নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢোল পেটানো সাতশততম পোষ্ট

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০২


গুণীজনরা কহেন, নিজের ঢোল নিজে পেটানো ভালো, অন্যের হাতে পড়লে ছিড়ে যেতে পারে ;) ৭০০ তম পোষ্ট দেখেই মাথায় ভাবনা কি পোষ্ট করা যায়? সমাধান পেতে খুব একটা বেগ পেতে হলোনা, ভাবলাম ক্যামেরার পেছনের মানুষ একটু সামনে আসলে মন্দ কি? :-B কেউ নিজের ছবি দিয়ে পোষ্ট ভরলে আমি চরম বিরক্ত হই, এই পোষ্ট দেখেও অনেকে বিরক্ত হবেন আমি নিশ্চিৎ। বিরক্তের মাত্রাটা পোষ্টে বলে গেলেও আমি অখুশি হবোনা কথা দিলাম। তাহলে শুরু হোক পুরো দেড় কুড়ি ছবি নিয়ে একটা ঢোল পেটানো =p~


(১) বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকা হাফং এ উঠার পর লাফিয়ে চেয়েছিলাম আরো উপরে উঠতে, সেই ছবি উঠিয়ে রেখেছিলেন আমাদের টিম লিডার তাহসিন ভাই যিনি সামুতে ব্লগার তাহসিন মামা হিসাবে পরিচিত।


(২) ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে তোলা ছবি।


(৩) সবে মাত্র ঘুম ভেঙ্গেছে, তাবুর ভেতর থেকে মাথা বের পরই ক্লিক বাজি করেছিলেন বন্ধু তুহিন। নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।


(৪) ইংল্যান্ডের দুই পর্যটকের সাথে হিমছড়ি বীচে তোলা এই ছবি, ক্লিকবাজি বন্ধু তুহিন।


(৫) গন্তব্য সোনাদিয়া দ্বীপ, সাগরের মাঝে ট্রলারে যেতে যেতে তোলা ছবি।


(৬) লিচুর দেশ দিনাজপুরে।


(৭) একপাশে সাত ভাইখুম অন্য পাশে আমিয়াখুম মাঝখানে নাইক্ষং মুখ, নিঃসন্দেহে এটা স্বর্গ। স্বর্গের ভেলায় চড়ে যাচ্ছি আমি।


(৮) খৈয়াছড়া ঝর্ণার দুইপাশের পাহাড়ে রশি বেধে এমন ভাবে ঝুলে ঝর্ণা পার হওয়ার সময় কিসে মজা পেয়েছিলাম তা এখন আর বর্নণা করা সম্ভব নয়।


(৯) বাংলা একাডেমির একুশের বই মেলায় বিখ্যাত কিছু ব্লগারের সাথে ২০১৩ সালে।


(১০) মাহাস্থাগড় যাদুঘরের সামনে আমি।


(১১) শীতাকুন্ড পাহাড়ের সর্বোচ্চ চুড়ায় চন্দ্রনাথ মন্দিরের পুরোহিতের সাথে।


(১২) সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে তোলা ছবি।


(১৩) সাগর থেকে জাল দিয়া জেলেরা সবে মাত্র মাছটি ধরেছে, শীলখালি বীচ থেকে তোলা ছবি।


(১৪) তেলিয়া পাড়ার চা বাগানে একজন চা শ্রমিকের সাথে।


(১৫) সুনামগঞ্জে হাসন রাজার বাড়িতে।


(১৬) বাংলাবান্ধা জিরো পয়েন্টে।


(১৭) নীলকন্ঠ টি ক্যাবিনের সাততলা চা।


(১৮) নেপালের পোখারার ফেউয়া লেকে নৌকা নিয়ে।


(১৯) সৌদি আরবের মিনায়।


(২০) কাশ্মীরের আপেল বাগানে।


(২১) বাংলাদেশের সব থেকে উঁচু গ্রাম পাসিং পাড়ায়।


(২২) সিলেটের বিছানাকান্দিতে পানির বিছানায়।


(২৩) সিঙ্গাপুর এয়ারপোর্টের ভেতর।


(২৪) কেওকারাডাং এর চুড়ায়, আগে ওখানটা এমনই ছিল।


(২৫) কেওকারাডাং এর ওপারের ডাবল ফলস্ বা জোড়া ঝর্ণায়।


(২৬) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে।


(২৭) আমার দেখা সেরা ঝর্ণা বান্দরবানের আমিয়াখুম।


(২৮) এই পাড়ে আমি আর ওই পাড়ে তুমি, বন্ধু বাংলাদেশে আমি ভারতে, সুনামগঞ্জের শাহ আরেফিনের মাজার এলাকায়।


