নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তবুও স্বপ্ন দেখি

হেঁটে হেঁটে যতদূর চোখ যায়

সাদাত শাহরিয়ার

লেখালিখির চেষ্টা করি...কিছু হয় কিনা জানি না...তবু লিখি...কেউ পড়ে কিনা জানি না...তবওু লিখি...যদি কেউ পড়ে....এই স্বপ্নে..... @লেখক। এই ব্লগের কোন লেখা লেখকের লিখিত অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবে না।

সাদাত শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

বিপরীত শব্দ

১৩ ই মে, ২০০৮ রাত ৮:৫২

- বাবা, তুমি কবে দেশে আসবে?

- আসবো মা, আসবো। ছুটি পেলেই আসবো।

- আমার জন্য কি আনবে?

- এত্ত বড় একটা বারবি ডল!

- কত্ত বড়? আমার চেয়েও বড়?

- হ্যাঁ। তুমি খুশি হবে না?

টেলিফোনের রিসিভার কানে খুব জোরে চেপে ধরে মিষ্টি করে একটা হাসি দেয় প্রবাসি নাজমুল সাহেবের পাঁচ বছরের ছোট্ট মেয়ে অর্পা।



দুই



দুপুরবেলা। প্রচন্ড গরম পড়েছে। এইমাত্র দোলা তার মেয়ে অর্পাকে নিয়ে বাসায় এসেছে। ছিমছাম গোছানো ড্রইংরুমে ফুলস্পীডে এসি চলছে। অর্পা আর সময় নষ্ট না করে দ্রুত টিভি দেখতে বসে গেল-টমের সাথে জেরির দ্বন্দ্ব ওর খুব ভাল লাগে।

হঠাৎ ইন্টারকমে রিং হল। অর্পা রিসিভ করল।

- হ্যালো।

- আপামণি অর্পণ নামে এক লোক আইছে। ফোনের ওপাশ থেকে সিকিউরিটি বলল।

অর্পা কি যেন বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই দোলা ওর হাত থেকে রিসিভার নিয়ে গেল- হ্যালো কে? ও আচ্ছা। আসতে দাও।



তিন



ও মা কী দারুণ! আজকে বারান্দায় এতগুলো প্রজাপতি এসেছে! লাল প্রজাপতি! নীল প্রজাপতি! আচ্ছা সবুজ রঙের প্রজাপতি কি পাওয়া যায়? একা একা ভাবে অর্পা। বাহ খেয়ালই তো করিনি-আমার গোলাপ গাছটা এত বড় হয়ে গেছে! প্রায় বাবার লাগানো গাছটার সমান! আমারটা ছোট, বাবারটা বড়। ছোট গাছ, বড় গাছ। বাহ বিপরীত শব্দ হয়ে গেল তো! কালকে তো এটাই হোমওয়ার্ক। যাক একটু প্রাকটিস করি। ছোট-বড়, লম্বা-খাটো, মোটা-চিকন... বৈধ...ওহ-হো এটার বিপরীত শব্দটা কি যেন? কি যেন? দুর মনেই পড়ছে না। ধ্যাত! যাই মাকে জিজ্ঞাসা করি!

- মা, মা দরজা খোল। খোল।

খুব বিরক্তি নিয়ে অর্পণ দরজা খুলতেই অর্পা বলল, পেয়েছি আংকেল অবৈধ! ...



মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০০৮ রাত ৯:০১

যূঁথী বলেছেন: ইন্টারেস্টিং। স্টাইলটা অন্যরকম। ভাল লাগল তাই। +

২| ১৩ ই মে, ২০০৮ রাত ৯:০৭

নাফে মোহাম্মদ এনাম বলেছেন: ভাল হইছে। আপনি প্রচেষ্টায় আছেন।
আচ্ছা আপনি লেখেছেন এমন একটা পত্রিকার নাম বলুন তো।

৩| ১৩ ই মে, ২০০৮ রাত ৯:০৭

এক্স ফাইলস্‌ বলেছেন: হা কপাল!!!!
পরের দৃশ্যটা জানতে পারলে ভালো হতো।
ভালো লেগেছে।

৪| ১৩ ই মে, ২০০৮ রাত ৯:১২

নাফে মোহাম্মদ এনাম বলেছেন: সাদাত ভাই, আপনার মোবাইল নম্বরটা আমাকে একটু দেন তো।
আমার দরকার আছে। আলাপ করব।

৫| ১৩ ই মে, ২০০৮ রাত ৯:১২

সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: হুমমম!দারুণ!

৬| ১৩ ই মে, ২০০৮ রাত ৯:৪৪

(অ)গাণিতিক বলেছেন: গল্প ভালো লাগলো। বাচ্চাটার জন্য খারাপ লাগছে। আর খারাপ লাগচে তার মার জন্য ও। বাবার জন্যও। শুধু অবৈধ ব্যাটা বাদে ...

৭| ১৩ ই মে, ২০০৮ রাত ৯:৪৯

মেহরাব শাহরিয়ার বলেছেন: হাহাহা , গল্প শুনে হাসলাম , অর্পার জন্য মায়া লাগলো

৮| ২৭ শে মে, ২০০৮ বিকাল ৫:০২

শাহাবুিদ্দন শুভ বলেছেন: আমি ভেবে পাই না আপনি এত ভাল লেখা কি করে লেখেন।
আচ্ছা এভাবে শেষ করলেন কেন? আর কি এেগানো যেথ না। ভাল তাকবেন । চালিয়ে যান।


৯| ২৭ শে মে, ২০০৮ বিকাল ৫:০৬

সাদাত শাহরিয়ার বলেছেন: Thanks Shuvo.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.