নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় দেশ আমার।

অনেক হয়েছে এবার মুক্তি দাও।

সাবু ছেেল

খারাপ না।চলনসই।

সাবু ছেেল › বিস্তারিত পোস্টঃ

ম্যাশ্রাফির পাকনামি দাদারগোষ্ঠীকে জিতিয়ে দিচ্ছে!!

২৪ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

ক্ষমা করবে মুশফিক,এতদিন অহেতুক পাকনামির জন্য শুধু তোমাকেই দায়ী করতাম।কিন্তু পাকনা যে আরও লুকিয়ে আছে তা জানতাম না।তবে আজ জানলাম।যারা টস জিতে ভাগ্য লক্ষ্মীকে পায়ে ঠেলে,তারা আর যাই হউক সুস্থির নয়।দেশের একপাল ক্রীড়া সাংবাদিক এদেরকে ম্যাশ,ফ্যাশ,স্যাশ কত কিছু বলে।অথচ দিল্লী এখনো কত দূরে!!

এমনকি একটি বাচ্চা ছেলেও বুঝে যে,ডি/এল ফরম্যাট কোন রাম পাঠা বুঝে থাকলে দিবা-রাত্রির ক্রিকেট ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেওয়া উচিত।আর প্রতিপক্ষ যদি থাকে মরীয়া তাহলেত কোন কথাই নেই!!

কিন্তু হায়!! আমাদের রাম পাঠা;যার টস ভাগ্য যাচ্ছে-তাই,শে কিনা টস জিতে নেয় বোলিং ও ফিল্ডিং!!

ওহ! ভালো কথা,ডানো তামিম কিন্তু আবারও ফর্মে ফিরেছে!!!

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ রাত ৮:০৯

মশিকুর বলেছেন:
ভাই ম্যাচটা আগে হারতে দেন, তারপর সমালোচনা কইরেন। আর একদিন না হয় সমালোচনা নাইবা করলেন।

ভারতকে আজও ২০০ তে বেঁধে রাখতে পারলে আপনিই হয়তো অন্য রকম পোস্ট দিতেন। আর মাশরাফি যোগ্যতা ছাড়া ক্যাপ্টেন হয় নাই। হয়তো ভালোর জন্যই আগে বোলিং নিয়েছিল... দেখেন জয় যদি কপালে থাকে ডি/এল মেথড তা আটকাতে পারবে না। আশা রাখেন, হয়তো জিতেও যেতে পারি :)

শুভকামনা।।

২৪ শে জুন, ২০১৫ রাত ৮:৪৩

সাবু ছেেল বলেছেন: স্নেহের মুশফিকুরের নামের কাছাকাছি আপনার নাম।বেশ ইন্টারেস্টিং!!

২| ২৪ শে জুন, ২০১৫ রাত ৮:১০

ভয়ংকর বিশু বলেছেন: ম্যাশি, মুশি - এগুলা কি ধরনের নাম? সাংবাদিক গুলা পারেও

২৪ শে জুন, ২০১৫ রাত ৮:৪২

সাবু ছেেল বলেছেন: আদিকলা সাংবাদিকতা আর কি!!

৩| ২৪ শে জুন, ২০১৫ রাত ৮:৩৮

রাঘব বোয়াল বলেছেন: আমারও বোধগম্য না যে এই ধরনের পোন্টামির কি মানে??? প্রায় সময়ই এই ধরনের পোন্টামি করতে দেখা যায়।

২৪ শে জুন, ২০১৫ রাত ৮:৪১

সাবু ছেেল বলেছেন: ন্যাশ,ম্যাশ,ক্যাশ,ব্যাশ করতে করতে শ্যাষ হবার জন্য আর কি!! ক্রীড়া সাংবাদিকদের আদৌ কোন "দিক" আছে কি না সন্দেহ!!

৪| ২৪ শে জুন, ২০১৫ রাত ৮:৪৩

মোহাম্মদ জামিল বলেছেন: বাংলাদেশ জিতবে..আজকে ব্যাটিং করে বাংলাদেশ প্রমান করে দিবে,,, আমরা ব্যাটিং বোলিং ২ দিক দিয়ে এগিয়ে আছি। ইনশাআল্লাহ

২৪ শে জুন, ২০১৫ রাত ৮:৪৭

সাবু ছেেল বলেছেন: বাংলাদেশ আজ ১০০ রানে হেরে যাবে।তাই তারাবি পড়ার প্রস্তুতি নিচ্ছি।ম্যাশ্রাফির পাকনামির নিকুচি করা ছাড়া আর কোন উপায় নেই!!