(২৯) ভুটানের দোচুলা পাস এ আমি।


(৩০) বান্দরবানের বগা লেক ও কেওকারাডাং এর মাঝামাঝি চিংড়ি ঝর্ণায় আমি।

মন্তব্য ১২১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: ফাস্ট হইছি পান্তা দেন

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন: নুন আন্তে পান্তা ফুরাল ;)

২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনি সোগাগ্যবান।

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও তাই মনে করি

৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ নববর্ষ। বেশতো। অনেক সুন্দর পোস্ট ।নান্দনিক ছবিগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ রইল।

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, নববর্ষের শুভেচ্ছা জানবেন।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৪

ধ্রুবক আলো বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, ব্লগিং চলুক অবিরাম

সাথে নববর্ষের শুভেচ্ছা

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ৭০০তম পোষ্ট ৭০০০ হাজার তম হয়ে যাক :D আপনার জন্যও রইল নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা

৫| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভ নববর্ষ

৬| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

ধ্রুবক আলো বলেছেন: পান্তা কই?!

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: নুন আনার আগেই প্রামানিক ভাই শেষ করছে B-)

৭| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: দারুণ পোস্ট। ঢোল পেটানো'র শব্দ শ্রুতিমধুর লাগল। !:#P

নববর্ষের শুভেচ্ছা.... !:#P

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ঢোল পেটানো'র শব্দ সবার কাছে শ্রুতিমধুর লাগে না, অনেকের বিরক্তিও উৎপাদন করে.........ধন্যবাদ।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৩

করুণাধারা বলেছেন:
দেশ বিদেশের অনেক চমৎকার দৃশ্য দেখা হল। আপনাকে ধন্যবাদ।

৮ নং ছবিতে দুপাশে পাহাড়, অনুমান করি নীচেও কঠিন পাথর। সেই জায়গায় এত উঁচুতে ঝুলতে ঝুলতে একহাত ছেড়ে দিয়ে ভি দেখাতে গেলেন।আরেক হাত যদি ছুটে যেত তাহলে কি আজ এই চমৎকার পোস্টটা পেতাম! নিরাপত্তা তো আগে দেখতে হয়! ভাল থাকুন সবসময়।

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: নিরাপত্তা অবশ্যই সর্বাগ্রে, তবে েলার্ড তো অবশ্যই ছিলাম। ধন্যবাদ ভাই।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১

পুলহ বলেছেন: সাতশ পোস্ট এবং নববর্ষের শুভেচ্ছা জানবেন ভাই। সাকা হাফং আর ডাবল ফলসের ছবি দুইটা দেখে হিংসা লাগলো।
ভালো থাকুন- এই শুভকামনা !

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: সাকা হাফংটা দুরত্বে হলেও ডাবল ফলসটা কিন্তু আমি মনে করি হাতের নাগালে বলেই আমি মনে করি। ধন্যবাদ ভাই, শুভেচ্ছা অবিরত

১০| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:১১

অতঃপর হৃদয় বলেছেন: অনেক ছবির সমাহার। অনেক সুন্দর।

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হৃদয়, ভালো থাকুন, সব সময়।

১১| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৭

সোহানী বলেছেন: নাহ্ আপনি আবারো মনে করিয়ে দিলেন সব ছেড়ে বেড়িয়ে পড়ার কথা।

ঢোল পিটানো পারফেক্ট ছিল।++

১৫ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে সাথে নিয়েন, আমারও মনটা উড়ু উড়ু কর্তাছে, কিছুদিন যাবৎ কোথাও বের হতে পারছি না।

