে প্রতিযোগিতায় নামতে পারি না। আমাদের গুণী শিল্পীর অভাব নেই, অভাব যেটা আছে সেটা মূলতঃ অবকাঠামোগত এবং তার চেয়েও বড় সমস্যা যেটা আছে সেটা হল সবকিছু হেয় করে দেখা আমাদের মধ্যবিত্ত মানসিকতা। আমরা ব্লগে লাফালাফি করি কিন্তু কোন ভাল সিনেমা রিলিজ হলে, সেটা হলে গিয়ে দেখে পয়সা নষ্ট করি না।

আমি রিসেন্টলি কলাকাতার বেশ কিছু নতুন মুভি দেখলাম। সবদিক থেকেই তারা অনেক এগিয়ে গেছে। এখন যদি তাদের এদেশে প্রচারের সুযোগ দেওয়া হয় সেটা হবে আমাদের সিনেমা শিল্পের কফিনে শেষ পেরেক। আশা করি সরকার ব্যপারটা বুঝবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিবে।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৭

সাবু ছেেল বলেছেন: মুম্বাইয়ের সুবিশাল ফিল্ম ইন্ডাস্ট্রির ছোঁয়া পেয়ে শুধু কোলকাতা কেন ভারতের তামিলনাড়ুর চলচ্চিত্র শিল্পও অনেকদূর এগিয়েছে,তা আমি বেশ ভালোভাবেই জানি।

অথচ বিশাল ভারতের ছোঁয়া পেয়েও আমাদের চলচ্চিত্র শিল্প ঠিক সেভাবে এগোতে পারেনি-এটা ভাবতেই অবাক লাগে আমার!!

তবে যেভাবে ভারতে কপি-পেস্ট হচ্ছে তাতে ওরা খুব শীঘ্রই ধরা খাচ্ছে,আগাম বলে রাখলাম!

১৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৩

ভোরের সূর্য বলেছেন: আপনি যদি গায়ের জোড়ে ৪০কোটির রপ্তানি পন্য নিয়ে ৪০০কোটির সাথে পাল্লা দিতে চান তাহলে বলার কিছু নাই।মানুষ হাসানো ছাড়া কিছ হবেনা।এই পার্থক্য কে অর্থনীতির ভাষায় বলে বানিজ্য ঘাটতি।ভারতকে ৪০কোটি টাকার পন্য রপ্তানি না করলে ওদের কিছু হবেনা।কিন্তু ভারত ৪০০কোটি টাকার পন্য আমাদের দেশে রপ্তানি না করলে আমরা কাহিল হয়ে যাব।খালি পেয়াজ রপ্তানি বন্ধ করছে তাতেই ৪০টাকার পেয়াজ ৬০-৬৫টাকা হয়ে গেছে।ভাই আবেগ দিয়ে চিন্তা না করে বাস্তবতা মানুন।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৩

সাবু ছেেল বলেছেন: ভাই সাহেব,আমাকে একটু বলবেন কি যে ভারত থেকে আমরা সবকিছু বিনা পয়সায় কিনি।এমনতো না যে তারা আমাদেরকে দান করছে!

আমি টাকা দিচ্ছি আর বিনিময়ে সে আমাকে পণ্য দিচ্ছে-এখানে আবার উদারতা বা অন্যকিছুর প্রভাব ভাবলে চলবে না!

আবার আমাকে ফকির ভাবলেও কিন্তু চলবে না।কেননা আমার কাছে পর্যাপ্ত টাকা আছে বিধায় আমি খরচ করতে পারছি।

ভারতের যদি পণ্য থাকে তবে আমাদের হাতেও কিন্তু টাকা আছে;এটা সবসময় মনে রাখবেন।ধন্যবাদ।

১৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

ভোরের সূর্য বলেছেন: @মুদ্রা সংগ্রাহক আপনার কথাগুলো আমি আরো তথ্য প্রমান সহ বলতে চাচ্ছিলাম।কিন্তু টায়ার্ড।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৫

সাবু ছেেল বলেছেন: বিশ্রাম নিয়ে পূর্ণোদ্দমে আবার ফিরে আসুন!! ;) ;) ;) ;) ;)

১৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

ভোরের সূর্য বলেছেন: হ্য টাকা আছে ব্যাংকের থেকে ধার করা।৪০হাজার কোটি টাকা লোন নিয়েছে এই সরকার অলরেডি।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২১

