নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বিজয়পুরের চিনা মাটির পাহাড়.........

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮



নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া ও মাইজপাড়া মৌজায় বিজয়পুরের সাদা মাটি অবস্থিত। বাংলাদেশের মধ্যে প্রকৃতির সম্পদ হিসেবে সাদা মাটির অন্যতম বৃহৎ খনিজ অঞ্চল এটি। ছোট বড় টিলা-পাহাড় ও সমতল ভূমি জুড়ে প্রায় ১৫.৫ কিলোমিটার দীর্ঘ ও ৬০০ মিটার প্রস্থ এই খনিজ অঞ্চল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ১৯৫৭ সালে এই অঞ্চলে সাদামাটির পরিমাণ ধরা হয় ২৪ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন, যা বাংলাদেশের ৩ শত বৎসরের চাহিদা পুরণ করতে পারে।



চিনা মাটির প্রাচীন ইতিহাস না জানা গেলেও ১৯৫৭ সাল থেকে এ মাটি উত্তোলনের কাজ শুরু হয়। ১৯৬০ সালে সর্বপ্রথম কোহিনুর এলুমিনিয়াম ওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠান এই সাদামাটি উত্তোলনের কাজ শুরু করে। পরে ১৯৭৩ সালে বিসিআইসি সাদামাটি উত্তোলনে যোগ দেয়। বর্তমানে ৯টি কোম্পানী এই সাদামাটি উত্তোলনের কাজ করছে। প্রায় ৩০০ জন শ্রমিক এই মাটি উত্তোলনের সাথে জড়িত। বিভিন্ন রংয়ের মাটি, পানি ও প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য মনকে বিমোহিত করে। সাদা, গোলাপী, হলুদ, বেগুনি, খয়েরী, নিলাভ বিভিন্ন রংয়ের মাটির পাহাড় চোখকে জুড়িয়ে দেয়। সাদামাটি এলাকা জুড়ে আদিবাসীদের বসতি।



২ । বিজয়পুর যেতে হলে ঢাকার বাস থেকে উৎরাইল বাজারে নেমে প্রথমে পারি দিতে হবে সোমেশ্বরী নদী ।





৩ । তারপর কিছুটা পাকা পথ থাকলেও বেশীর ভাগ পথই এমন কাঁচা । তবে আপনি ইচ্ছে করলে রিক্সায় বা মোটর সাইকেলেও যেতে পারেন, ভারা পড়বে কমবেশী ৫০০ টাকা । যদিও আমরা হেটেই গিয়েছি, কারণ হেটে গেলে আমি প্রচুর ছবি তোলার সুবিধা পাবো ।





৪ । এমন সুন্দর সবুজ ধান ক্ষেতের পাশ দিয়ে যখন হাটবেন তখন আপনাকে কোন ক্লান্তিই স্পর্শ করতে পারবে না ।





৫ । এক সময় চিনা মাটির পাহার আপনার দৃষ্টির আওতায় চলে আসবে ।





৬/৭ । এক সময় খুব কাছ থেকে এমন সুন্দর দেখে আপনার মাথা খারাপ হতে খুব বেশী একটা বাকী থাকবে না ।







৮/৯ । পাহাড়ের উপরে উঠে দুইদিকের দু'টি ছবি ।







১০ । হাতে নিয়ে দেখবেন ঠান্ডা স্বচ্ছ পানি, কিন্তু কালারটা এমন কেন ঠিক বুঝে উঠতে পারছি না ।





১১ । পাহাড়ের মাটি কাটা হচ্ছে........