১২| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কাছে মোটেও বিরক্তিকর মনে হলো না আপনার নিজের ছবিগুলো দেখে, বরং খুব মনোযোগ দিয়ে দিয় একটু সময় নিয়ে ছবির ক্যাপশন গুলো পড়লাম আর আপনার সুন্দর সুন্দর দৃশ্য বন্ধি ছবিগুলো দেখলাম। অনেক ভালো লাগলো আমার কাছে।

কিন্ত যখন দেখলাম পোষ্টটি রাত নয়টায় দেওয়া আর আমি দেখলাম সকাল সাতটারও পর সারা রাত নেটে থাকার পরও, তখন নিজের আমার নিজের উপরই বিরক্ত হতে শুরু করলাম। আমি সারা রাত জাগনা, নেটেই ছিলাম, ব্লগেও ঢোকেছি বেরিয়েছি অথচ প্রথম পাতায় আসা হয়নি! তাই পিছে পড়ে গেলাম। বৈশাখী শুভেচ্ছা তাও বাশী দিতে হচ্ছে ভাই! শুভ নববর্ষ।

সাতশতম নয় ভাই, আপনার সাত হাজারতম পোষ্টেও সাথে থাকতে চাই। অবশ্যই আরো আগে আগে।

নতুন বছরে নতুন রঙে রঙিন থাকুক আপনার মন সবসময় এই পোষ্টের ছবিগুলোর মতোই হাস্যোজ্জল। শুভ প্রত্যাশা সবসময়।

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: নতুন বছরে নতুন রঙে রঙিন থাকুক আপনার মন সবসময়.......এই প্রত্যাশা আপনারও প্রতি, ধন্যবাদ নয়ন ভাই।

১৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল ভাই।

শুভ হোক আপনার প্রতিটি ক্ষণ।

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন:

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪১

প্রামানিক বলেছেন: নুন ছাড়াই পান্তা খামু পান্তা দেন

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩

সাদা মনের মানুষ বলেছেন: পান্তা হেনা ভাইয়ের বাসায় ভাবী রান্তাছে :D

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাতশততম পোস্ট? খাইছে আমারে! আমনে বেড়ান কখন, আর পোস্ট দেন কখন?

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ভাবছিলাম ৭০০ ছবি দিমু, পরে দেড় কুড়ি দিয়া টায়ার্ড হইয়া গেছি B-)

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাড়ে আট বছরে ৭০০ পোস্ট। মাশাল্লাহ!

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আসলে অনেক কম পইরা গেল, ভবিষ্যতে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করমু নে B-)

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৪) ইংল্যান্ডের দুই পর্যটকের সাথে হিমছড়ি বীচে তোলা এই ছবি, ক্লিকবাজি বন্ধু তুহিন।


ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তেরেসা মে'র খালাতো বইন ভগ্নিপতিরে পাইলেন ক্যামনে?

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনে বুড়ো মানুষ হলেও চোখের জ্যোতি বালা, কেম্নে চিন্নালাইলেন :-B

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২) ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে তোলা ছবি।


এইডা তো ঘোড়া না। ঘোড়া আর গাধার শঙ্কর প্রাণী খচ্চর।

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ্ আগে কইবেন্না? =p~

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১) বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকা হাফং এ উঠার পর লাফিয়ে চেয়েছিলাম আরো উপরে উঠতে, সেই ছবি উঠিয়ে রেখেছিলেন আমাদের টিম লিডার তাহসিন ভাই যিনি সামুতে ব্লগার তাহসিন মামা হিসাবে পরিচিত।


তাহসিন মামারে বাদ দিয়া ফটু উঠাইলেন ভাই। মামা রাগ করে নাই তো?

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

সাদা মনের মানুষ বলেছেন: ওনারে বাদ দিলে তো আমাদের ফটুই উঠবেনা, কারণ ওনার কাছেই ক্যামেরাটা ছিল B-)

২০| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬) লিচুর দেশ দিনাজপুরে।



খোসাসহ লিচু খাওয়া ভালো। খোসায় অনেক ভাইটামিন থাকে।

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন:
এই ছবিটা আমের দেশ রাজশাহীতে তোলা :D

২১| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৮) খৈয়াছড়া ঝর্ণার দুইপাশের পাহাড়ে রশি বেধে এমন ভাবে ঝুলে ঝর্ণা পার হওয়ার সময় কিসে মজা পেয়েছিলাম তা এখন আর বর্নণা করা সম্ভব নয়।



বুঝলাম। কিন্তু ফটু তুলছে কেঠা?

