নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....১২

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২০



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



(২) সাঙ্গু নদীর এই ছবিটা বান্দরবানের কাইক্ষংঝিরি এলাকা থেকে তোলা ।





(৩) ডালিম ফুলঃ নরসিংদীর শিবপুর থানার জয়নগর গ্রাম থেকে তোলা ছবি ।





(৪) পাটখড়িঃ নিরাপদে রাখার জন্য গাছে ঝুলিয়ে রাখা পাটখড়ি । বাহ্মণবাড়িয়ার বাহাদুর পুর গ্রাম থেকে তোলা ছবি ।





(৫) এবারের বই মেলার সময় জাতীয় তিন নেতার মাঝারের সামনের রাস্তা ।





(৬/৭) পপি ফুল ও ফল, পর্যায়ক্রমে এই গাছ থেকেই হেরোইন উৎপাদন করা হয় । ভুটানের থিম্পু থেকে তোলা ছবি ।







(৮) পাহাড়ের বুকে এই সুন্দর ছো্ট বাড়ির ছবিটাও ভুটানের থিম্পু থেকে তোলা ।





(৯) মুরং, কেওকারাডাং এর উপারের গ্রাম পাসিং পাড়া থেকে তোলা ছবি ।





(১০) চড়ক পুজাঃ ধামরাই থেকে তোলা ছবি ।





(১১) গোলাপী শাপলাঃ এই শাপলা ফুলের ছবিটা সুন্দর বনের হাড়বাড়িয়া থেকে তোলা।





(১২) কালিম পাখিঃ টাঙ্গুয়ার হাওড় থেকে তোলা ছবি ।





(১৩) পোকা শিল্পঃ কাঠ বাদামের পাতায় এমন সুন্দর শিল্প শুধু মাত্র পোঁকাদের দ্বারাই সম্ভব ।





(১৪) পাগলাঃ লেংটা বাবার মাজার থেকে তোলা ছবি ।





(১৫) বিমানঃ ভাববেন এটার ভেতরে আমি আছি, বরঞ্চ এটাই আমার ক্যামেরার ভেতর আছে:)





(১৬) সাঙ্গুর সাম্পানঃ রুমা ঘাট, বান্দরবান থেকে তোলা ছবি ।





(১৭) ফুল আর পোকাঃ বিরীশিরি, নেত্রকোনা থাকে তোলা ছবি ।





(১৮) নাও, শিশুঃ দশআনি, আড়াই হাজার থেকে তোলা ছবি ।





(১৯) গ্রামের পথঃ নুরালাপুর, নরসিংদী থেকে তোলা ছবি ।





(২০) জাতীয় স্মৃতিসৌধঃ সাভার ।



বনে বাঁদাড়ে.....১১

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

রাইসুল সাগর বলেছেন: চমৎকার বাংলার ছবিগুলোতে ভালোলাগা এবং আপনাকে শুভকামনা জানিয়ে গেলাম।

১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: সাগর ভাই, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

বোকামন বলেছেন:



এই প্রেমের অংশীদার করছেন বলে আপনার পোস্টে কৃতজ্ঞতা ..

ভাই আপনাকে কীভাবে ধন্যবাদ জানাবো ভেবে পাই না !....
ভালো থাকুন ভাই আপনি সবসময়...

২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: বোকা ভাই, আপনিও ভালো থাকুন, সব সময় ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।

শুভ কামনা।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্য আমারো ভাল্লাগলো :D

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর পোস্ট

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কু মাসুম ভাই ।

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

শান্তা273 বলেছেন: অনেক সুন্দর!

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শান্তা, ভালো থাকুন, সব সময়

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ভাল লাগলো।

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: ভালো লেগেছে, জেনে খুশি হলাম

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অসাধারণ পোস্ট! পিলাচ!!
নম্বরগুলো ব্রাকেটে দেবার জন্য ধন্যবাদ।
এবার লেখা পড়তে ঝামেলা হয় নি।

শুভেচ্ছা রইলো :)

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, এটা আপনার রেসিপি অনুসারেই দিয়েছি:D

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

নাজিম-উদ-দৌলা বলেছেন: অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭

ভিটামিন সি বলেছেন: ১৯ নম্বর নরসিংদীর ছবিটা ভালো লেগেছে।

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক ভিটামিন সি এর মতো :D

১০| ০৮ ই মে, ২০১৩ সকাল ৮:২৭

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: ভাললাগা জানা গেলাম :-)

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মেস্তরী :D :D

১১| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

আদম_ বলেছেন: এত পাটখড়ি ঝুলাইলো কেমনে। আজিবতো।

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ব্যাটাগ শক্তি আছেকইতে হইবো, নইলে এতোগুলো এক সাথে গাছে উঠাইলো কেম্নে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.