১২ । কেটে রাখা মাটির স্তুপ, বস্তায় ভরে এখান থেকে ভিবিন্ন জায়গায় নেওয়া হয় ।





১৩/১৪ । একেক জায়গার মাটির কালার ও পানির কালারে ভিন্নতা রয়েছে, যা সত্যিই বিস্ময় জাগায় ।







১৫ । এমন সুন্দর জায়গার স্মৃতি ধরে রাখতে কে না চায়:D





১৬ । মাটির কতো যে রঙ তার কোন হিসেব নাই ।





১৭/১৮ । ভ্রমণ বাংলাদেশের বন্ধুদের সাথে আমি ।







১৯ । এক সময় এই নৈস্বর্গ ছেড়ে বাড়ির পথে রওয়ানা হয়েছি, চলেও এসেছি । কিন্তু মনটা আমার বারে বারে ছুটে যেতে চায়, সোমেশ্বরী পেড়িয়ে ঐ নীল পানি আর সাদা মাটি ঘেরা বিজয়পুরে ।







মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

রিফাত হোসেন বলেছেন: কেমনে গেলেন ?=

সামনের ট্রিপে সেখানে যাবই যাব । :) =p~ :D

রুট কি ? পরিবার নিয়ে যাব, রুটের একটা বর্ণনা দেন ্ :)
খরচ সহ , আশে পাশে থাকার কোন ব্যবস্থা আছে ? সিকিউরিটি কি রকম ?

না হলে বন্ধু কাউকে নিয়ে যাওয়া যাবে ?

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমাদের ভ্রমণ বাংলাদেশের সেক্রেটারী মনা ভাইয়ের সাথে আলাপ কলরলে সব ব্যবস্থা হয়ে যাবে । ০১৭১১-২৭৭২৫০

আমার নামটা বলে ওনার সাথে কথা বলবেন, আমার নাম কামাল উদ্দিন ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

চারশবিশ বলেছেন: অসাধারন
আমি জানতামিই না যে বাংলাদেশে চিনামাটি পাওয়া যায়

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমরা আমাদের দেশের অনেক খবরই এখনো জানি না, ধন্যবাদ ।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!

সত্যি একি কি অপরুপে রুপে মা তোর হেরিনু পল্লী জননী

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: সত্যি একি কি অপরুপে রুপে মা তোর হেরিনু পল্লী জননী :)

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

রোজেল০০৭ বলেছেন: এ আমার দেশ, এ আমার প্রেম...............।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রোজেল

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

বোকামন বলেছেন:









ভাই আমার,

আপনার পোস্ট দেখে মুগ্ধ হই বারবার ....
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কী করতে পারি .....

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বোকামন, ভালো থাকুন, সব সময় ।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: ছবিগুলো চমৎকার

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: :D

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: বিরিশিরি, বিরিশিরি!!!!

কি অদ্ভুত সুন্দর একটা জায়গা!


আপনার পোস্টটা খুব নস্টালজিক করে দিলো! :(

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতে আমি হবো, নস্ট্যালজিক ।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪২

কালোপরী বলেছেন: চমৎকার

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: পরী বলেছে চমৎকার :D

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: খুবই চমৎকার লাগলো পোষ্টি , আপনি কি কামাল উদ্দিন , প্রথম আলো ব্লগে দেখলাম কামাল উদ্দিন নামে এই জন ৮ তারিখে হুবহুব এর রকমের একটি পোষ্ট দিয়েছে । ধন্যবাদ

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

সাদা মনের মানুষ বলেছেন: জ্বী লিঙ্কন ভাই, আমিই কামাল উদ্দিন :D

আপনাকেও ধন্যবাদ, ভালো একটা গবেষণা করেছেন বলে :D

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: খুব সুন্দর ।২য় ভাললাগা। এটা নির্বাচিত হওয়ার মত পোস্ট।বাংলদেশের প্রসপেক্টে শ্বেমৃত্তিকা বা হুয়াইট ক্লে দারুণ গুরুত্বপূর্ণ।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আনোয়ার ভাই, ভালো থাকুন সব সময় ।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর বর্ণনা + ছবি
ঐ পাহাড়ে মজে মুগ্ধ কবি

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: স্যালুট কবি :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.