![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৬ সালের ৩১ মার্চ, শ্রীলংকায় বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।
অহংকার-দাম্ভিকতায় পাকিস্থানের অধিনায়ক ইমরান খান টস করতে মাঠে যেতে চাননি বাংলাদেশ অধিনায়কের সাথে।
গাজী আশরাফ হোসেন লিপুকে বলেছিলেন, মাঠের বাইরে থেকেই টস করতে। সেটাই গাজী আশরাফ হোসেন লিপুকে করতে হয়েছিল শেষ পর্যন্ত!
মাঠের বাইরে টস হওয়া ম্যাচটিতে বাংলাদেশ হেরেছিল সাত উইকেটে।
আর বিশ্ব দেখেছে ইমরান খান বাহিনীর নির্লজ্জতা।
'৯৯-এর বিশ্বকাপে বাংলাদেশের সাথে হারার পর পাকিস্থানিরা এটাকে বলেছিল "অঘটন"!
এর বছর খানেক পর মুলতানের টেস্টে আরেক অঘটনের জন্ম হতে চলছিল।
উইকেটকিপার "ভদ্রলোক"
রশীদ লতিফ মাটি থেকে বল তালুবন্দী করে আউটের আবেদন না করলে "অঘটনটা" বোধ হয় হয়েই যেত!
বেচারা রশিদ লতিফ এ অপরাধের নিষেধাজ্ঞায় আর কখনো ক্রিকেট মাঠে নামতে পারেননি।
এশিয়াকাপে এদের সাথে জিততে জিততে হেরে যাওয়া ম্যাচের কথাও ভোলার নয়।
আচ্ছা, কোচ বব উলমারের কথা মনে আছে কারো?
কিভাবে তাঁর মৃত্য হয়েছিল কেউ কি মনে রেখেছে এখন?
কিংবা শ্রীলংকা টিমের উপর সন্ত্রাসী হামলার কথা?
এ বিশ্বকাপের আগেই ইউনুছ খান বলেছিল, বাংলাদেশের কাছ থেকে টেস্ট স্টাটাস কেড়ে নিয়ে আফগানিস্থানকে দেওয়া উচিত।
যাদের স্মৃতিশক্তি বেশ দূর্বল তাদের অন্তত রমিজ রাজার কথা তো মনে থাকার কথা!
বাংলাদেশে পাকিস্থান দল খেলতে এসেছে কিন্তু এই প্রথম রমিজ সাহেব আসেননি পাকিস্থান টিমের সাথে।
আপনারাই এর ব্যাখ্যা খুঁজে বের করুন।
অনেক বছর পেরিয়ে গেছে। ইমরান খান এখনো বেঁচে।
আজ এত বছর পর যখন খেলতে নামছে বাংলাদেশ, তখন তামিমকেই বলতে হচ্ছে,
‘একদিন পাকিস্তানের এই দলটি অনেক উন্নতি করবে।’
হ্যাঁ, অনেক বছর পেরিয়ে গেল এরা নিজেদের মাটিতে ক্রিকেট খেলতে পারেনা।
এদের হোমগ্রাউন্ড এখন আবুধাবী।
মাঠের বাইরে টসের ঘটনার ২৯ বছর পেরিয়ে গেছে। ইমরান খান তখন কি স্বপ্নেও ভেবেছিলেন ২৯নাম্বার জার্সিধারী কোনো বাংলাদেশি একদিন তার দাম্ভিকতা মাটিতে নামিয়ে আনবে?
আজ ইমরানের মুখখানা দেখতে খুব ইচ্ছে করছে!
কিংবা ইউনুছ-রমিজদের মাথার চুল!
