নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বাঙ্গির মাঠে যাওয়ার ইচ্ছেটা অনেক দিনের কিন্তু সময় সুযোগ করে যাওয়া হয়ে উঠছোলো না । খবর নিয়ে জানতে পারলাম আমার জেলা নরসিংদীতেই বাঙ্গির চাষ হয় । যেতে হবে রায়পুরা উপজেলার চর এলাকার মধ্য নগর গ্রামে । যখন গেলাম ততোদিনে দেরী হয়ে গেছে । তবু যেটুকু দেখলাম, যেটুকু ছবি তুললাম, তা আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম ।
রায়পুরা থেকে ট্রলারে মেঘনা নদী পার হয়েই দেখলাম ভ্যন গাড়ি ভরে বাঙ্গি আনা হচ্ছে ট্রলারে করে নদীর ওপার যাবে বলে ।
তারপর আরো বাঙ্গি.........
বাঙ্গি ক্ষেত পর্যন্ত যাওয়ার আগে এমন দৃশ্যের কোন অভাব ছিলো না ।
এক সময় আমরা পৌছে গেলাম বাঙ্গি ক্ষেতে, আশা পাশে কিছু ধান ক্ষেত ব্যতীত শুধু বাঙ্গি আর বাঙ্গি ।
আমার সঙ্গী অন্য একজন ব্লগার ।
বাঙ্গি ক্ষেতের আইল ধরে হেটে যাওয়া গ্রাম্য কিশোরী ।
ক্ষেতে বাঙ্গি উঠাইতেছেন একজন চাষী ।
কাছে যেতেই তিনি আমাদেরকে বাঙ্গি দিয়ে আপ্যায়ন করছেন, গ্রাম বাংলার সাধারণ মানুষের সেই চির চেনা রূপ ।
বাড়ি থেকে ওরা খাবার নিয়ে এসেছে, বাঙ্গি তোলার পরই কৃষকরা খাবে ।
বাঙ্গির বোঝা কিন্তু বেশ ভারী ।
বোঝা নিয়ে ওরা এগিয়ে যাচ্ছে নৌকা ঘাটার দিকে ।
এমন কাদাময় পথেই আপনাকে যেতে হবে সরু খালের যেখানে নৌকাগুলো বাধা আছে ।
নৌকায় বাঙ্গি তোলা হচ্ছে.......
পানি স্বল্পতায় এক সময় নৌকার তলা মাটিতে ঠেকে যায়, তাই ওভাবেই ঠেলতে হয় নৌকাগুলোকে ।
সব শেষে আবারো বাঙালীর আথিথেয়তার চিরচেনা রূপ । বাঙ্গির মাঠে পরিচয় হয় এক কৃষাণীর সাথে । ফেরৎ আসার সময় তিনি লোক পাঠিয়ে আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে বাঙ্গি দিয়ে আপ্যায়ন করে । বাঙ্গি খাওয়াটা বড় কিছু ছিলনা । কিন্তু ওনাদের আপ্যায়নে আন্তরিকতায় আমরা মুগ্ধ, মুগ্ধ মধ্য নগর সসধারণ মানুষ গুলোর ব্যবহারে । আমি নিশ্চিত, মধ্য ন গরে আমি আরো অনেক বার যাবো ।
১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই, ভালো থাকুন, সব সময় ।
২| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: চমৎকার লাগলো।
অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর পোষ্টটির জন্য।
++
৩| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মাহী ফ্লোরা বলেছেন: khub sundor!
