নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লা জেলার একটি উপজেলা এবং দেশের অন্যতম বৃহৎ জংশন। লাকসাম রেলওয়ে জংশন প্রায় ৩০০ একর সম্পত্তির উপর ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে।
(২) খুব ভোরে লাকসাম রেল স্টেশনে এই নাস্তা খেয়েই শুরু হয় আমাদের যাত্রা........
(৩) স্টেশনে একটা পোজ দিলাম, কেমন হয়েছে বলুন তো
(৪) নাস্তা করলাম, পোজ দিলাম অতঃপর এই পথে চিটাগাং এর দিকে হাটা ধরলাম.........
(৫/৬) সূর্য্যি মামা পুবের আকাশে উঁকি মারছে ।
(৭) প্রচন্ড কুয়াশাচ্ছন্ন একটা সকাল ছিলো ।
(৮) শৈশবকে মনে করিয়ে দেওয়া একটি ছবি ।
(৯) খেজুরের পাতায় শিশির বিন্দু ।
(১০) বরবটি ফুল ।
(১১) রোদের আশায় ইলেকট্রিক তারে বসে আছে বক, বকদের সাধারণ এমন স্থানে বসতে আমি দেখিনি ।
(১২) সুইচোরা পাখি ।
(১৩) মাছরাঙ্গা, শীতের সকালে ওরা সবাই রোদের ওম নিচ্ছে ।
(১৪) গ্রামের রাস্তায় চলন্ত ট্রেন, দেখতে কিন্তু বেশ ।
(১৫) রোদে বসে একটু প্রেম করলে মন্দ কি এই পাখি দু'টো পাখির নাম জানি না ।
(১৬) বুলবুলি দু'টোর কি হয়েছে কে জানে ? ওরা দুরত্ব বজায় রেখে বসে আছে ।
(১৭) গরুর জন্য ঘাস কাটছে এক বৃদ্ধ ।
(১৮) দোয়েল পাখি নিয়া আমার মনে একটা দুঃখ আছে, জীবনে কখনো দোয়েল পাখির রঙ্গীন ছবি তুলতে পারলাম না, সবই সাদা কালো
(১৯/২০) এক সময় পৌছে গেলাম পরবর্তী স্টেশনে, স্টেশনের নাম নাওটী ।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩৬ ( আলীশহর )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩৮ ( নাওটী )
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ভাই এতো বিশেষন যোগ করে আমাকে তো একেবারে কাহিল করে দিলেন । ধন্যবাদ আপনাকে ।
২| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
কালবৈশাখীর ঝড় বলেছেন: সুন্দর!
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
সাদা মনের মানুষ বলেছেন:
৩| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
নতুন বলেছেন: জটিল ভ্রমন... +++ ছবিগুলিও জোস...
আপনার এই ভ্রমনে অনেক জটিল জটিল ছবি থাকবে.বুঝতে পারছি.. ..
ব্লগ অনুসরনে রাখলাম..
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার নাম নতুন, অথচ আপনি পুরোনো পাপী, আপনার কমেন্টে উৎসাহিত হওয়ার রসদ আছে, ধন্যবাদ ।
৪| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০
সোনালী ডানার চিল বলেছেন:
ভাই, আপনার পোষ্ট দেখে মন্ত্রমুগ্ধ
অসম্ভব সুন্দর বাংলাদেশ আপনার চোখ দিয়ে দেখছি.......
শুভকামনা রইল।
১৭ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও রইলো অনেক অনেক শুভেচ্ছা
৫| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার নাম নতুন, অথচ আপনি পুরোনো পাপী,
আপনার কমেন্টে উৎসাহিত হওয়ার রসদ আছে, ধন্যবাদ ।
আপনি রেল লাইন দিয়ে হেটে চট্রোগ্রাম গেছেন... তার মানে আপনার কাছে কম হলেও ১০ হাজারের বেশি ছবি থাকা উচিত
সবই বাংলার প্রাকৃতিক দৃশ্য....
আরো ছবি সব পোস্ট করুন...
