নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রহস্য আর রোমাঞ্চে ভরপুর পাহাড়ি মানুষগুলোর জীবন । ওদেরকে খুব কাছ থেকে দেখতে পাওয়া বা ওদের গ্রামে একটি রাত্রি যাপন করার মাঝে অনেক রোমাঞ্চ আছে । সুংসাং পাড়া তেমনি একটি গ্রাম । এটি কেওকারাডাংএর একেবারে পায়ের কাছের একটা গ্রাম । রুমা থেকে রওয়ানা হয়ে বগালেক ও কেওকাড়াডাং পর্বত পার হয়ে ২০/২৫ মিনিট হাটা পথে পাসিং পাড়া, যা বাংলাদেশের সব চেয়ে উঁচু গ্রাম । পাসিংপাড়া থেকে খুবই বিপদজনক খাড়া পথে ঘন্টা খানেক নামার পর পথ প্রায় সমান্তরাল, সব মিলিয়ে ঘন্টা দু'য়েকের পথ হাটলে পৌছে যাবেন সুংসাং পাড়ায় । আকাশ-কুয়াশা-মেঘ- পাহাড়-ঝরনা-বন-নীল-সবুজ পানি, পাহাড়িদের জীবন আর রহস্য-রোমাঞ্চ-ভয় সব যদি একবারে পেতে চান, তাহলে চলে আসুন সুংসাং পাড়ার মতো নির্জন পাহাড়ি কোন গ্রামে । আসুন দেখি আমার ক্যামেরায় সুংসাং পাড়াকে.........
(২) কেওকারাডাং এর উপর দাড়িয়ে তোলা সুংসাং পাড়ার ছবি ।
(৩) কেওকারাডাং এর উপর দাড়িয়ে সুংসাং পাড়ার সেনা ক্যাম্পকে যেমন দেখায় ।
(৪) সুংসাং পাড়ায় পৌছতে হলে কেওকাড়াডাং পাড়ি দিয়ে এমন খাড়া ঝুঁকিপূর্ণ পথ দিয়ে আপনাকে প্রথমে নেমে যেতে ঘন্টা খানেক । আর পাশের ঝোপ ঝাড়ের জোঁকগুলোর কথা নাইবা বললাম ।
()
(৫) জুম এর হলুদ ক্ষেত ।
(৬) সুংসাং পাড়ার দিকে কিছুটা নিচে নেমে গেলে কেওকারাডাংকে যেমন দেখায় ।
(৭) এক সময় আমরা পৌছে গেলাম আমাদের নির্ধারিত গন্তব্য সুংসাং পাড়ায় ।
(৮) পাহাড়ি গ্রামের এমন সুন্দর রূপ দেখে আপনি ফেলে আসা পৃথিবীকে ভুলে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ।
(৯) পেটে প্রচন্ড ক্ষুদা, নুডুলসের সাথে স্যুপ, আহ কি অমৃত । আজো সেই খাবারের স্বাদ মুখে লেগে আছে যেনো ।
(১০) পাহাড়ি মাটির মানুষগুলো এতো সহজ সরল, তা না দেখলে ভাবাই যায় না ।
(১১/১২) মা ও শিশু
(১৩) ওদের গৃহ পালিত শুকর গুলো নিয়ে মজার কাহিনী আছে । রাতে ঘুমোবার আগে জানতে পারলাম এই গ্রামে টয়লেট নামে কিছু নেই । শুনে ওদের প্রতি আমার একটা নেতিবাচক ধারণা হলো । কিন্তু ওটাই যে বিরাট চমক তা টের পেলাম সকাল বেলা । ভোর বেলা প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্যে আমাদের মধ্য থেকে যেই বদনা হাতে নেই অমনি শুকরের পাল পিছু নেয় । ভয়াবহ ব্যাপার । শেষ পর্যন্ত শুকরের ভয়ে এক হাতে লাঠি অন্য হাতে বদনা নিয়ে কাজটা সারতে হয়েছে । কিন্তু ওখান থেকে ওঠে আসার পর ওদের সেকি প্রতিযোগিতা, তা সত্যিই দেখার মতো ।
(১৪/১৫) ওখানে ওদের পানির কোন সমস্যা নাই, দুরের কোন পাহাড়ি ঝর্ণা থেকে পাইপ লাগিয়ে ওরা নির্ধারিত স্থানে কল বসিয়ে নিয়েছে, যা থেকে অবিরত পানি পড়তে থাকে ।
(১৬) পরের দিন আমাদের অন্য কোথাও যাওয়ার প্রোগ্রাম, তাই এতো সুন্দর গ্রামে একরাতের বেশী আর থাকা হলো না ।