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২২

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তো ভাব্তাছি ফডু তুলল কেডায় :-B

২২| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) মাহাস্থাগড় যাদুঘরের সামনে আমি।


এই ছবিতে আপনাকে গন্য মান্য ভদ্রলোকের মতো দেখাচ্ছে।

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩

সাদা মনের মানুষ বলেছেন: জীবনে একবার ভদ্র হতে পারাটা ও কিন্তু কম খারাপ না =p~

২৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৭) নীলকন্ঠ টি ক্যাবিনের সাততলা চা।


সাত তলা চায়ের কী সাত রকম স্বাদ? আমি কুনদিন খাইছি না।

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২

সাদা মনের মানুষ বলেছেন: এর চাইতে বেস্বাদ কোন চা হইতে পারে না, ভাতের মাড়ের মতো লাগে খেতে :(

২৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২১) বাংলাদেশের সব থেকে উঁচু গ্রাম পাসিং পাড়ায়।


আপনাদের হাতে লাঠি সোটা কেন? নিরীহ গ্রামবাসীগুলারে মার পিট করছেন নাকি?

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে গেলেই আমরা বুড়িয়ে যাই, তাই হাতে লাঠি ছাড়া হাটতেই পারি না :-B

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২

শাহিন-৯৯ বলেছেন: Nice nice nice nice nice nice. 100000000000000000000000 nice.

১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: কতোগুলো নাইস গুনে তো শেষ করতে পারলাম না ভাই :D

২৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮

TaবিZ FaরুK বলেছেন: আপনি তো দেখি অনেক ঘুরাঘুরি করেন। বাঙালির ভীতু ঘরকুনে স্বভাব আপনার মাঝে নেই। অনুসরণে রাখলাম।

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তাবিজ ফারুক ভাই, ঐ যে কবিতা পড়েছিলাম থাকবো নাকো বদ্ধ ঘরে,,,,,,,,,,,,এটাই আমার উপর আছড় করেছে :D

২৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৭

নীলপরি বলেছেন: দারুন লাগলো । তবে ৮নং ছবি দেখে আমার ভয়ই লাগলো ।

অনেক অভিনন্দন রইলো ।

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ৮নং ছবিটাতে পোজ দেওয়ার সময় আমিও ভয়ে ছিলাম, তবে ভয়কে জয় করার মজাই আলাদা......শুভেচ্ছা জানবেন পরি

২৮| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: আপনার মতো পরিব্রাজকের জন্যে আমার তোলা এই ছবিটি উপহার থাকলো। শুভেচ্ছা।

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১

সাদা মনের মানুষ বলেছেন: ছবিটা দেখে আমার মনে হচ্ছে বগা লেক থেকে কেওকারাডাং এর দিকে যার পথে কিছুটা গিয়েই এমন দৃশ্য দেখা যায়, কোথা থেকে তুলেছেন এটা বলবেন কি?

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৬

সাদা মনের মানুষ বলেছেন:
কেওকারাডাং এর একটু আগে থেকে তোলা ছবি এটা

২৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭

সানজিদা আয়েশা শিফা বলেছেন: ভাইয়া , আপনিময় পোস্ট দেখে এতটুকুও বিরক্ত লাগে নি , বরং আপনার বর্ণিল জীবন দেখে মুগ্ধ হয়েছি ।

আপনি আরও আরও অনেক দেশ ভ্রমণ করুন । এবং আরও অনেক পোস্ট লিখুন ।
আপনার জন্য শুভকামনা :)

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শিফা আপু, ভালো থাকুন, সব সময়।

৩০| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ছবিটা আমের দেশ রাজশাহীতে তোলা :D



বুইড়া লুকটা কেঠা?