যারা বলছে, পাকিস্থানের এ টিম নতুন, তাদের ভাবা উচিত কোনো দেশই স্বেচ্ছায় ইজ্জত বিসর্জন দিতে চায়না।
মেনে নেওয়া উচিত, এদের চেয়ে ভালো খেলোয়াড় পাকিস্থান দেশটাতে নেই।
কারণ অন্য কোনো দেশের সাথে হোয়াইটওয়াশটা শংকায় পড়েনি এরা পড়েনি,
প্রতিপক্ষটাও
ক্যাঙ্গারু নয়।
ক্যাঙ্গারুর যেটা নেই সেটা বাঘমামার আছে।
সো, ইউ হ্যাভ টু বুঝতে হবে।
ইটস বাংলাওয়াশ !!!
"সামনে" এবং "পিছনে" - দু জায়গাতেই ইহা সমানভাবে "প্রবেশ" করে!!
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৩
সাবু ছেেল বলেছেন: কথা কিন্তু ঠিক বলেছি,ভাই।
২| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮
প্রবাসী পাঠক বলেছেন: আশা রাখি টি ২০ এবং টেস্টেও বাংলাওয়াশ করা হবে।
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৩
সাবু ছেেল বলেছেন: আমরা আশাবাদী এ ব্যাপারে।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬
শামস 8929 বলেছেন: আমার কেন জানি মনে হচ্ছে টি২০ ম্যাচটি ছাড়া পাকিদের এই দল বাংলাদেশ থেকে কোন জয় নিয়ে দেশে যেতে পারবেনা। তাই শুধু মনে প্রাণে প্রার্থণা করছি যেন সেটা না হয়। অন্য কোন জয়ের জন্য আমার প্রার্থনা ছিল না কারন সেটা আমাদের যোগ্যতা আছে বলেই....
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৯
সাবু ছেেল বলেছেন: হয়ত আপনার কথাই ঠিক হবে,হয়ত নয়!
৪| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৬
নিজাম বলেছেন: অহংকার পতনের মূল।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৮
সাবু ছেেল বলেছেন: একটি ইহুদী পতিতাকে ভোগ করে হারামজাদা আবার ইসলামের সেবক সাজে।বক ধার্মিক রাষ্ট্রের পতিতা ক্রিকেটার!!
৫| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৭
নিজাম বলেছেন: অনেক ধন্যবাদ্ আপনাকে তথ্যগুলি একত্রে তুলে দেয়ার জন্য। এ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে, আমরা কখনও অহংকার করব না।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫১
সাবু ছেেল বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।ফাকিস্তানে আমাদের ফিরতি সফরের কোন প্রশ্নই উঠেনা।শুনলাম ইমরান পতিতার নাপাক নুনুতে না কি ইতিমধ্যেই বাংলাদেশের বাংলাওয়াশের কথা শুনে সিফিলিস হয়েছে!
৬| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইনশাল্লাহ! এবার তাদেরকে পুরো বাংলা ওয়াস দিব।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৩
সাবু ছেেল বলেছেন: ইনশাল্লাহ,আমাদের দোয়া রইলো।এবার আর কোন ছাড় নয়!
৭| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩১
বিদগ্ধ বলেছেন:
//অনেক বছর পেরিয়ে গেল এরা নিজেদের মাটিতে ক্রিকেট খেলতে পারেনা।
এদের হোমগ্রাউন্ড এখন আবুধাবী।//
-করুণা হয়!
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৫
সাবু ছেেল বলেছেন: সামনে এই পুরুষ পতিতাগুলোকে নিয়ে পুরো ক্রিকেট বিশ্ব ছেলে খেলা খেলবে ইনশাল্লাহ।ওদের ফাওায়াদ আলমকে দেখলে আমার কেন জানি মনে হয় ওর থেকে ওর মা-বোনও নিরাপদ নয়!!
৮| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১
রহস্যময়ী তনয়া বলেছেন: রশিদ লতিফকে আমা জানা মতে পাঁচ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। আপনি কি নিশ্চিত যে তাকে আর কখনোই খেলতে দেয়া হয়নি?
