| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
এই একটুখানি থাকো
আঙ্গুলে গাল রাখো
চোখের ভেতর চোখ
ইটুশ কথা হোক
পায়ের ছাপে পা
কই?
কিছুই কি কাঁপছে না?
যাও, ইচ্ছে হলে যাও
দখিন ঘাটে নাও
বৈঠাখানাও ঠিক
যাবে?
জানোতো কোনদিক?
ওহ, সবই যদি জানা
কে আর করে মানা
পাল তুলে দাও নায়ে
আরিহ!
কিছু কাঁপছে বুকের বায়ে?
শেষে পায়ের ছাপেই পা।
কি?
কোথাও কি যাচ্ছো না?
উফ, একটু সরে থাকো।
আরিহ!
আজব মেয়ে!
এখন দেখি ঠোটের ভেতর
আরেকটা ঠোট আঁকো!!
-------------------------------
পায়ের ছাপে পা/ সাদাত হোসাইন
০৯.১০.২০১৩
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ ![]()
২|
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !
১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৩|
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪০
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৪|
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৫
শায়মা বলেছেন: মজার!!![]()
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭
সাদাত হোসাইন বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার!
কবিতা ভালা পাইছি