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: চিনা চিনা লাগতাছে আমারও B-)

৩১| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২৮) এই পাড়ে আমি আর ওই পাড়ে তুমি, বন্ধু বাংলাদেশে আমি ভারতে, সুনামগঞ্জের শাহ আরেফিনের মাজার এলাকায়।



পাসপোর্ট ও ভিসা ছাড়াই আপনার ভারত ভ্রমন হয়ে গেল। এই ভাবে আগামীতে ভারত ভ্রমন করবেন আর আমাদের জন্য পোস্ট দিবেন।

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আরো বেশ কয়েকটি বর্ডার দিয়েই আমি এভাবে ভারতে গিয়াছি =p~

৩২| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৩) সাগর থেকে জাল দিয়া জেলেরা সবে মাত্র মাছটি ধরেছে, শীলখালি বীচ থেকে তোলা ছবি।



মানুষ এই মাছ খায়, নাকি এই মাছই মানুষকে খায়? সমুদ্রের বড় বড় মাছ দেখলে আমার হাঙ্গর তিমির কথা মনে পড়ে। এই মাছটা দেখে অবশ্য অতটা ভয় লাগছে না। তবে এই মাছ রান্না করলে খেতে পারবো কী না বলতে পারছি না। আপনি খেয়েছেন?

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২

সাদা মনের মানুষ বলেছেন: যখন ওকে হাতে নিয়েছিলাম তখন মনে হচ্ছেল ও যেন দাঁত কিরমির করছে, শব্দ হচ্ছিল।

৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


খৈয়াচরা ঝর্ণা ট্রে্ন লাইন থেকে কতটুকু পুর্বে?

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আমার ধারণা দুই কিলোমিটার দূরে, তবে কিছুটা পথ বেশ দূর্গম

৩৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬

রিফাত হোসেন বলেছেন: কি বলব, আমার দেখা অসাধারন ভ্রমন পিপাসু মানুষের মধ্যে আপনি অন্যতম। :)
আল্লাহ আপনাকে তাঁর সুন্দর পৃথিবীর বিভিন্ন স্থান ভ্রমনের আরও সৌভাগ্য দিবে, ইনশাল্লাহ।
আপনার চোখ দিয়ে সব দেখে নিলাম।

আমার ইচ্ছা থাকলেও সাথের মানুষদেরকে সময়মত নিতে পারি না। তাদের সময় আর আমার সময় এক হয় না, কখনোই। আর অনেকের ইচ্ছাও হয় না। অনেকে একলা ভ্রমন করতে পছন্দ করেন, তবে একা তেমন মজা পাই না।
আর এখনতো পারিবারিক কারনে আরও শেকড় গজিয়েছে পায়ে, নড়াচড়ার উপায় নাই। তবে ইচ্ছাটাই বড় কথা।

আপনার ভ্রমন আমার প্রেরণা হয়ে থাকবে। আগামী ইউরোপ নিশ্চয়ই লিস্ট এ আছে... :)

১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশের কতো জায়গার লিষ্ট নিয়ে যে মাথায় সেভ করে রেখেছি সেগুলোই এখনো ফিলাপ করা হয়ে উঠছে না, ইউরোপ আমেরিকার পরিকল্পনা তো অবশ্যই আছে, ধন্যবাদ রিফাত ভাই।

৩৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বিজন রয় বলেছেন: আহা রে!! একেই বলে খাঁটি যাযাবর।

ধন্য আমি।

নববর্ষের শুভেচ্ছা রইল।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: যাযাবর জীবনটা বেশ উপভোগ্য মনে হয় আমার কাছে, যেন পৃথিবীর সব সুখ পড়ে আছে ঘুরে ঘুরে সব দেখার মাঝে.....নববর্ষের শুভেচ্ছা জানবেন দাদা।

৩৬| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

মুনসী১৬১২ বলেছেন: সাতশ পোস্ট এবং নববর্ষের শুভেচ্ছা

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুনসী, আন্তরিক শুভেচ্ছা আপনাকেও

৩৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




সাত ( ৭ ) একটি সৌভাগ্যসূচক নাম্বার । তার সবটুকুই যে আপনার ঘাড়ে সওয়ার হয়ে আছে তা "ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল" ছবিটির রুপকল্প নিয়ে " আমিয়াখুম" এর মতোই ঝিরঝির ঝরে গেছে ছবিতে ছবিতে ।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: কাব্য কমেন্টে মুগ্ধতা জানিয়ে গেলাম।

৩৮| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: ছবিটি সাজেক ভ্যালি থেকে তোলা।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন:
এই ছবিটা আমি সাজেক ভ্যালী থেকে তুলেছি

৩৯| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

উম্মে সায়মা বলেছেন: ৭০০তম পোস্টে অভিনন্দন সাদা মনের মানুষ ভাই। আপনার দেশ বিদেশে ঘোরাঘুরির ছবি দেখতে খুব ভালো লাগে। প্রায় সবসময়ই পোস্ট দেখা হয় কিন্তু কেন যেন মন্তব্য রেখে যাওয়া হয়না। হয়তো লাইক দিয়ে চুপচাপ চলে যাই। আপনি খুব ভাগ্যবান। দেশ বিদেশের এত এত জায়গা ঘোরার সুযোগ পান। শুভ কামনা।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সায়মা আপু, ভাগ্যবান তো বটেই তবে মনের ইচ্ছেটা কিন্তু ষোল আনা থাকা চাই।

৪০| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন:
নেন কাঁচা আমের শরবত খেয়ে শরীরটা একটু জুড়িয়ে নেন।

৪১| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাঁচা আমের শরবত খেয়ে বুঝলুম একালের ইবনে বতুতাকে দেখতে পাচ্ছি। তিনি নেয়ায়েত সাদা মনের মানুষ। হয়ত আদা দিয়ে লাল চা’ও খান। ঠিক বলেছি কি?

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৬

সাদা মনের মানুষ বলেছেন: লাল চা খাই, তবে কাউকে খাওয়াই না B-)

৪২| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পোষ্টের মালা অনেক অনেক বড় হোক এই কামনা রইলো।

সাতশই শুভেচ্ছা জানবেন।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাবু ভাই, আপনার জন্যও শুভ কামনা অবিরত

৪৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: কাঁচা আমের শরবত দেন

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: দুই গ্লাসই ছিল, ফরিদ ভাই সবটা সাবার করে দিয়েছে =p~

৪৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩

ডঃ এম এ আলী বলেছেন: অভিনন্দন সাতশততম পোষ্টের জন্য । ছবি খুব ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ।

১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনাদের অনুপ্রেরণাই আমার পথ চলার পাথেয়

৪৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লাল চা খাই, তবে কাউকে খাওয়াই না এটাতো ভাল কথা নয়!

১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৩

সাদা মনের মানুষ বলেছেন:
তবে দুধ চা হলে অন্য কথা :-B

৪৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৩

মোস্তফা সোহেল বলেছেন: নিজের ঢোল নিজে পিটিয়ে হাজার বার ঠিক করেছেন। আপনাকে দেখে আমিও নিজের ঢোল হালকা পেটানোর সাহস পেয়েছি।
সাত শত থেকে সাত হাজার পোষ্ট দিন সামুতে সেই কামনায় করি ভাইয়া।
আচ্ছা ভাইয়া নেপাল-ভুটান-মালদ্বীপ-ইন্দোনেশিয়-মালেশিয়-মায়ানমারে কি শুধু পাসপোর্ট হলেই যাওয়া যায় ? নাকি ভিসা করেই যেতে হয়।
আমার দেখা সেরা ঝর্ণা বান্দরবানের আমিয়াখুম।২৭ নং এই ছবি কোন সময় তোলা?
সব ছবি সুন্দর মন ভরে দেখলাম।
আসলেই আপনি ভাগ্যবান। এটাও ঠিক বলেছেন ইচ্ছাটাও থাকা চাই।

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: নেপাল-ভুটান-মালদ্বীপ-ইন্দোনেশিয় ভিসা ছাড়াই যাওয়া যায়, মালেশিয়া আগে ভিসা নিতে হয়, মায়ানমার সম্পর্কে জানা নাই। আমিয়াখুম গিয়েছিলাম ২০১৩ সালে, ধন্যবাদ সোহেল ভাই।

৪৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভেচ্ছা ভাইয়া :)

সুন্দর পোস্ট

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আপু

৪৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লাগলো সবগুলো ছবি। :-B

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: জেনে কৃতজ্ঞ হলাম ভাই

৪৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২০

বিলিয়ার রহমান বলেছেন: ঢোল পেটানো সাতশতম পোস্টে প্লাস!:)