সাবু ছেেল বলেছেন: আর ব্যাংকের টাকা কি বিদেশ থেকে ধার করা?? |-) |-) |-)

১৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

ভোরের সূর্য বলেছেন: ভাই আমি ভারতকে সাপোর্ট করছিনা,শুধু ভুল ইনফরমেশন আর বাস্তবতাটা তুলে ধরছি।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৩

সাবু ছেেল বলেছেন: ভোরের সূর্য বলেছেন: ভাই আমি ভারতকে সাপোর্ট করছিনা,শুধু ভুল ইনফরমেশন আর বাস্তবতাটা তুলে ধরছি।

আপনি যে কাকে সাপোর্ট করছেন তা আপনার "দৃঢ় প্রতিজ্ঞ"মনোভাব দেখেই আমরা যা বুঝার বুঝে নিয়েছি,আর বলতে হবে না!

"ঠাকুর ঘরে কে রে? - "আমি কলা খাই না"!! :-P :-P :-P

১৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪

নেক্সাস বলেছেন: জাতীয়তাবাদের বিকাশ ঘটুক সব জা য়গায়। আসিন দেশীয় পন্যে মন গলাই। বর্জন করি ভারতীয় বস্তাপঁচা সিরিয়াল আর খুল্লাম খুল্লা সিনেমা।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩২

সাবু ছেেল বলেছেন: ওর মা-বোনের প্রেজেন্ট কন্ডিশন কি আগে সেটাই জিজ্ঞাসা করেন।হারামজাদা অত্যন্ত যত্নের সাথে এতক্ষণ ওর আসল দেশের পক্ষে দালালি করেছে!!

ও বাংলাদেশী হলে এরকম করতেই পারতোনা!!

বাংলাদেশের অধিকাংশ হিন্দুর দেশপ্রেম নিয়ে আমার মনে কোন সন্দেহ নেই।ও কোলকাতার সনাতনী!!

১৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

নেক্সাস বলেছেন: ভোরের সূর্য আপনি বলেনতো ভারতই কি বিশ্বে একমাত্র রাপ্তানীকারক দেশ।
আপনি যেহেতু পি্য়াঁজের কথা বলেছেন সেহেতু পি্যাঁজের কথাই বলি, মায়ানমার বারতের চাইতে বেশী পি্যাঁজ উতপাদন করে। তাহলে আমার সরকার কেন মায়ানমার থেকে আমদানী করেনা? চাউলের বেলায়ও সেইম।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪

সাবু ছেেল বলেছেন: তন্দ্রা বিলাস বলেছেন: সাকিব খানের সাথে পেঁয়াজের কি সম্পর্ক বুঝলাম না!

বুঝেন এইবার ঠ্যালা!! :-& :-&

২০| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮

ভোরের সূর্য বলেছেন: @নেক্সাস ভাই।সেটা না হয় ঠিক আছে কিন্তু ৩০মিনিটের স্লটে ১০মিনিট নাটক আর ২০মিনিট বিজ্ঞাপন দেখবেন? ভারতের পেয়াজ খাওয়া না হয় বাদ দিলাম কিন্তু দেশের যে দরকারের তুলনায় মাত্র ৪০% পেয়াজ উতপাদন হয়।সেই আমদানি তো করতেই হবে ৬০%। না হয় ভারত থেকে করলাম না আমদানি,সুদুর অসট্রেলিয়া থেকে আমদানি করলাম তাহলে যে ৩০টাকার পেয়াজ ১০০টাকা কেজি কিনে খেতে হবে ভাই।আমাদের দেশের মানুষের পক্ষে কি সম্ভব?

২১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫১

ভোরের সূর্য বলেছেন: এটা একটা উদাহরন মাত্র কিন্তু কম বেশি অনেক কিছুতে মোটামুটই একই রকম অব্স্থা।

২২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

তন্দ্রা বিলাস বলেছেন: সাকিব খানের সাথে পেঁয়াজের কি সম্পর্ক বুঝলাম না! :P

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

সাবু ছেেল বলেছেন: খানকীর পোলা অপ্রসাঙ্গিকভাবে পিয়াজের কথা তুলে আবার আমাকে বলে কাম টু দ্যা পয়েন্ট!

কোলকাতার কোথাকার কোন বেশ্যা নারীর অশিক্ষিত সন্তানের সঙ্গে এতক্ষণ আমার চ্যাঁটিং চালানোই টা ভুল হয়েছে দেখা যাচ্ছে!