এই সিরিজে তামিমের জার্সি নাম্বার ২৮ ছিল
এশিয়া কাপের দুই রানের হারেও আমার সন্দেহ আছে। শেষ ওভারেই পাকিস্তানী একটা মাহমুদুল্লাহকে রানিং-এর মাঝে ধাক্কা দেয়, নাহলে ওখানে দুই রান হতে পারত। না জিতলেও খেলাটা নিশ্চিত ড্র হতো।
এই বিশ্বকাপেই তো নাসির জামশেদ আমাদের জয়কে কেন্দ্র করে ১৯৭১কে সহ অপমান করেছে তার টুইটের মাধ্যমে।
পোস্টটা খুবই ভালো লাগল। পাকিস্তানের কোন খেলোয়াড়েরা এসেছে সেটা দেখার বিষয় নয়। ওদের ভালো খেলোয়াড়েরা অহংকারের ঠেলাএ খেলতে আসবে না, আবার যারা আসবে তারা হারলেও বলবে যে আমাদের এটা আসল টিম না- এসব হবে না। ওরা হারছে এখন হারু পার্টির কথার কোনো দাম নাই।
ইনশাআল্লাহ টি২০ এবং টেস্টেও জয় হবে।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৩
সাবু ছেেল বলেছেন: উত্তর নং ১ ঃ জী আপু মনি,উহাই রশিদ পতিতার শেষ ম্যাচ ছিল।খোদার গজব পরাতে আর খেলতে পারেনি।
উত্তর নং ২ঃ গত এশিয়া কাপে ফাকিস্তানি পতিতাগুলো যেন-তেন একটি জয়ের আশাতেই মাঠে নেমেছিল।সঙ্গে ছিল এহসান মানি পতিতার আশীর্বাদ।
উত্তর নং ৩ঃ নাসির জামশেদ পতিতা একটি বিশ্বমানের রাম ছাগল।ওকে নিয়ে ভাবলে আমাদের অযথা সময় নষ্ট হবে।আশা করছি আমাদের আসন্ন বিপিএলে এই নাসির পতিতাকে আর কখনো দেখা যাবেনা!!
পোস্টটি আপনার ভালো লাগাতে আমি সম্মানিত বোধ করছি,আপনাকে অনেক ধন্যবাদ।
বাংলাদেশের পরবর্তী জয়ের জন্য জাতি আশাবাদী।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৫
নাহিদ রুদ্রনীল বলেছেন: শেষ লাইনটার জন্য প্লাস দিলাম :-D
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৬
সাবু ছেেল বলেছেন: শেষ লাইনটি অনেক ভেবে-চিন্তে তারপরই লিখেছি।ফাকিস্তানি পতিতা ক্রিকেটারদের জন্য এর চেয়ে ভালো কথা আমার জানা নেই!!
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৫
মামুন্ বলেছেন: ভাই কপি করলাম আপনার নাম সাথে থাকবে।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৬
সাবু ছেেল বলেছেন: করেন,সমস্যা নেই।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বাকিগুলোতে পাকিস্থানকে বাংলা ওয়াশ দিতে চাই।
সামনে যদি ভারতকে দিতে পারতাম ।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৭
সাবু ছেেল বলেছেন: পাক-ভারত = পতিতা-পতিতা।
১২| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০২
নাঈম মাহমূদ বলেছেন: অহংকার এর পতন হবেই, আজ বা কাল।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৩
সাবু ছেেল বলেছেন: আপনার কথাটি একদম সত্যি।এরা কামুক জাতি।মুসলিম জাতির কলঙ্ক।
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯
কলমের কালি শেষ বলেছেন: খুব সুন্দর করে এক গা মেরে দিয়েছেন । এরা আজীবনই এমন থাকবে ।
২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৪
সাবু ছেেল বলেছেন: ধন্যবাদ আপনাকে।এদের অবনতিই হবে।কোন চীন-ফিন এদের বাঁচাতে পারবেনা।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৭
পাজল্ড ডক বলেছেন: