নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু সিলেট..(শাহজি বাজার, স্টেশন নং-৩৩)

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৪


ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা হল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।
আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে।

আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি। প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা সময়ের গন্তব্য

স্টেশনের অবস্থানঃ শাহজিবাজার, এটা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত একটা স্টেশন।


(২/৩) কুয়াশা ভেজা জংলী ঘাঘরার জোড়া ফুল আর ল্যান্টানারা আমাকে অনেক দিন পর রেল লাইনে পেয়ে যেন আপ্লুত হলো।



(৪) কাজল পাখিটা হয়তো সবে মাত্র ঘুম থেকে জেগে উঠেছে।


(৫) ডান দিকের পাহাড়ের উপরের গাছ পালার ফাঁক গলে সুর্য্যি মামা তার আগমনী বার্তা ঘোষণা করছে।


(৬) অল্প সময় পড়েই গাছ পালার ভেতর দিয়ে সকালের কুয়াশা ভেদ করে সগর্জনে ছুটে এল একটি যান্ত্রিক অজগর।


(৭/৮) সকালের সুর্যের ওম নেওয়ার মাছরাঙ্গা আর কানি বক সুবিধা মতো জায়গা বেছে নিয়াছে।



(৯) এতো সব সৌন্দর্য্যের ভেতর আমাদের কাজ একটাই, এই পথে সিলেটের দিকে এগিয়ে যাওয়া।


(১০) লতায় ফুটে থাকা অনেকটা নীলকন্ঠ ফুলের মতো দেখতে এই ফুলগুলোর নাম জানিনা।


(১১) তিনটা ফিঙে, মনে হয় কোন মিটিং করছে :-B


(১২) ছাতিম ফুলের সুবাস কিছু এলাকাকে একেবারে মাতিয়ে রেখেছিল।


(১৩) চাষি ভাই করে চাষ, কাজে নেই হেলা।


(১৪/১৫) রেল লাইনের পাশেই হযরত শাহ্ সোলেমান ফতেহ্ গাজী (রহঃ) বাগদাদী এর দরগাহ।



(১৬) দরগাহের পাশের পাহাড়ে বিশাল বিশাল বট অশথ্থের গাছ, ওখানেই নাকি মেলার অধিকাংশ লোক সমাগম হয়। পাহাড়ে উঠতেই দেখলাম অশথ্থের পাতার ভেতর থেকে উঁকি দিচ্ছে বেশ কিছু ছোট বসন্ত বাউরি পাখি।


(১৭) একটি কাঠবিড়ালি খুব মজা করে ফল খাচ্ছে।


(১৮) পাহাড় থেকে নেমে আবার এগিয়ে চললাম রেল লাইন ধরে। রেল লাইনের এমন পরিবর্তন মানে খুব কাছেই পরবর্তি স্টেশন।


(১৯) স্টেশনে ঢুকছে একটা ট্রেন।


(২০) স্টেশনের নাম শাহজি বাজার।

আগের পর্বঃ ঢাকা টু সিলেট..(ঢাকা টু সিলেট..(ঢাকা টু সিলেট..(ছাতিয়াইন, স্টেশন নং-৩২)

মন্তব্য ৯৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: আপনি যাইতে থাকেন আমি সাথে আছি, তবে আপনার হাঁটার সাথে না ছবির সাথে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

সাদা মনের মানুষ বলেছেন: কিছু খরচ দিয়া দিয়েন ভাই, তাহলেই মনে হবে আপনিও সাথে আছেন :)

২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

প্রামানিক বলেছেন: সোয়া একটা বাজে খাওন টাওন থাকেল তাড়াতাড়ি দেন।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

সাদা মনের মানুষ বলেছেন: খাওন এখনো রান্ধা অইছে না, ওয়েটান B-)

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

প্রামানিক বলেছেন: প্রথম হইছি তাইলে চা দেন।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

সাদা মনের মানুষ বলেছেন: খাওন রান্ধা হইলে চুলা খালি হইব অতপর চা বসাইতে হইবো :D

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

প্রামানিক বলেছেন: খালি পায়ে হাঁটলে আবার খরচ লাগে নাকি?

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: খালি পায়ে হাটা যায়, খালি পেটে তো সম্ভব না ভাই

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: কানা বগের ক্যাপশন কই?

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: লিঙ্গ ভুল করেন কেরে? ওটা কানা বক না কানি বক =p~

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

প্রামানিক বলেছেন: ১৯ নং ছবিতে রেল লাইনের বাঁকাতেড়া দশা দেইখা তো কইলজা ধুকধুক করতেছে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২০

সাদা মনের মানুষ বলেছেন: হেইডা আমারও করছিল, কিন্তু কাউরে কওনের সাহস হয় নাই...........আরেকটা কতা, হেনা ভাইয়ের জন্য কিছুটা সুযোগ রাইখেন :-B

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২১

প্রামানিক বলেছেন: আপনি যে বগের লিঙ্গ বিশেষজ্ঞ এইডা আগে জানা ছিল না, জানলে কি আর এই ভুল করি?

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে তো দেখছি এখনো দুনিয়ার কুনু কিছুই জানেন্না ;)

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: হেনা ভাই আইলে তো আমার চাঞ্চই নাই।

১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই আমাদের সকলের গুরু, উনি আসলে রাস্তা না ছাইড়া কি আর উপায় আছে? :D

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার সাথে সঙ্গী তবে পারলে মন্দ হতনা।অন্তত এত সুন্দর করে ছবি তোলাটা শিখে নেওয়া যেত।
ভাল থাকুন ভাইয়া।

১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১

সাদা মনের মানুষ বলেছেন: আমিও সঙ্গী খুজতাছি মোস্তফা ভাই, উপযুক্ত সঙ্গীর অভাবেই আমার হাটাটা সঠিক সময়ে হয়ে উঠছে না।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর আবার আপনার সাথে ভ্রমনের সুয়োগ পেলাম :)

সূর্যোদয়ের ছবিটা দারুন লাগল

প্রামানিকদার মত আমিও ডরাইছি ১৯ নং এর রেলে পাত দেইখা!

হুম। সৌন্দর্য মুগ্ধ করবে, হাতছানি দিয়ে ডাকবে! কিন্তু আটকাতে পারবেনা। থেমে থাকলে যে চলবে না!
মন বাউল মন ছুটছে অনন্তে :)

++++++

১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমি তাই বলি থেকে থাকলে পৃথিবী দেখা হবে না, টাই ছুটে যেতে হবে অবিরত........শুভেচ্ছা জানবেন বিদ্রোহী

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: বেশ ভালো লাগলো।

১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

সাদা মনের মানুষ বলেছেন:

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

সবুজের ইবনে বতুতা বলেছেন: আমার মনে একটা প্রশ্ন জাগল, ঢাকা-সিলেট ভ্রমনে, প্রত্যেকটা স্টেশনে থেমে, কিভাবে এত চমৎকার সব ছুবি তোলা সম্ভব? বিষয়টা আমার মাথায় খেলতেছে না...

একটু ক্লিয়ার করেন না প্লিজ @ সাদা মনের মানুষ...।

১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনি হয়তো ঠিক বুঝতে পারেন নাই আমার বক্তব্য। আমি রেল লাইন ধরে হেটে যাচ্ছি যার কারনে পুরো পথটাই আমার ছবি তোলার ক্ষেত্র।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

123456789happy বলেছেন: মোহনীয় সৌন্দর্য্য.....! হাতছানি দিয়ে ডাকছে আমায়, কৃতজ্ঞতা ব্রো.........!!!অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য্য কে ডিজিটালি চর্মচক্ষে উপস্থাপন করার জন্য

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে সব সময় এই মোহনীয় সৌন্দর্য্য টানতে থাকে.........শুভেচ্ছা জানবেন হ্যাপী ভাই।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

জাহিদ অনিক বলেছেন:




৫ নম্বর ছবিটা বেশ চমৎকার।

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: সব সময় ভালো কিছু ছবি তোলার চেষ্টা করি অনিক ভাই, জানিনা কতটা পারি.........শুভেচ্ছা জানবেন ভাই।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৫ নং ছবিটা নিঃসন্দেহে একটা মাস্টারপিস। অসাধারণ!

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি মনে করেছিলাম ছাত্রপিছ =p~

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১০ নং ছবি। এই ফুলগুলোর নাম স্বামী-স্ত্রী ফুল। এরা জোড়ায় জোড়ায় ফোটে। এই জন্য এদের আকৃতি হয় লাভ শেপ। আপনি এদেরকে লাভ ফ্লাওয়ারও বলতে পারেন।

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার গেয়ানের বহর দেখে আমার অজ্ঞান হবার যোগার.......... |-)

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১১ নং ছবি। আরে না, এরা মিটিং করছে না। মাঝখানের ফিঙেটা মহিলা, খুবই সুন্দরী। আর দু'পাশের ফিঙে দুটো পুরুষ। ওরা মানুষের মতো মহিলা ফিঙেটার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: নিজে যা করতেন ভাবেন পাখিরাও তেমনটিই করে =p~

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৯ নং ছবি। ট্রেনের সামনে লাইনের ওপর দাঁড়িয়ে থাকা লোকটা কী সুইসাইড করতে চায়?

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তো ক্যামেরা নিয়া রেডি ছিলাম, কিন্তু লুকটা শেষ মেষ সরে গেল বলে দুঃখিত :-P

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিজে যা করতেন ভাবেন পাখিরাও তেমনটিই করে


করতেন বলছেন কেন? আমি তো এখনো সুন্দরী বুড়িদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি।

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: এসব শুনলে আমার লইজ্জা লাগে বড় ভাই B:-)

২০| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবি। স্টেশনের নাম শাহজি বাজার। মনে হয় এক কালে এখানে বাদশাহদের বাজার ছিল। কালের পরিক্রমায় বাদশাহ শব্দ থেকে বাদ গায়েব হয়ে শুধু 'শাহ' আছে। বলুন 'জি'

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন:
ভাই আমনের কাছে মুরিদ অওনের লাইগ্গা আমার গাছের বড় কাডোলডা পাডাইলাম

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাডোল দিয়া মুরিদ হওয়া যায় না, মুরিদ হওনের লাইগা এক জোড়া মোরগ আর একটা একটা খাসি লাগে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন:
কাডোল না খাইলে চা খান, মাংস খাওয়া আমনের নিষেধ আছে। মাত্র তো চউখ অপারেশন হল।

২২| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লাগলো ছবি গুলো, মুগ্ধ করে দিলেন ভাই আবারো।


তবে ১৯ নং ছবিতে রেল লাইনের বাঁক দেখে বিস্মিত, রেলগাড়ি এমন বাঁকে ঘুরে কেমনে!!

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ছবির ট্রেনটা ঐ বাকা পথেই এসেছিল নয়ন ভাই, শুভেচ্ছা জানবেন।

২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, আমি পুরো ফিদা! থাকেন কই?করেন কী? আপনার মতো লোক তো আমি হারিকেন ধরিয়ে খুঁজছি।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আমি ভাই অতি সাধারণ মানুষ, তবে এমন কিছু কাজ করার জন্য অনেকে পাগল বলতেও ছাড়েনা। নরসিংদীর মাধবদীতে নিজের ছোট একটা ব্যবসা আছে, ওটাতেই নিজের সংসার আর পাগলামীর খরচ চালিয়ে নিতে হয়.........সঙ্গী হতে চাইলে সেল নাম্বার দেন, গলাগলি ধইরা হেটে যাবো এই চমৎকার পথে।

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

তারেক ফাহিম বলেছেন: মুগ্ধকর ছবি।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ফাহিম ভাই।

২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সাথে যদি যাইতে পারতাম কী মজাই না হতো। ছবি দেখে মনে হলো সাথেই আছি। অনেক পরিচিত লাইন। সবটুকু যায়গা হেটে কোন দিন যায়নি।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: সুজন ভাই, আসুন না একদিন একসাথে হাটি। এতে সত্যিই অনেক মজা হয়।

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭

কালীদাস বলেছেন: দুয়েকটা জায়গা চেনা চেনা লাগল ;)

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আসা যাওয়া থাকলে চেনা লাগাটাই স্বাভাবিক ভাই, কেমন আছেন আপনি?

২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ছবিগুলো দারুণ লাগল! যাহোক, ট্রেনের নীচে কাটা পড়ে মইরেন না আবার !! :)

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জহিরুল ভাই, সব সময় চেষ্টা করি সতর্ক থাকতে।

২৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৮

ওসেল মাহমুদ বলেছেন: আমার পরিচিত রুট ! ছবিগুলো আপনার লেখার প্রাণ ! ধন্যবাদ চমতকার উপস্থাপনার জন্য !

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মাহমুদ ভাই, আপনার বাড়ি কি সিলেটের দিকে?

২৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো ভ্রমণ। :(

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি শুধু ভালো ভ্রমণ বলি না, আমার সেরা ভ্রমণটাই হয় রেল লাইনে হেটে, ধন্যবাদ মামা।

৩০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২০

সবুজের ইবনে বতুতা বলেছেন: হাটতে ক্লান্ত লাগে না আপনার?

১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ক্লান্ত হলে জিরিয়ে নেই ইবনে বতুতা

৩১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,





শুরুর ছবিটাই উদাস করে দেয়ার জন্যে যথেষ্ট । জীবনের রেললাইনটাও যেন এমনি বহে সমান্তরাল !
মাঝে মাঝে ইচ্ছে করে রেললাইন ধরে এমন করে হেটে হেটে চলে যাই কোন সে অজানায় ....................

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

সাদা মনের মানুষ বলেছেন: চলেন না ভাই, একবার হাটি, ভীষণ মজাদার ভ্রমণ এটা।

৩২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, আমি পুরো ফিদা! থাকেন কই?করেন কী? আপনার মতো লোক তো আমি হারিকেন ধরিয়ে খুঁজছি।


আমিও অনেক খোঁজাখুঁজি করে আপনারে পাইছি। তবে হারিকেন ধরিয়ে না, টর্চ লাইট জ্বালিয়ে। আপনি যখন পোস্ট দেন না, তখন আমার টর্চ লাইটের চার্জ কমে যায়। পোস্ট দিলেই ফুল চার্জ পেয়ে টর্চ লাইটের আলো ফক ফক করে।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ কন্নাই মে ভাই।

৩৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

প্রামানিক বলেছেন:
আইবেন কিসে? এই নেন রিক্সা পাডাইলাম।

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: ডেরাইভার কেডা? আপ্নে নি? :D

৩৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর সুন্দর ছবি দেখে মুগ্ধ হলাম । শতসহস্র অভিনন্দন সহ আন্তরিক
প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভকামনা রইল সতত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

৩৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

নূর-ই-হাফসা বলেছেন: ছবি গুলো এক কথায় অসাধারণ ।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের এমন মন্তব্যে আমি খুবই উৎসাহিত হই

৩৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

জুন বলেছেন: ভাড়া দেয়ার ডরে হাড্ডিয়া যাইতেছেন এইয়া কি ঠিক হৈতেছে সাদা মন :-*
হুদাই রেল কোম্পানীরে লস করাইতেছেন /:)
দেন এককাপ চা খাই :P

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: কি করবো বলেন, বড় আপুরা যদি একটা টিকেট কেটে না দেয়? চায়ের পাত্তি ফুরাইছে :D

৩৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

অলিউর রহমান খান বলেছেন: আমি ও একজন প্রকৃতি প্রেমী মানুষ। আমারও ইচ্ছে করে সবুজ শ্যামল প্রকৃতিকে ছোঁয়ে দেখতে।
ইচ্ছে করে প্রকৃতির বুকে সাঁতার কেটে বেড়াতে। প্রাণ ভরে শ্বাস নিতে ইচ্ছে করে।

আপনার ছবি গুলোর সাথে লিখা ধারুন হয়েছে।
খুব ভালো লেগেছে পোষ্টটি।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে চলে আসুন মাঝে মাঝে প্রকৃতির কোলে অবগাহন করি খান ভাই।

৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

অলিউর রহমান খান বলেছেন: তারই স্বপ্ন দেখি ভাই, কত শত স্বপ সাজাই।
একদিন ঠিক হারিয়ে যাবো সবুজের সমারোহে।
প্রাণ খুলে গান গাইবো পাখির সাথে। শুভ্র মেঘের ডানায় চড়ে
ভেসে বেড়াবো সমস্ত গগন জুড়ে।
এমন হাজারো স্বপ্ন নিয়ে শুরু করি প্রতিদিনের জীবন।
অপেক্ষার প্রহর কাটতে চায় না, তবু অপেক্ষায় আছি সেই দিনের।

-জনাব আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই
সবুজের সমারোহকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
-আমার শুভেচ্ছা গ্রহণ করবেন ভাই।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই গ্রহণ করলাম, একজন প্রকৃতি প্রেমিকের শুভেচ্ছা মূল্য আমার কাছে অন্য রকম।

৩৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪

মলাসইলমুইনা বলেছেন: "দেখা হয় নাই চক্ষু মেলিয়া /ঘর হইতে শুধুই দুই পা ফেলিয়া/ একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু ...."| আপনার ফটো ব্লগ দেখে আবার মনে হলো | দেশের সুন্দরগুলো চমৎকার ধরা পড়েছে আপনার ফটোয় |খুব ভালো লাগলো |

১৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নাইমুল ভাই, আপনাদের এমন উৎসাহ পেলে আমি এগিয়ে চলার প্রেরণা পাই।

৪০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

শামচুল হক বলেছেন: দারুণ ছবি। দেখে মুগ্ধ হলাম।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শামচুল ভাই

৪১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার এই সিরিজ দেখলেই হিংসে হয়। :-B

১৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: এটা অস্বাভাবিক কিছু না হাসান ভাই, কিছু কাজের জন্য আপনাকেও আমার হিংসে হয় :D

৪২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ছোট বসন্ত বাউরি আর পাখিদের মিটিং বেশি ভালো লাগলো।+

২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই, ভালো থাকুন, সব সময়।

৪৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

হাসান রাজু বলেছেন: হ্যাঁ ভাই । শুধু ল্যান্টানারা না আমরাও আপ্লুত আপনাকে রেল লাইনের উপরে দেখে ।

আরেকটু এগুলেই আমার বাড়ি ।

অশেষ ধন্যবাদ । ভালো থাকবেন ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার বাড়িটা কোথায় ভাই? আমরা মনে হয় ইতিমধ্যেই আপনার বাড়ি পার হয়ে এসেছি।

৪৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫

হাসান রাজু বলেছেন: হবিগঞ্জ, স্টেশন সায়েস্তাগঞ্জ ।

ইতিমধ্যে ক্রস করে ফেলেছেন?

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: আমরা অলরেডি রশিদপুরও পার হয়ে গেছি রাজু ভাই।

৪৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

সৈয়দ ইসলাম বলেছেন: আপনি ভাই পাড়েনও।



দেখেন, গুনবেন নাকি অন্য কিছু করবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: এখন রেখে দিলাম, পাকলে খামু :)

৪৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: স্টেশনের সাথেই আছে শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মালিক পিডিবি। এখন অবশ্য এর পাশে বেশকিছু বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রও হয়েছে। স্টেশনের সাথে পাহাড়ের ওপর বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা। পাহাড়ের ওপরে একটা গোলকার বাংলো আছে। আইউব খানের পরিদর্শন উপলক্ষে তৈরি। এটাতে বেশ কিছু চলচ্চিত্রের সুটিংও হয়েছে সত্তরের দশকে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি দেখেছি, তবে এতো কিছু তথ্য জানা ছিল না, ধন্যবাদ মোস্তফা ভাই।

৪৭| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯

মুদ্‌দাকির বলেছেন: অসাধারন সুন্দর!! আমার শশুর বাড়ি যাবার রাস্তা... হাহাহা। হয়ত ফুল গুলোর নাম ক্লিটোরিয়া। দেখতে ঐ রকমই। বাংলাদেশী ভার্শন। :)

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: হইতে পারে। আপনার শশুর বাড়ি কোথায় ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.