![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
নীল পলিথিনের গায়ে
টুপটাপ যে বৃষ্টি ঝরে পড়ে, আমি ভাবতাম সে আমার।
আঙ্গুলের ডগায় ছুঁয়ে দিলে টের পাবো, ছুঁয়ে যাওয়া সত্যি অদ্ভুত!
ঘুমভোরে যে চাদর কুয়াশার
আবছায়া মেঘ হয়ে শুষে নেয়, আমি ভাবতাম সে আমার।
কানের লতি ছুঁয়ে বলে যাবে, এই ছোঁয়া সত্যি কি তৃষ্ণার!
যে নদী এলোচুলে বয়ে যায়
মেঘেদের ঘুম ভাঙ্গে মাতাল হাওয়ায়, আমি দেখি সেই নদী নেই।
এইখানে হাঁটুজল ছিল, সেই জল ডুবে গেছে, ভিজে গেছে কাদায়!!
যে সত্য ছড়িয়েছে শিখা
বুকের ভেতর থেকে বিষ চুষে, ডুবে যায় নির্জলা প্রাণে
সেখানেও আধার রাতে শ্বাপদেরা ছিল, তুমি শুধু দুই পায়ে, জলজলা লাল চোখে চেয়ে।
যেই আমি এইখানে আছি
সে-ই ছিল ঠিক ওইখানে। আজ এই শুন্যবেলায়, সেই আমি নেই।
বৃষ্টির জল সব ধুয়ে নিল, নদী গেল মুছে, ঘুচে গেছে মেঘ, কুয়াশা অনল।
সত্যরা ডুবে গেছে নোংরা সে জলে।
শুধু আমি নেই, সেই আমি।
অন্যরা আছে। অচেনা কেউ।
এই আমি আমি নই আর।
এখানে যে আছে, ছায়া হয়ে আছে, অচেনা অন্য কেউ...
..............................................................................
এই আমি আমি নই/সাদাত হোসাইন
১০/২৪/২০১৩
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১
সাদাত হোসাইন বলেছেন: শুনে ভালো লাগলো.।
অনেক অনেক ধন্যবাদ
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
তাসফিক হোসাইন রেইজা বলেছেন: ভালো লাগায় রাখলাম
২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল।
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৯
সাদাত হোসাইন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩
সোনি সুলতানা বলেছেন: অসম্ভব ভালো লিখেন আপনি ~