নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,, মাঝখানে অনেকদিন বন্ধের পর আবারো শুরু করলাম । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার একটা রেল স্টেশন ।
মন্দবাগ পার হয়ে আমাদের এগিয়ে চলা.......
মন্দবাগের পর রেল লাইনের দু'পাশে শুধুই ধানি জমি । জমির পানিতে সূর্য্যি মামার গোসল ।
বসন্ত কালে এমন রঙ্গীন ফুলেরা ফুটবেই, আর ফুলের রূপে পাগল হয়েই পাখিরা এখানে করে অবাধ বিচরণ ।
একটু জিরিয়ে নেওয়া......
কৃষক তার জমিতে সার ছিটাচ্ছে ।
ওরা শাক তুলছে, গ্রামীন এই শাকগুলো কিন্তু ১০০% ফরমালিন মুক্ত
বাড়ির পথে.......
জমি সবুজ রাখার জন্য অবিরত জলধারা ।
গাঁয়ের মেটো পথ ।
কাঁটাযুক্ত সবুজ পাতার ভেতর উঁকিঝুকি মারছে সবুজ ফল ।
রেল লাইনের পাশেই ফুটে থাকা অসংখ্য বনজুঁই ।
যান্ত্রীক অজগরটি আসছে তেড়ে ।
সবুজ ধানের ক্ষেতের মাঝে ছোট্ট কুঁড়ে ।
এক সময় পৌছে গেলাম পরবর্তী স্টাশন শশীদল ।
শশীদলের সূর্য্যের রূপটা কিন্তু অপরূপ ।
আমার সঙ্গী কিন্তু বাড়ি ফেরার জন্যে এখানে চড়েনি, পোজ দেওয়ার জন্যই শুধু
বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে........।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ২৮ ( মন্দবাগ )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩০ ( শশীদল )
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, আমরা তিন থেকে চার জন থাকি সব সময় ।
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০
হেডস্যার বলেছেন:
শুনছি অনেক অনেক বছর আগে আমার দাদা সালদানদীর ষ্টেশন মাষ্টার ছিল। (৩৮-৪০ বছর তো হবেই)
৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭
কালীদাস বলেছেন: এইটা কুন ট্রেনে আসছেন? বগি দেইক্ষ্যা লুকাল টেরেন মনে হয়।
++++++++++++++++++++++++++++++
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: এই ট্রেন দিয়া আসলে শশীদল থেকে কুমিল্লা গিয়েছিলাম, ওখান থেকে বাসে চড়ে ঢাকা আসি, ধন্যবাদ ।
৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
শান্তা273 বলেছেন: আগে ও বলেছি এখন ও বলছি, ভালোই লাগছে আপনাদের এই হেঁটে চলা।
এগিয়ে যান।
শুভ কামনা থাকল।
আর ছবি গুলো এক কথায় অসাধারন!
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শান্তা, আপনার জন্য রইলো শ্রদ্ধা আর ভালোবাসা ।
৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭
মৃন্ময় বলেছেন: এগিয়ে যান।
শুভ কামনা থাকল।
আর ছবি গুলো এক কথায় অসাধারন
শুভকামনা রইল
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন, সব সময় ।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২
লিঙ্কনহুসাইন বলেছেন: ছুন্দর লাগলো ++++++
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও +++
৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
ত্ানজীর বলেছেন: আিমও ভ্রমন খুব পছন্দ ক ির । হয় েতা আপনােদর সঙ্গী হ েত পার েল আেরা ভাল লাগ েতা ।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তানজীর, ইচ্ছে থাকলে উপায় হয় ।
৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
মুহিব বলেছেন: আহা জীবন......
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আহা আহা
৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১০
শাহজাহান আহমেদ বলেছেন: আপনাদের যাত্রার প্রথম থেকে আমি আপনাদের অনুসরন করছি। দারুন দারুন সব ছবি দেখে মুগ্ধ হচ্ছি। মনে হচ্ছে আমিও আপনাদের সাথে হাটছি...
আমারও পরিকল্পনা আছে কোনদিন আপনাদের মত চট্রগ্রামের উদ্দেশ্যে বেড়িয়ে পড়ব। ধন্যবাদ অমূল্য কিছু ছবি উপহার দেওয়ার জন্য।
১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১
সাদা মনের মানুষ বলেছেন: বেড়িয়ে পরুন, হয়তো একদিন পথেই আমাদের দেখা হয়ে যাবে
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: এমন একটি লোভনীয় ও আনন্দদায়ক ভ্রমন একা একাই করছেন???