চুদানির পোলা জন্মেছে এই দেশে অথচ মন পরে রয়েছে ইন্দিয়ায়!!

২৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

জাতির শ্বশুর বলেছেন: আমাদের মধ্যে যারা সাকিব কে হেয় করেন.....কিংবা বলেন সাকিব ফাউল..........তাদের উদ্দ্যেশে আমার প্রশ্ন বাংলা ছবির খারাফ সময় আপনারা কোথায় ছিলেন...............কেউ কি এগিয়ে আসছিলেন.......কোলকাতার বস্তাপছা ছবি নিয়ে লাফালাফি না করে সাকিব খানকে ভাল ছবিতে কাজ করার সুযোগ দিন তবেই তো ভালো আসবে...............সাকিবের একার পকখে সব কিছু সমব্ভ নয়........সব কিছুতে সাকিবের কেন দোষ দেন........নাই মামার চাইতে কানা মামা ভালো..............যদি সাকিব খান নামটা না থাকতো তবে কলকাতার চলচ্ছএি দেশটা ভরে যেত.............একটা কথা ভুলে গেলে চলবে না থুতু উপরের দিকে মারলে নিজের গায়েই পডে


১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

সাবু ছেেল বলেছেন: .একটা কথা ভুলে গেলে চলবে না থুতু উপরের দিকে মারলে নিজের গায়েই পর.....

আপনি ঠিকই বলেছেন।খেয়াল করে দেখবেন,কোন বাংলাদেশী কিন্তু এ ব্যাপারে কোনরকম তর্কে লিপ্ত হচ্ছেনা।যারা লিপ্ত হচ্ছে তারা সবকয়টা নিঃসন্দেহে কোলকাতার তথা ইন্দিয়ার।

এক ঘটির সাথে অনেকক্ষণ ধৈর্য সহকারে ভালো ব্যাবহারেড় পরও ঐ ঘটি বলে আমি নাকি মূর্খ!!

জারজ আর কাকে বলে!!!

২৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৫

পুকুরপাড় বলেছেন: @ভোরের সূর্য , ফকিরনি ভারত এই দেশের দয়ায় বেছে আছে । আমরা নই তারা আমাদের দয়ায় টিকে আছে । যে দেশে ৪০ কোটি লোক অপুষ্টির স্বীকার, যারা নিজেরাই খেতে পারেনা তারা আবার আমাদের খেতে দিবে কি ? বরং এরা আমাদের দেশের খাবার চুরি করে নিয়ে যায় ।
আমাদের দেশে যত পিয়াজ হয় তা আমাদের জন্য যথেষ্ট । কিন্তু এ দেশের শাকশব্জি স্বাদ বেশি বলে তারা আমাদের দেশ হইতে নিয়ে যায় । কিছুদিন পুর্বে খবর এসেছে এদেশ হইতে তারা মাছের পোনা নিয়ে যায় ।
আমাদের দেশে এত খাদ্য উতপাদন হয় তা যায় কোথায় ? সব ভারতে পাচার হয় । ভারত আমাদের মাদক ছাড়া কিছুই দিতে পারে নাই ।
ভারত থেকে ১ কোটি ডিম কিম্বা ১০ লাখ টন চাল আনিলে আপ্নারা মনে করেন ভারত মনে হয় আমাদের খুব উপকার করছে । অথচ হিসেবে দেখা যায় ওই এক কোটি ডিম বা চাল এই দেশে ১ দিনের জন্য ও যথেষ্ট নয় । তাহলে বাকি ২৯ দিন আমরা চলি কিভাবে ?
আপনাদের মত হীন্মন্যতায় ভোগা মানুষেরাই নিজের দেশ ছোট মনে করে দেখে ।
বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ন দেশ ।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৭

সাবু ছেেল বলেছেন: এত সুন্দর একটি কমেন্টকে অভিনন্দন না জানিয়ে পারলাম না!হতে পারে আমি একজন একনিষ্ঠ আওয়ামী লীগ সমর্থক।কিন্তু তাই বলে ভারতের সবকিছুই আমার কাছে পূজনীয় হতে হবে-এর কোন মানে নেই!!