(১৭)পাহাড় ঘেরা অরণ্য পরম মমতায় আড়াল করে রেখেছে প্রকৃতির এমন সুন্দর একটি গ্রামকে, হাটতে হাটতে ঐ যাদুকরী সৌন্দর্য্য এক সময় পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে গেল । কিন্তু এই পাহাড় এই সবুজ পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা সরল মানুষদের গ্রাম আমাকে হাত ছানি দিয়ে ডাকবে। হয়তো আবারো আসবো কিংবা আর আসতে পারবো না, তবু ক্ষণে ক্ষণে তাদের স্মৃতি আমার আমাকে আনমনা করবে, বারে বার
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই, ভালো থাকুন, সব সময় ।
২| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
Kawsar Siddiqui বলেছেন: সুন্দর
৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ভাই মন খারাপ ? আজই চলে যান, মনটা ভালো হয়ে যাবে
৩| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০
বংশী নদীর পাড়ে বলেছেন: এখনি যে যেতে মন চায়.... স্বপ্নের মতো লাগলো....
৩১ শে মে, ২০১৩ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: আমার কাছেও এখন স্বপ্ন মনে হয়, আবার কবে যাবো তার কোন ঠিক ঠিকানা নাই, ধন্যবাদ ।
৪| ৩১ শে মে, ২০১৩ রাত ৮:১৬
রোজেল০০৭ বলেছেন: অনেক সুন্দর ।
আপানাকে ধন্যবাদ , ওখানে না গিয়েও ছবির মাধ্যমে দেখতে পেলাম।
০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:১৮
সাদা মনের মানুষ বলেছেন: একটা ছবি হাজারটা কথা মালার সমান, ধন্যবাদ রোজেল ।
৫| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:২৫
আরাফআহনাফ বলেছেন: অনেক সুন্দর ।এখনি যে যেতে মন চায,আপানাকে ধন্যবাদ।
০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:২২
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকুন, সব সময় ।
৬| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:২৮
রাতুল_শাহ বলেছেন: সুন্দর
০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:০৯
আরজু পনি বলেছেন:
চোখ ঝলসানো সৌন্দর্য্য!
দারুণ!
০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছেন, এমন সৌন্দর্য্য দেখলে চোখ পবিত্র হয় ।
৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:১৯
খেয়া ঘাট বলেছেন: চমৎকার লাগলো। আপনার এরকম আরো কয়েকটি পোস্টে খেয়াল করলাম-আপনি সহজেই মানুষের সাথে মিশে যেতে পারেন। বুঝলাম,প্রকৃতির প্রতি যার এতো দরদ, মানুষের প্রতিতো তার মমতা থাকতেই পারে।
১৩ নাম্বার ছবিটা মুছে দেয়া যায়না। এতো সুন্দরের মাঝে এ ছবিটা আর বিবরণ -কেমন যেন শরীরটা গিনগিন করছে।
০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ওটা আপনি না হয় নাই পড়লেন, ধন্যবাদ ।
৯| ০১ লা জুন, ২০১৩ সকাল ৮:০৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অস্থির
০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: গরম বেশী তো, মাথায় একটু বরফ দিয়ে দেখতে পারেন
১০| ০১ লা জুন, ২০১৩ সকাল ৯:২৫
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: সুন্দর লেখা আর ছবির অপরুপ সমন্বয় ।
কবে গেলেন ?