১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: শুধু রেল লাইনে হাটার সময় তোলা ছবি আমার হিসাবে এগার হাজারের উপরে, আর অন্যান্য ট্যুর মিলিয়ে আমার কাছে লক্ষাধিক ছবি আছে, ধন্যবাদ ভাই, আস্তে আস্তে পোষ্টাইবো ।
৬| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
খেয়া ঘাট বলেছেন: ছবি, ছবির ক্যাপশান খুবই চমৎকার।
আমি যদি প্রকাশক হতাম তবে আপনার এই অসাধারণ ভ্রমন ব্লগ নিয়ে একটি বই প্রকাশ করতাম।
১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনি প্রকাশক না, ওটা আমার দূর্ভাগ্য, আপনার মন্তব্যে আমি বরাবরই উৎসাহিত হই, ধন্যবাদ ।
৭| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
বোকামন বলেছেন:
মুগ্ধ হই বারবার
আসি আপনার পোস্টে যতবার।
ভালো থাকুন ভাই।
১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মনটা বোকাতো তাই হয়তো
৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অসাধারণ হয়েছে ছবিগুলো।
পোস্টে ++++++++++
১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আমার পোষ্টে প্লাসের বর্ষণ হলো ইরফান ভাইয়ের কল্যানে
৯| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৮
আরজু পনি বলেছেন:
আপনার ইদানিংয়ের প্রতিটা ছবি ব্লগ দেখি আর হিংসিত হই।
অনেক সুন্দর হয় ছবি গুলো।।
১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:২৯
সাদা মনের মানুষ বলেছেন: হিংসিত হওয়া মানে আমার প্রতি শুভ কামনা, সুতরাং আমি খুশি
১০| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:০৩
খেয়া ঘাট বলেছেন: ঢাকা টু চিটাগাং ৩৭
মানে লাকসাম ঢাকা থেকে ৩৭নাম্বার ট্রেন স্টেশান।
১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক ধরেছেন ভাই ।
১১| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:২১
ইমরাজ কবির মুন বলেছেন:
পাখির ছবিগুলা ইস্পেশিয়ালী ১০,১১ মারাত্মক হৈসে।
ছবিগুলায় জলছাপ মারায় সৌন্দর্য্য কমসে ||
১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুন ।
১২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৩
নতুন বলেছেন: লেখক বলেছেন: শুধু রেল লাইনে হাটার সময় তোলা ছবি আমার হিসাবে এগার হাজারের উপরে, আর অন্যান্য ট্যুর মিলিয়ে আমার কাছে লক্ষাধিক ছবি আছে, ধন্যবাদ ভাই, আস্তে আস্তে পোষ্টাইবো ।
এই সব গুলান কিন্তু খুব সাবধানে রাইখেন... অন লাইনে ব্যাকআপ রাইখেন... যদি আপনার পিসির কিছু হয় তাহলে কস্টে স্টোক হইতে পারে..
আর ছবি গুলি নেটে দেবার চেস্টা করেন...
আমাদের দেশ খুবই সুন্দর.. কিন্তু গুগুলে বাংলাদেশ বইলা সাচ দিলে কিন্তু সুন্দর ছবি আসে না...
এইটা নিয়া একটা পরিকল্পনা করা উচিত.... তাহলে কিন্তু বাইরের দেশের পয`টকের কাছে আমাদের দেশের আকষ`ন বাড়বে..
সেই কাজে আপনার লক্ষাধিক ছবি কিন্তু বিরাট ভমিকা রাখতে পারে..
১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শ ভেবে দেখবো, গতকালকেই মাত্র খবর পেলাম আমার এক বন্ধুর একষ্ট্রা হার্ডডিস্ক ক্রাস করছে আর তার সব ছবি চিরতরে হারিয়ে গেছে, শুনে আনি বেশ চিন্তিত ।
১৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:২২
নিয়েল হিমু বলেছেন: ভাই কি সত্যিই ঢাকা থিকা হাটা ধরছেন চিটাং পথে ? নাকি গল্প লেখার চেষ্টা ?
