নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

করোনা ছুটির প্রথম দিনে

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৫


২৬ তারিখ সারাদিন বাড়ি থেকে বের হইনি। অফিসের কিছু কাজ পেনডিং ছিল বলে বিকেল বেলা বের হলাম। বাড়ির সামনের রাস্তা দেখলাম লোকে লোকারণ্য। কাজ নেই তাই রাস্তায় দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে। হাইওয়েতে উঠে দেখলাম শুনশান, দুয়েকটা বাইক ছাড়া কিছুই নজরে পড়লো না। অফিসের সামনের ডিসপেনসারিটা খোলা, মালিককে পেলাম পাশের কনফেকশনারী দোকানে। বুঝলাম বাংগালী কোয়েরান্টাইন এমনি হয়।

ভাবছিলাম পাশের চায়ের টং দোকানটা থেকে একটা চা খেয়ে অফিসে ঢুকে পড়বো। কিন্তু হায়! দোকানটা বন্ধ। অন্য সময় এই টং দোকানে জগতের সমস্ত আইনস্টাইন নিউটন আর্কিমিডিসদেরকে পাওয়া যায়, যারা চায়ের সাথে সাথে আমাদের মতো দীনহীনদের পৃথিবীর তাবৎ সমস্যার সমাধান নিয়ে অপেক্ষায় থাকেন। সরকার যদি এই ডাউলোড না সাডডাউন কি যেন নাম, এটা যদি না দিতো। আমি নিশ্চিৎ বিশেষজ্ঞরা (বিশেষ+অজ্ঞ) করোনাকে ঝেটিয়ে বিদায় করার একটা ব্যবস্থা করে ফেলতো এই সময়ে। অবশ্য সরকারের ডাউনলোড থেরাপির আগেই ওনাদের মতো কিছু আর্কিমিডিসদের মাধ্যমে থানকুনি পাতা ছাড়াও করোনার বিরুদ্ধ ভাইরাস আবিস্কারের ফর্মুলটা অনলাইনে ব্যপক প্রচার পেয়ে গেছে।

যাক এসব নিয়ে বেশী না ভেবে অফিসে ঢুকে পড়াটাই মনে হয় শ্রেয় হলো। দেশে কোন হরতাল অবরোধ নাই অনেক দিন হলো। পুলিশ ভাইদের জীবন হয়ে গেছিল একেবারে নিরামিষ। দীর্ঘদিন পরে করোনার উছিলায় তাদের অভুক্ত লাঠি খোঁজ পেয়েছে জনগনের সেই পুরনো পশ্চাদদেশ! করোনা বিদায় হওয়াটা বড় কোন ব্যাপার না, ওনাদের প্র‌েক্টিসটা তো সেরে নেয়া গেল। ওনাদের প্রেক্টিসটা আর দীর্ঘায়িত করার সুযোগ না দিয়ে আমি অফিসের ভেতরে ঢুকে পড়লাম।

ছবিঃ গুগুল মামুর বদান্যতায়

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাবধানে থাকবেন, কী হচ্ছে বুঝতে বুঝতে গণহারে মানুষ মরতে শুরু করবে।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করছি মিঞা ভাই, কিন্তু এতো বেশী মানুষের দেশে এটা করা খুবই কঠিন।

২| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে কিয়ামতের আলামত চর্চা মারাত্মক আকার ধারণ করেছে।
ইয়া মাবুদ ই কি অবস্থা!

২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: জানিনা আমাদের কি হবে?

৩| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Coronavirus: Boris Johnson tests positive for COVID-19, এখন চিন্তা করে পাচ্ছি না কী লিখব মন্তব্যে। ইংলেণ্ডের প্রধানমন্ত্রি আক্রান্ত হয়েছেন।

সবাইকে সতর্ক করুন, যমেন করে হোক দূরত্ব বজায় রাখুন নইলে সর্বনাশ হবে। ইয়া আল্লাহ সকলে সুরক্ষা করুন। আমিন।

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, বাংলাদেশে এর ব্যপকতা বেড়ে গেলে কারো পক্ষেই বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে মিঞা ভাই।

৪| ২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭

নেওয়াজ আলি বলেছেন: কেমন আছেন। সাবধান থাকবেন। গুজব এড়িয়ে চলবেন। ধর্মকর্ম পালন করেন। ভালোবাসা রহিল আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি। আল্লাহর পর রাষ্টই আমাদের অভিভাবক । ভয় পাবেন না।

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩১

সাদা মনের মানুষ বলেছেন: গুজব কতোটা এড়িয়ে চলা যায় বলুন।

৫| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার পশ্চাদ্দেশে কী পুলিশের লাঠির (অথবা লাথির) ছোঁয়া পেয়েছেন? পেয়ে থাকলে আপনি ভাগ্যবান। ১৭ কোটি লোকের মধ্যে কয়জনের আর এই ভাগ্য হয়?

২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো সেই প্রাচিন কালেই এর ছোয়া পেয়ে নিজেকে ধন্য করে নিয়েছেন। আমার এখনো সেই সৌভাগ্যটা হয়ে উঠেনি :(

৬| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: পুলিশ যেভাবে সাধারণ মানুষদের মারছে এটা ঠিক না।
এই সময়ে কেউই শখ করে ঘর থেকে বের হয় না।

২৮ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৮

সাদা মনের মানুষ বলেছেন: এটা ওনাদের বুঝাবে কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.