১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
সাদা মনের মানুষ বলেছেন:
৪| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
খেয়া ঘাট বলেছেন: বনে, বাদাঁড়ে, রেল লাইনে ইত্যাদি নিয়ে আপনার পোস্ট গুলো খুবই সুন্দর হয়। বাঙগির পর আশাকরি তরমুজ নিয়েও একটা পোস্ট দিবেন।
১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আশা যখন করছেন তখন ইচ্ছে রাখলাম
৫| ১১ ই মে, ২০১৩ রাত ৯:২২
দি সুফি বলেছেন: ছবিগুলো সুন্দর, কিন্তু বাঙ্গি ভালো লাগে না।
১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: চিনি দিয়া খাইয়েন, ভালো লাগবে
৬| ১১ ই মে, ২০১৩ রাত ৯:৩৬
চুক্কা বাঙ্গী বলেছেন: বাংলার মানুষ যে বাঙ্গীকে এত গুরুত্ত দিচ্ছে তা জানতে পেরে আনন্দে মনটা ভরে গেল। চমৎকার ফটোব্লগ। বাঙ্গীর মাঠে হরেক রকমের বাঙ্গী পাওয়া যায় কিন্তু চুক্কা বাঙ্গী পৃথিবীতে ওয়ান পিস। মুহ্ হাহ্ হাহ্ হাহ্ হাহ্!! (ভয়াল হাসির ইমো হবে)
১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: চুক্কা বাঙ্গির ভয়াল হাসিতে ডরাইছি
৭| ১১ ই মে, ২০১৩ রাত ১০:০৩
একজন আরমান বলেছেন:
দারুণ তো। একটা জিনিস জানেন? আমি এখনো বাঙ্গি খাইনি।
১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার দেখছি ষোল আনাই মিছে
৮| ১১ ই মে, ২০১৩ রাত ১০:৩৫
সায়েম মুন বলেছেন: কোন ছবিই দেখতে পেলাম না। আবসোস।
৯| ১১ ই মে, ২০১৩ রাত ১০:৪০
সায়েম মুন বলেছেন: অনেক সময় ধরে বসে থাকার পর এবার দেখতে পেলাম। আপনাদের এলাকার বাঙ্গিগুলো মিষ্টি কুমড়োর মত। সাধারণত লম্বা বাঙ্গি দেখে অভ্যস্ত।
১২ ই মে, ২০১৩ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: লম্বাটাকে আমরা বলি চিনাল, আপনার নেট কি খুব শ্লো ?
১০| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:০১
এহসান সাবির বলেছেন: চমৎকার লাগলো। ছবি দেখে মনে হলো যেনো নিজে ঘুরে এলাম। ধন্যবাদ।
১৩ ই মে, ২০১৩ ভোর ৪:৩০
সাদা মনের মানুষ বলেছেন: শুধু ঘুরে গেলেন ? খেয়ে গেলেন না ?
১১| ১৩ ই মে, ২০১৩ সকাল ১০:২৩
লিঙ্কনহুসাইন বলেছেন: খুব ভালো লাগলো । ধন্যবাদ শেয়ার করার জন্য
১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হুসাইন ভাই, কেমন আছেন ?
১২| ১৩ ই মে, ২০১৩ দুপুর ২:৩৩
ভিটামিন সি বলেছেন: সা.ম.মানুষ ওরফে কামাল ভাই, আমি ইদানিং দেরী করে ফেলি আপনার পোষ্ট দেখতে। তাই খুব দুঃখের ইমো বসাইতে হইবে।
১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ভাববেন আমি খুব তাড়াতাড়ি আপনার মন্তব্যের জবাব দিয়েছি :-D
১৩| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:৪৮
সোহাগ সকাল বলেছেন: উরে খাইছেরে! বাঙ্গির মাঠ!
দুনিয়া বাঙ্গিময়!
পোষ্টে পিলাস++++++++
১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: দেইখা পিলাচ দিলেন নাকি খাইয়া
১৪| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৩৭
বংশী নদীর পাড়ে বলেছেন: অনেক দিন পর বাঙ্গি ক্ষেত দেখে অতিতের কথা মনে পরে গেলো। ছোট সময় আমি নিজেও অনেক বাঙ্গি কেটেছি, মাথায় করে বাড়িতে নিয়ে এসেছি আবার পাকার পর বাজারে বিক্রি করেছি। তবে আমরা চিনাল বাঙ্গির ক্ষত করতাম।চিনাল বাঙ্গি লম্বাকৃতির হয় আর পাকার পর সাধারনত ফেটে যায়।
২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, চিনালটা বাঙ্গিরে চেয়ে খেতে ভালো ।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: চমৎকার লাগলো।
অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর পোষ্টটির জন্য।
++