পাকিস্তানীদের মত ইন্ডিয়ানরাও যখন বিভিন্ন ফোরামে,ব্লগে,নানাবিধ প্লাটফর্মে "বাঙ্গাল-ছালা বাঙ্গাল"বলে চিৎকার করতে থাকে তখন বাস্টার্ড পাকিস্তানীদের সাথে "বন্ধু"ভারতীয়দের কোন রকম পার্থক্য খুঁজে পাইনা!! X( X( X(

২৫| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

মেহেদী_বিএনসিসি বলেছেন: আমরা প্রত্যেকেই চাই.........বাংলাদেশ শুধু চলচিত্রেই না.....অন্যান্য সব ক্ষেত্রেই এগিয়ে যাক.............।
তবে লেখকের কপিপেষ্ট কৃত লেখার বিষয় বস্তু পুরাই অপ্রসাঙ্গিক। বুঝলাম শাকিব খানই একমাত্র বাংলার নায়ক..........কিন্তু যে নায়ক অন্যদেশের ছবি কপিপেষ্টে সহয়তা করে............এখন তার স্বার্থবিরেধী কিছু হলে সে আবার সেইদেশেরই বদনাম করে..........এটা কি তার মুখে মানায়??

ভারত আমার রক্তের শত্রু...........কিন্তু আমার মাথায় এ সমীকরনটাও রাখতে হবে..........আয়তনের দিক থেকে ভারত=বাংলাদেশ*৫০।
আর ভারত এইটা করে.......ওইটা করে বলে আহ উহু করি.....লাফাই........কই চায়না বা পাকিস্তান বর্ডারে তো কোন ফেলানী ঝুলে থাকেনা.......। চায়না বা পাকি.......কিংবা নেপাল-ভুটান......কারো নদীতেই বাধ দিয়ে ভারত তো তার পন্য পরিবহনের সাহস পায়নি.......বিএসএফের শুটিং প্রক্টিস শুধু আমাদেরই সীমান্তে..........কেন.....পারলে উত্তর দিন......।
সবার আগে নিজেদের সংশোধন....পরে প্রতিপক্ষের সমালোচনা......।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৫

সাবু ছেেল বলেছেন: তবে লেখকের কপিপেষ্ট কৃত লেখার বিষয় বস্তু পুরাই অপ্রসাঙ্গিক।

যখনই কোন কপি-পেস্ট করি,ভদ্রলোকের বাচ্চার মত নিষ্ঠার সাথে তার সূত্র উল্লেখ করি,কিছুতেই তা নিজের বলে চালাইনা!

কোন বিষয়টি অপ্রসাঙ্গিক তা দয়া করে জানাবেন।কারণ প্রথম-আলোকে আবার হোয়াইট ওয়াশ করতে হবে!লেখাটা তাদেরই কিনা!!

ভারত আমার রক্তের শত্রু...........কিন্তু আমার মাথায় এ সমীকরনটাও রাখতে হবে.........

আপনার কথায় বুঝা যাচ্ছে আপনি একজন এক্সট্রিমিস্ট।কিন্তু দুঃখিত;ভারত আমার প্রতিদ্বন্দ্বী,রক্তের শত্রু নয়!!

এক্সট্রিমিস্টদের দলে আমি নই!!!

২৬| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

মেহেদী_বিএনসিসি বলেছেন: আমরা প্রত্যেকেই চাই.........বাংলাদেশ শুধু চলচিত্রেই না.....অন্যান্য সব ক্ষেত্রেই এগিয়ে যাক.............।
তবে লেখকের কপিপেষ্ট কৃত লেখার বিষয় বস্তু পুরাই অপ্রসাঙ্গিক। বুঝলাম শাকিব খানই একমাত্র বাংলার নায়ক..........কিন্তু যে নায়ক অন্যদেশের ছবি কপিপেষ্টে সহয়তা করে............এখন তার স্বার্থবিরেধী কিছু হলে সে আবার সেইদেশেরই বদনাম করে..........এটা কি তার মুখে মানায়??