যাই হোক সত্যিই যদি হয়ে থাকে তাহলে প্রক্রিয়াটা আমার ভাল লাগল না । "সকাল থেকে সন্ধা হাটবেন পরে বাড়ি ফিরে আসবেন" যেখানে রাত সেখানে কাত এই প্রবাদটা কাজে লাগিয়ে ঘুরতে বের হতে পারতেন তাহলে এডভেন্সার পাইতেন । আর ইস্টিশনে রাত কাটানোর অভিজ্ঞতাও কিন্তু খারাপ না ।
১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নিয়েল হিমু, আমি ঢাকা থেকে চিটাগাং হাটা ধরিনি শুধু, অলরেডি চিটাগাং আমি পৌছে গেছি, শুধু পোষ্টগুলোই দেবার বাকী । গরম কমলে সিলেটের পথে থাটবো ভেবে রেখেছি ।
আর কন্টিনিউ হাটার কথা বলছেন ? সেটা সম্ভব না, একেতো শরীরে কুলাবেনা, আর অন্য দিকে সংসার নিয়াও ভাবতে হয়তো তাই ।
আর ইস্টিশনে রাত কাটানোর অভিজ্ঞতাও কিন্তু খারাপ না ।
বিষয়টা মাথায় রাখলাম, কোনদিন হয়তো চেষ্টা করবো ।
১৪| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৭
গিরিনদী বলেছেন: আপনার ছবি পোস্টের আমি একজন মুগ্ধ দেখক !!!!!!!!!!!!!!!!!
রেললাইন ধরে হাঁটা এবং প্রচন্ড শীতে ছোট গ্লাসে করে রাস্তার উপরে বসে চা খাওয়া দুইটাই খুব ভাল লাগা বিষয়।
১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুগ্ধ দেখক
১৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০০
নিয়েল হিমু বলেছেন: গরম কমলে সিলেটের পথে থাটবো ভেবে রেখেছি । এটা কি প্রিপ্লান ছিল ?
২০ শে জুন, ২০১৩ রাত ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: একদিন আমি ক্যমেরা হাতে রেল লাইনে কয়েক কিলোমিটার হেটেছিলাম, খুব ভালো লেগেছে আশে পাশেই প্রকৃতির খুব ছোয়া দেখে । সেখান থেকেই ভাবলাম রেল লাইন ধরে হাটা গেলে হয়তো অনেক কিছুই দেখা যাবে । কিন্তু কোথায় হাটবো কিভাবে হাটবো ভাবছিলাম, হঠাৎ মাথায় আইডিয়াটা এলো । সাথে আরো কয়েজন পাগল যোগার করে ফেললাম, ব্যস ।
চিটাগাং পৌছার পর আবারো ভাবছি সিলেটের পথে পা বাড়ানোর, পরে হয়তো সারা দেশের রেল লাইন ট্র্যাক করার কথাই ভাববো, ধন্যবাদ ।
১৬| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৪
ভিটামিন সি বলেছেন: ঘটনা কি? পোষ্ট পইরাই / দেইখাই কেমন শীত শীত লাগতাছে। মনে হয় কাপুঁনি দিয়া শীত আসতেছে। মিয়া ভাই, মিছা কথা কন ক্যা? ১০ নং পিকটা বরবটি ফুল, আপনি কেন কইলেন শিম ফুল?? ফুলের পাশে যে বরবটি দেখেন না?
১৪ নং ছবিতে দেখা যাইতাছে ২ জন রাখাল একটা কলের ঘোড়ার গাড়ি দৌড়ায়া নিয়া আসতেছে। হে হে হে।
২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: তাইতো, আমি বরবটি ফুল চেনার পরও সিম ফুল বললাম কেনো ? তবে বলা যায় আমাদের এলাকায় বরবটিকে ও সিম বলে
১৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭
আদম_ বলেছেন: দোয়েল পাখি নিয়া আমার মনে একটা দুঃখ আছে, জীবনে কখনো দোয়েল পাখির রঙ্গীন ছবি তুলতে পারলাম না, সবই সাদা কাল
হাহাহাহা
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭
সাদা মনের মানুষ বলেছেন: খুব খুশি হলেন যে আদম ভাই
১৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪
বোকামানুষ বলেছেন: পাখির সবগুলো ছবি দারুণ হইসে
বুলবুলি দুইটা মনে হয় ঝগড়া করছে কথা বন্ধ
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ, ভালো থাকুন, সব সময়।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
এ্যাপেলটন বলেছেন: অবিশ্বাস / অসাধারন / অকল্পনীয় / ইত্যাদি ইত্যাদি .....আপনাদের অভিনন্দন