![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...
তোমার চুড়ির শব্দ, কি নিঃশব্দে, বুকে তুলে দিল ঢেউ,
আমি একাকী যাত্রী, জেগেছি রাত্রি, ছুঁয়ে দেয় নি তো কেউ।
আমি ক্লান্ত দুপুরে, ভ্রান্ত নুপুরে, কি ভীষণ একা বাঁচি,
তুমি গৃহ মায়াময়ী, স্নেহ ছায়াময়ী, দূরে তবু কাছাকাছি।
----------------------------------------------------------
দূরে তবু কাছাকাছি/ সাদাত
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১
নিলু বলেছেন: লিখে যান
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪
ঠকচাচা বলেছেন: এইটারে গানে সুর দেয়া যায়। ভাল হইছে ভাতিজা।