৫| ২৪ শে জুন, ২০১৫ রাত ১০:৪৫

নতুন বলেছেন: মাশরাফি মাঠে টসে জেতার পরে সিদ্ধান্ত নেয় নাই।

টসে যাবার আগেই মুরুব্বিদের পরামশই ছিলো যে টসে জিতলে ভারতকে ব্যাটিং করতে দেবে।

অযাথা মাশরাফির দোষ দিয়ে কি লাভ?

২৪ শে জুন, ২০১৫ রাত ১১:২৪

সাবু ছেেল বলেছেন: এই মুরুব্বীরাই ১৭৫৭ সালের ২৩ শে জুন পাকনামি করে ফিরিঙ্গীদের পা চেটেছিল।যে দেশের মুরুব্বীরা নিজেরাই বিভ্রান্ত সে দেশ আর আগায় কিভাবে??!!

নিঃসন্দেহে আজ বাংলাদেশ আগে ব্যাট করলে এই সিরিজ ৩-০ হত!!

৬| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৩০

নীলতিমি বলেছেন: আপনার প্রতি একটাই মন্তব্য : অকৃজ্ঞ আবাল।

২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৩৩

সাবু ছেেল বলেছেন: পাঁচ বৎসর যাবত ব্লগে আছেন কিন্তু তারপরও বানান ভুল করেন কেন? রামছাগল হবার আপ্রাণ চেষ্টা করবেন না।

৭| ২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৩০

নতুন বলেছেন: হুম এর পরে মাশরাফিকে টসে যাবার আগে আপনাকে জিঙ্গাসা করে যেতে বলতে হবে।

এই ১১ জন আমাদের মতন পাট-টাইম ক্রিকেট নিয়ে ভাবেনা। এদের পেশা/নেশা ক্রিকেট। এরা কখনোই হারার জন্য মাঠে নামে না। এদের হারা মানে সম্পূন কস্টটাই মাটি।

আপনি কস্ট পাচ্ছেন, আমিও কস্ট পাচ্ছি হারার জন্য।

কিন্তু হারার ফলে কটু কথা বলার চেয়ে সামনে ভাল করার জন্য অনুপ্ররনা দিলে সেটা অনেক বেশি মটিভেসন হিসেবে কাজ করে।

২৪ শে জুন, ২০১৫ রাত ১১:৩৬

সাবু ছেেল বলেছেন: সম্ভবত ভয়ংকর বিশু নামক একজন নবীন ব্লগারের প্যাঁদানি থেকে আমি কিছুক্ষণ আগে আপনাকে উদ্ধার করেছিলাম!! অনুপ্রেরণা খুঁজতে চাইলে আপনি আমাকে ফলো করতে পারেন!!

৮| ২৫ শে জুন, ২০১৫ রাত ১:০০

নতুন বলেছেন: ভাই গত ৯ বছর ধরেই এই রকমের অনেক বিশুই দেখেছি।

আর মূখ বেয়াদবরাই এই রকমের ভাষা ব্যবহার করে থাকে এদের প‌্যাদানী বলে নাকি? কোন সুস্হ মানুষ এই রকমের অপ্রাসাঙ্গিক কথাবাত্রা বলে না। এই রকমের অনেক মানুষ সমাজে দেখা যায়।

এদের অভ্যাস অনেকটা রাস্তার কুকুরের মতন, আপনাকে দেখেই ঘেউ ঘেউ করে উঠবে কোন কারন ছাড়াই।

তাই ভয়ংকর বিশু কে নিয়ে কখনো ভাবিনা, কিন্তু তাদের জন্য করুনা হয়।

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৭

সাবু ছেেল বলেছেন: নিয়মিত রোজা রাখুন,মন ভালো হয়ে যাবে।

৯| ২৫ শে জুন, ২০১৫ সকাল ১০:৫৬

মো কবির বলেছেন: বিশু টা মনে হয় ভারতীয়, সবাই তাকে রিপোর্ট করুন।

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৮

সাবু ছেেল বলেছেন: জানিনা,জানতে চাইওনা।

১০| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:০২

হিমালয় ২৪ বলেছেন: যথার্থ ই অকৃতজ্ঞ আবাল।

২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৪৫

সাবু ছেেল বলেছেন: জন্ম হোক (যেদিকে-সেদিকে,যার-তার ঔরসে) যথাতথা কর্ম হোক ভালো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.