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে ডাবল প্লাস বিলিয়ার ভাই

৫০| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪০

জুন বলেছেন: দাড়ান আমি দেখে আসি সাত বছরে আমি সাতশ পোষ্ট দিতে পেরেছি কি না !
নাহ হয়নি সাদা মনের মানুষ, মাত্র ২৪৫ টি :(
অভিনন্দন আপনার সাতশ লেখার জন্য, আর লিখেছেন ও তেমনি অভিনব আর অনাবদ্য নকশায় ।
খুব ভালোলাগলো বিভিন্ন ছবিতে আপনাকে দেখে :)
+

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আপু আপনার ২৪৫টা পোষ্ট আমার সাতশত পোষ্টের চেয়ে অবশ্যই মূল্যবান, আমার তো অধিকাংশই ছাইপাশ পোষ্ট.......শ্রদ্ধা জানবেন।

৫১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৫

অগ্নি সারথি বলেছেন: অনেক ঘুরেছেন।

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬

সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, অ-নে-ক

৫২| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সপ্তম সেঞ্চুরী!!!
অভিনন্দন, শুভকামনা এবং অনেক অনেক ভালবাসা!!

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শামীম ভাই, শ্রদ্ধা জানবেন।

৫৩| ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৭

ওমেরা বলেছেন: না বিরক্তি লাগে নাই ভালই লাগছে । অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা না বিরক্তি লাগে নাই ভালই লাগছে । অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা অবিরত

৫৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫২

মোস্তফা সোহেল বলেছেন: ব্যাস্ত মনে হয় ভাইয়া? সাতশতে থেমে থাকলে হবে পোষ্ট দিতে হবে না?

২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪১

সাদা মনের মানুষ বলেছেন: থেমে থাকার ইচ্ছে নাই ভাই, ব্যস্ততায় আছি খুব, আর প্রচুর পোষ্টও আমার জমে আছে।

৫৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২২

আমির ইশতিয়াক বলেছেন: ক্যামেরার পিছনের মানুষগুলো সচরাচর ক্যামের‍ার সামনে আসেনা। আজ আপনাকে ক্যামেরার সামনে পেয়ে ভালোই লাগল। মাঝে মাঝে এমন পোস্ট দিবেন।

এই ছবিটা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ধরাভাঙ্গার এমপি টিলা থেকে তোলা।

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আমির ভাই, এমন আরো কিছু ছবি আছে, সব দিলে তো আর পোষ্টে কুলাইবে না। ;)

৫৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এবারের পয়লা বৈশাখে ছোটখাটো একটা "ট্রেন জার্নি" করার ইচ্ছে ছিলো; কোন কারণে হয় নি!
আপনার ঢোল পেটানো সাতশোতম পোস্ট খুব ভালো লাগলো!

১১ ই মে, ২০১৭ বিকাল ৪:২১

সাদা মনের মানুষ বলেছেন: ছোট খাট ইচ্ছে গুলো পুরণ করে ফেলাই ভালো, ধন্যবাদ সাধু।

৫৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: অভিনন্দন ৭০০ তম পোষ্টের জন্য। ছবিগুলো খুব ভালো লাগলো।

১১ ই মে, ২০১৭ বিকাল ৪:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাফেজ ভাই, শুভেচ্ছা নিবেন।

৫৮| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:২৮

eajulhas বলেছেন: ভাই আর কোনকিছু বাদ পড়েনিতো?

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:০০

সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই বাদ পড়েছে :D

৫৯| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:৫৬

eajulhas বলেছেন: বাকী অংশের অপেক্ষায় রইলাম।

১০ ই জুন, ২০১৭ সকাল ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: হাজার পোষ্ট পূর্ণ হউক

৬০| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:১৩

জাহিদ অনিক বলেছেন: অনেক ঘুরেছেন আপনি। দেখেছেন অনেক জীবন। আপনার দেখানো চোখে আমিও কিছু দেখে নিলাম ।

ভাল থাকুন । পৃথিবিটাকে দেখে যান ।

১০ ই জুন, ২০১৭ সকাল ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: যেটুকু পৃথিবী দেখলাম ঐটুকুই জীবন, বাকীটা তো শুধুই সংসারের যাতাকল.........শুভেচ্ছা জানবেন অনিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.