নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিটাগাং - ৩১ ( রাজাপুর )

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০


রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।


আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য

স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লার সদর উপজেলার একটা রেল স্টেশন ।

(২) রাজাপুর রেল স্টেশনের সিমেন্টের বেঞ্চিতে বসে একটু জিরিয়ে নেই।


(৩) শ্রী শ্রী নন্দরাম গোস্বামী মঠ, রাজাপুর।


(৪) লোহার প্যাচগোচ যুক্ত এমন পথ ধরে শুধুই সামনে এগিয়ে চলা.........


(৫) ফুল ও পাতা শাপলার মতো হলেও এই ক্ষুদের ফুলগুলো শাপলা ফুল নয়, এই ফুলের নাম চাঁদমালা।


(৬) শুকনো জমি খুরে ওরা শামুক তোলে।


(৭) ব্যাগের ভেতর শামুক।


(৮) চোরের মন নাকি থাকে খিরাই ক্ষেতে । তাই খিরাই ক্ষেতে পাহারার ব্যবস্থা:)


(৯) ধানের ক্ষেতে কিটনাশক ছিটাচ্ছে এক কৃষক।


(১০) একটি সাদা ফুল।


(১১) একই গোত্রের একটি হলুদ ফুল।


(১২) চৈত্র মাসের কঠিন রোদে একটু ছায়ার সন্ধানে......


(১৩) একজন ফসল ফলানো যোদ্ধা।


(১৪/১৫) শামুকখোল পাখি গুলো ধান ক্ষেতে কি করছে কে জানে ?



(১৬) প্রচন্ড গরমে কাবু। তাই রাল লাইনের পাশের বাড়ি থেকে পানি খেয়ে নেই।


(১৭) চমৎকার একটি গাঁয়ের মেটো পথ।


(১৮) রেল লাইন বলছে, পরবর্তি স্টেশন আর বেশী দূরে নয়।


(১৯) এবং এক সময় আমরা পৌছে গেলাম সদর রসুলপুর স্টেশনে।

আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩০ ( শশীদল )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩২ ( সদররসুলপুর )

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

জিনিয়াস০০০ বলেছেন: দারুণ মজা পেলাম।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: মজা পেয়েছেন, জেনে খুশি হলাম :D

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

bradpitt বলেছেন: ভাই কতও দিন লেগেছে ?

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ১৫ দিন ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

bradpitt বলেছেন: ভাই কতও দিন লেগেছে ?

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ১৫ দিন, ধন্যবাদ ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

স্বপনবাজ বলেছেন: চালিয়ে যান !

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের দোয়ায় :)

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরে বাহ! দারুণ লাগলো তো!
:) :) B-) B-)

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান ।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: sundor post valo laglo

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাংঙ্কু :)

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

বাংলার হাসান বলেছেন: চমৎকার।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে ++++

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: ক্যামেরাটা দারুণ। ছবিগুলো অনেক ক্লিয়ার। ভালো লাগলো।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্বপ্ন, ভালো থাকুন, সব সময় ।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

শান্তা273 বলেছেন: এগিয়ে যান।
শুভ কামনা।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শান্তা, আপনি আমাকে বরাবরই উৎসাহ দিয়ে যাচ্ছেন..........

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

তুহিন সরকার বলেছেন: পোস্টে ভাললাগা রেখে গেলাম।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তুহিন ভাই ।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬

ভিটামিন সি বলেছেন: আমি তো পরে আসলাম। খানাপিনা কি শেষ? পাতিল চাইট্ট্যা খামু, সমস্যা নাই।
চাচা মিয়ার ছাত্তিডা বড়ই সৌন্দর্য। গ্রামের মেঠোপথটা ভালো লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: শুরুই তো করি নাই, কই কি আনছেন ? নিয়া আসেন শুরু কইরা দেই ।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

মুহিব বলেছেন: রেল লাইন দেখে বুঝা যায় পরবর্তী স্টেষনের দূরত্ব?

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: জি ভাই বুঝা যায়, স্টেশনের এক কিলোমুটার আগেই সিগনাল গাছ থেকবে, আর তারপরই রেল লাইনের ডালপালা গজাবে :)

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯

খেয়া ঘাট বলেছেন: আপনি আসলেই সাদা মনের মানুষ। ধান ক্ষেতের ছবিটি দারুন সুন্দর হয়েছে।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৩

সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।

শুভ কামনা।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনিার প্রতিও রইলো অনেক অনেক শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.