ভারত আমার রক্তের শত্রু...........কিন্তু আমার মাথায় এ সমীকরনটাও রাখতে হবে..........আয়তনের দিক থেকে ভারত=বাংলাদেশ*৫০।
আর ভারত এইটা করে.......ওইটা করে বলে আহ উহু করি.....লাফাই........কই চায়না বা পাকিস্তান বর্ডারে তো কোন ফেলানী ঝুলে থাকেনা.......। চায়না বা পাকি.......কিংবা নেপাল-ভুটান......কারো নদীতেই বাধ দিয়ে ভারত তো তার পন্য পরিবহনের সাহস পায়নি.......বিএসএফের শুটিং প্রক্টিস শুধু আমাদেরই সীমান্তে..........কেন.....পারলে উত্তর দিন......।
সবার আগে নিজেদের সংশোধন....পরে প্রতিপক্ষের সমালোচনা......।

২৭| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩

আতিকুল০৭৮৪ বলেছেন: Somossa to amader nijeder.india k chance dicci bolei ora sujog nicce.

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

সাবু ছেেল বলেছেন: আমরা আমাদের নিজেদেরকেও কিন্তু ছাড় দিচ্ছি না,ভাইয়া।

২৮| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

ইসতিয়াক আহ্‌মেদ বলেছেন: লেখক বলেছেন: ভোরের সূর্য বলেছেন: ভাই আমি ভারতকে সাপোর্ট করছিনা,শুধু ভুল ইনফরমেশন আর বাস্তবতাটা তুলে ধরছি।

আপনি যে কাকে সাপোর্ট করছেন তা আপনার "দৃঢ় প্রতিজ্ঞ"মনোভাব দেখেই আমরা যা বুঝার বুঝে নিয়েছি,আর বলতে হবে না!

"ঠাকুর ঘরে কে রে? - "আমি কলা খাই না"!! :-P :-P :-P

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

সাবু ছেেল বলেছেন: আমি এই সামুতে আমার ২ বৎসর ৯ মাস ব্যাপী ব্লগীয় সময়ে ইন্ডিয়ার পক্ষে কারো এতটা নিষ্ঠার সাথে এত নির্লজ্জ দালালী আর কোন সময় প্রত্যক্ষ করিনি!

২৯| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৩

জাহাজ ব্যাপারী বলেছেন: ভাইরে, বাংলাদেশকে ইন্ডিয়ানির্ভর দেশে পরিণত করার সব ধণের প্রয়াস অব্যাহত রয়েছে। বাংলাদেষের রাষ্ট্রযন্ত্রই ইন্ডিয়া তোষণের মূল কারণ। দেশ হিসেবে বাংলাদেশের স্বকীয়তা, স্বাতন্ত্র্য ও আত্মমর্যাদাই দালালদের সবচেয়ে নির্মম শিকার।

@ লেখকঃ ধন্যবাদ! চালিয়ে যান, প্লীজ।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:২২

সাবু ছেেল বলেছেন: আগে আমাদের আত্মমর্যাদাবোধ,নিজস্ব স্বকীয়তা ও ইতিবাচক স্বাতন্ত্র্যতা বাড়াতে হবে ব্যাপকভাবে।তবেই এক সময় ভারত-পাকিস্তান,আমেরিকা-রাশিয়াকে তোষণ ও নির্লজ্জ দালালীর যে প্রবণতা আমাদের ভিতর ঐতিহ্যগত ভাবে ও মজ্জাগত ভাবে তৈরি হয়েছে,তা থেকে চিরস্থায়ী ভাবে মুক্তি পাবো।

আমরা সেই সুদিনের অপেক্ষায় রইলাম।আমার দৃঢ় বিশ্বাস,ঈশ্বর আমাদেরকে নিরাশ করবেন না।

আপনাকে অনেক ধন্যবাদ।

৩০| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: এত সুন্দর একটি কমেন্টকে অভিনন্দন না জানিয়ে পারলাম না!হতে পারে আমি একজন একনিষ্ঠ আওয়ামী লীগ সমর্থক।কিন্তু তাই বলে ভারতের সবকিছুই আমার কাছে পূজনীয় হতে হবে-এর কোন মানে নেই!!

পাকিস্তানীদের মত ইন্ডিয়ানরাও যখন বিভিন্ন ফোরামে,ব্লগে,নানাবিধ প্লাটফর্মে "বাঙ্গাল-ছালা বাঙ্গাল"বলে চিৎকার করতে থাকে তখন বাস্টার্ড পাকিস্তানীদের সাথে "বন্ধু"ভারতীয়দের কোন রকম পার্থক্য খুঁজে পাইনা!! X( X( X(


ভোরের সূর্যরে গদাম।

আত্মমর্যাদাহীন এক ভাদার প্রতিকৃতি!!!!!

