নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....১৩

১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫



প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।



ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।



(২) শেরপুরের গজনী অবকাশে যাওয়ার রাস্তা এটি ।





(৩) দোয়েল চত্বর ঢাকা থেকে তোলা ছবি ।





(৪) যাদুকাটা নদী, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে তোলা ছবি ।





(৫) বরিশালের কীর্তনখোলা নদী থেকে তোলা ছবি এটা ।





(৬) কেওকারাডাং এর ওপারের গ্রাম সুংসাং পাড়ার সেনাক্যাম্পের ছবি ।





(৭) জাহাঙ্গীর নগরের শাপলা পুকুর ।





(৮) মরিচ ফুল, আমার এলাকা থেকে তোলা ছবি ।





(৯) দেলওয়ার হোসেন চৌধুরী জামে মসজিদ, নুরপুর, ফেঞ্চুগঞ্জ ।





(১০) তারা মাছের ছবিটা তুলেছি কক্সবাজার সী-বীচ থেকে ।





(১১) টেকনাফে পাহাড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরী ব্রিটিশ বাংকার । বাংকারে বসে নাফ নদীর ওপারে মিয়ানমারের মংডু শহরে অবস্থানকারী জাপানি সেনাদের প্রত্যক্ষ করতেন তাঁরা। ওই সময় নাইট্যং পাহাড়চূড়ায় ব্রিটিশরা ঘাঁটি করে কয়েক মাস যুদ্ধ করেন। এখান থেকে ছুড়ে মারা কামানের গোলা পড়ত মিয়ানমারের কোলাদাংয়ে।





(১২) নিঝুম দ্বীপের কেওড়া বনের ভেতর হরিণ ।





(১৩) পেঁচা, নরসিংদীর যোশর বাজার থেকে তোলা ছবি ।





(১৪) নৌকায় করে ধান কাটা, রায়পুরার বাশঁগাড়ি থেকে তোলা ছবি ।





(১৫) ফড়িং, নরসিংদীর বেলাব থেকে তোলা ছবি ।





(১৬) হালচাষ, চট্টগ্রামের মিরশরাই থেকে তোলা ছবি ।



()

(১৭) চট্রগ্রামের চিনকি আস্তানা থেকে তোলা ছবি ।





(১৮) পদ্মা নদীর মাওয়া থেকে তোলা ছবি ।





(১৯) এই ছবিটা দার্জিলিং থেকে তোলা ।





(২০) গোধূলী, হাকালুকি হাওড় থেকে তোলা ছবি ।



বনে বাঁদাড়ে.....১১

বনে বাঁদাড়ে.....১২

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

গ্রীনলাভার বলেছেন: +++++++

১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: :):)

২| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৩৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ছবি গুলো খুবই সুন্দর হয়েছে। কোন ক্যামেরা দিয়ে তোলো? লেন্স কত মিমি?

আপনাকে ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৩ সকাল ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন:
আমার ক্যামেরার মডেল FZ 40

৩| ১৯ শে মে, ২০১৩ ভোর ৬:৫৯

খেয়া ঘাট বলেছেন: বাহঃ আপনি অনেক লাকি।
কী সুন্দর ঘুরে বেড়ান।
ছবিগুলো দেখতে দেখতেই শেষ হয়ে যায়।তৃষ্না মিটেনা।

২৩ শে মে, ২০১৩ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট, উৎসাহিত হলাম ।

৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ৮:৩২

ভিটামিন সি বলেছেন: ভালো লাগলো। প্রথম ছবিটা কি ফল না অন্যকিছু বোঝতে পারলাম না। গজনীর ছবিটা দেখেই ক্যাপশন পড়ার আগেই বুঝতে পেরেছিলাম। ভালো লেগেছে মরিচ ফুল। মরিচ ফুল দেখেই মনে পড়ে "ঘর হতে শুধু দু'পা ফেলিয়া একটি সবুজ ঘাসের উপর একটি শিশির বিন্দু" লাইনটি।

২৩ শে মে, ২০১৩ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর বলেছেন, প্রথম ছবির ফলটা লটকন, কাঁচা লটকনের ছবি ।

৫| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:৪০

বোকামন বলেছেন:


ভাইজান আমার সালাম নিবেন।

২৩ শে মে, ২০১৩ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ওয়ালাইকুমুস্সালাম

৬| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


++++++++++++++

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.