কোন সময় গেলে ভাল হয় ?
খরচ কেমন হয় ?
০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: মনা ভাই, আপনার নেতৃত্বেই গিয়েছিলাম
১১| ০১ লা জুন, ২০১৩ সকাল ১০:২০
অন্তহীন বালক বলেছেন: ভাই, যাইতে মুঞ্চায়!
বড় হলে একবার যাবো।।
১২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:৩৬
সাফায়াত কাদির বলেছেন: অনেক সুন্দর।
পাহাড়িদের জীবন-ব্যবস্থা নিয়ে কোন পোষ্ট আছে?
০১ লা জুন, ২০১৩ রাত ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, নেটে সার্চ দিলে পেয়ে যাবেন বলেই আশা রাখি ।
১৩| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:১২
সায়েম মুন বলেছেন: পাড়াটা আগে দেখেছি। খুব ভাল লাগলো পোস্টে দেখে।
০১ লা জুন, ২০১৩ রাত ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: কবে গিয়েছিলেন ?
১৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১১:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট
০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্
১৫| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৩
মুহিব বলেছেন: এত সুন্দর বিষয়ে টয়লেট এসে ঝামেলা লেগে গেল।
০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
১৬| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
তুষার আহাসান বলেছেন: সুন্দর গ্রামটিকে দারুণ ভাবে তুলে এনেছেন ক্যামেরায়।
০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তুষার ভাই, কেমন আচেন আপনি ?
১৭| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১
ইরাজ আহমেদ বলেছেন: বেশি জোশ।
পোস্টে প্লাস।
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইরাজ ভাই।
১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮
একজন ঘূণপোকা বলেছেন: সুন্দর
২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পোকা।
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫
হেলপার বলেছেন: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর পোষ্ট দিয়েছেন, আমারও গ্রাম বাংলার প্রকৃতিকে ঘুরে দেখার প্রচন্ড আগ্রহ, কিন্তু রাতে কোথায় থাকবো তার কোন ব্যাবস্থা পাচ্ছি না বলে চিন্তুত !
দয়া করে জানাবেন যে, রাতের থাকার ব্যাবস্থা কিভাবে করলেন ?
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: পাহাড়ে ঘুরতে গেলে আগে আদিবাসী পারার বাসিন্দারা এমনিতে পর্যটকদের থাকার ব্যবস্থা করে দিত। একবার সিপ্পি যাওয়ার পথে আমাদের দেরীর কারণে নির্ধারিত পাহাড়িদের নির্ধারিত গ্রামে পৌছতে পারিনি, আমাদের টিমও ছিল বেশ বড়। অন্য একটা গ্রামে পৌছার পর সেখানকার কারবারীর সাথে যোগাযোগ করলে ওনি আমাদের টিমের প্রত্যেককে তাদের পারার বিভিন্ন ঘরে দুইজন তিজন করে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। এখন পর্যটক অনেক যায় বলে তারা ভাড়া নেয়, মানে কিছুটা উপড়ি আয়ও ওদের হয়। তবে তার বিনিময়ে ওরা শীতের সময় কম্বল এবং রান্না করার জন্য পাতিও ও পানি সরবরাহ করে থাকে। পাহাড়ের যে কোন গ্রামে গিয়ে সেই গ্রামের কারবারীর সাথে যোগাযোগ করলে ওরাই সব সমস্যার সমাধান করে দেবে, আমার দেখা মতে পাহাড়ের বাসিন্দারা আমাদের সমতলের বাসিন্দাদের চাইতে অনেক বেশী হেল্পফুল।
আর এমনিতে গ্রামে গঞ্জে ঘুরলে হোটেল খুঁজে নিতে হবে, সমতলের বাসিন্দারা সাধারণত আমরা অন্যদেরকে এখন আর বিশ্বাস করতে রাজী নই।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৪১
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো ''সুংসাং পাড়া....'' বর্ণনা।