আবার নিজেই পুষ্টাইয়া গন্ধ আরও ছড়াইতেছে, তবুও ধন্যবাদ.. পোষট না দিলে জানাই হতো না- কেউ এত মূর্খ আর বেহায়ার মতো শুধূ ভারত ভারত করতে পারে ;)

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫১

সাবু ছেেল বলেছেন: আমাকে বেশ ভালোভাবেই ব্লক করেছে সামুর মোডারেটরগণ!এতদিন ছিলাম জেনারেল।খুব খারাপ লাগছে এই ভেবে-এতদিন আমি ছিলাম ভারচুয়াল সেনা প্রধান।আজ থেকে আমি নিতান্তই একজন সাধারণ সৈনিক!!!

৩১| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

শাহরিয়ার খান রোজেন বলেছেন: লেখক উচিত কথাই বলেছেন। দেশে কিছু লোক আছেন যারা বাংলাদেশের খেয়ে ভারতের পক্ষে তবলা বাজাবেন।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭

সাবু ছেেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে সহমত হবার জন্য।

৩২| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: খাঁন রোজেন বলেছেন: সবচাইতে বড় কথা হলো ভারত বাংলাদেশের দয়াতেই বেছে আছে। এর বিনিময়ে আমরা কি পেলাম।

বাংলাদেশে তাদের কত টাকার রফতানি করে। বাংলাদেশ যদি এই পণ্যগুলি চীন অথবা দেশেই তৈরি করে তাহলে ভারতে কি অবস্থা হবে ভেবে দেখেছেন।

কথা গুলো ভালো লাগলো ভাই রোজেন ।

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯

সাবু ছেেল বলেছেন: ভারত একটি গরীব রাষ্ট্র আর আমাদের দেশ একটি বেশী গরীব রাষ্ট্র।কিন্তু কথার মানে দাঁড়ালো একটাই- আমরা উভয় রাষ্ট্রই গরীব।সুতরাং,ভারতের এত ভাব কীসের??

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

নাইট রিডার বলেছেন: সামুর মডারেশন টীমকে ধন্যবাদ পশ্চিমবঙ্গের দাদা ভোরের সূর্যের পোষ্টটা সরিয়ে নেয়ায়।

ভাদার সূর্য এখানে একনিষ্ট ভাবে ভারতপ্রেম দেখিয়ে গদাম খাওয়ার পর নিজের পোষ্টে গিয়ে কান্নাকাটি করে এখানের গদামের বিরুদ্ধে জানা আপু আর সামুর রুচিশীল ব্লগারদের কাছে বিচার দাবী করছিল।

বিচার রায়ে ভাদার সূর্যের পোষ্ট টি সামু সরিয়ে ফেলেছে। B-)) =p~ :-P :P

৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩

সাবু ছেেল বলেছেন: সামুর রুচিশীল ব্লগারদের কাছে বিচার দাবী করছিল।

অনেকদিন সামুতে আশা হয়নি।যদি জানতাম যে ঐ হারমজাদা কোলকাতার ঘটি এখনও সক্রিয় তবে আবারও ওকে কড়া গদাম দিতাম।

আপনারা ওকে যেখানে পাবেন সেখানেই ওর "পিছন দিক দিয়ে"বাংলা বাঁশ ভরবেন!!"মাগী মার্কা"একটি ছেলে ঐ!

৩৪| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৬

হিতাকাঙ্খী বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
আপনার ব্লগ সমগ্র আমার ভালো লেগেছে।
আপনাকে অনুসরনে রেখেছি, সময় নিয়ে সবগুলো লেখাই পড়বো আশাকরছি।
ধন্যবাদ । ভালো থাকুন :)

০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪

সাবু ছেেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ,ভাই।আমিও আপনাকে সব সময় ফলো করবো,কেননা আপনার লেখাও খুব ভালো।সামু আমাকে ১ বৎসর ৫ মাস ব্লক করে রেখেছিলো।আর তা না হলে আমি আরও বেশি লিখতে পারতাম।মূলত একজন ভারত-পাকিস্তান বিরোধী চরিত্র আমি।আর সেজন্য আমার লেখা অনেকেরই মনোজ্বালার বড় কারণ।যখন লিখতে যাই,দুর্বৃত্ত ভারতকে যেমন ছাড়িনা,তেমনি ব্যর্থ-সন্ত্রাসী রাষ্ট্র ফাকিস্তানকেও ছাড়ি না!!

ভালো থাকেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.