![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
মেঘের ভেতর বৃষ্টি খুঁজতে গিয়ে
আমি নির্বাসিত হয়েছিলাম নিদাঘ দহনে
চাঁদের কাছে জোছনা ছাড়া আর কিছুই চাই নি।
অথচ বৃষ্টি এলো উত্তুরে হাওয়ায় পউষের হিমে।
আর এলো অদ্ভুত কুয়াশায় ঢাকা বিবর্ণ চন্দ্রগ্রহণ।
আমি তবু নির্বাসিতই থেকে যাই।
কেউ বলে, নির্বাসনের নামই নাকি মানবজনম।
------------------------------------------------------
নির্বাসন/ সাদাত হোসাইন
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২
এম এ কাশেম বলেছেন: চমৎকার কথামালা।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
মাহবুবুল আজাদ বলেছেন: বেশ ভাল লাগল।
মায়ার অতল, কষ্টের দহন,
উচ্ছাসী সমীরণ,
সুখ আর দুঃখের সমীকরণ,
জীবন জীবন থেকেই নির্বাসন।