নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

# ভাবছে খোকা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭



খেলতে হবে অনেক অনেক

পড়া লিখা থাক

পড়া লিখায় ঘাটতি হলে

করবেনা কেউ রাগ।



কে বলেছে সাত সকালে

ঘুম ছেড়ে উঠতে

আরো একটু ঘুমিয়ে নাও

হবেনা স্কুল ছুটতে।



সন্ধ্যে হলে আরো একটু

খেলতে থাক যদি

সংগে পেলে তোমার মতো

এমন সংগি সাথী।



ভাবছে খোকা ব্যাপার কি

উল্টো ঘড়ির কাটা

আজকে নিশ্চয় কাটা ঘায়ে

পড়বে নুনের ছিটা!

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: ছন্দে ছন্দে কবিতা খুব ভালো লাগলো :)

ভালো থাকবেন :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন অপূর্ণ রায়হান ভাই
শত অজুহাতেও স্কুল যাওয়া চাই

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

অন্ধবিন্দু বলেছেন:
খোকা পড়া লিখা খেলায় সুস্থ-সুন্দর থাকুক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

বাকপ্রবাস বলেছেন: অন্ধবিন্দু ধন্যবাদ জানবেন খুব করে
হেলেদুলেই যেন খোকাকাল পার করে

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩২

আমিনুর রহমান বলেছেন:



ছন্দময় ছড়া +++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

বাকপ্রবাস বলেছেন: আমিনুর রহমান ভাই ধন্যবাদ জানায়
ছন্দে কাটুক খোকার জীবনটায়

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪০

হৃদয় রিয়াজ বলেছেন: হা হা হা ভাল লাগল। ইশ সবকিছু যদি সত্যি সত্যি এমন উল্টো হত! |-)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ হৃদয় রিয়াজ ভাই
চলেন আবার উল্টে যাই

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: শিশুরা এই কবিতা পড়লে পড়ালেখা চুলোয় উঠতে বাকী থাকবে না বাকপ্রকাস।

ইহা আপনি কি করিলেন। শিশুদের অভিভাবকরাও চরম গোস্বা হবে । #:-S

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সেলিম আনোয়ার ভাই
একটু এদিক ওদিক হলে ভয়ের কিছু নাই

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩০

দুখাই রাজ বলেছেন: ছোট ছোট ছন্দে চমৎকার । শুভ রাত্রি ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩

বাকপ্রবাস বলেছেন: প্রিয় দুখাই রাজ দাদা
শুভেচ্ছা জানবেন সর্বদা

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

আমি ইহতিব বলেছেন: পারফেক্ট কবিতা আমার কন্যার জন্য যে সারাদিনই খেলার মুডে থাকে।

মজার কবিতা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১০

বাকপ্রবাস বলেছেন: Thanks Apu, amr nick chobita amr mayer, name umama, porte china tai ok kendro kore likha

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

সাফরিনলিপি বলেছেন: সুন্দর, খুব সুন্দর । পারফেক্ট কবিতা আমার ছেলের সাথে মিলে আছে।
ভালো থাকবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

বাকপ্রবাস বলেছেন: আপু ধন্যবাদ জানবেন খুব করে আর আর আপনার বাবুকে অনেক অনেক আদর

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছন্দময় কবিতাটি ভীষণ ভালো লেগেছে -------

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

বাকপ্রবাস বলেছেন: আপ্পু অনেক অনেক ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.