নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসে শুধু একবার
খুশী খুশী লাগে
বেতন পাবার আগে।
তারপর টানাটানি
গিন্নীর পেন পেনি
ছেলে মেয়ের ঘেন ঘেনি
যাব কোথায় ভেগে!
থাকি রেগে মেগে।
নাই নাই খাই খাই
এটা নাই ওটা চাই
কোথা পাই কোথা যাই
পকেটটা ফাঁকা তাই
দেব দেব করে রোজ
আনা তবু হয়না
মাস যেতে চায়না!
মাসটা গেলে পরে
সুখটা আসে ফিরে
মিটে যাবে খিট খিটে
মেজাজের ধরনটা,
বউ তখন লক্ষি
যেন ময়ূর পক্ষি
জুড়ায় বুক দেখে সুখ
মিনমিনে চাপচাপা হাসিটা।
কাঁধে উঠে ছেলে মেয়ে
দেবে আদর চুমু দিয়ে
আব্বু তোমায় ভালবাসি
চলনা ঘুরে আসি
শেষ হলে পরিক্ষাটা
তখনো পকেট ভরা বেতনটা।
এভাবে মাস ঘুরে
বছরটা এলে পরে
কানাকানি ফিসফিস
ইনক্রিম্যান্ট পার্সেন্টিস
হিসাবটা ঝেড়েঝুড়ে
ডিপিএস একটা বাড়ে
এভাবেই যায় দিন মাস বছর পার
এটাই আমাদের মধ্যবিত্ত পরিবার ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসি
আছে খুব কাঁদা কাঁদি
তারপর হাসা হাসি
তবুও বেশ আছি
মধ্যবিত্তেই বাঁচি
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৬
শায়মা বলেছেন: তবুও বোঝা যাচ্ছে হ্যাপী পরিবার!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ শায়মা
উচ্চবিত্ত চাইনা
চাইনা যেতে নিম্নে
মধ্যবিত্তেই ভাল
থাকে জীবনের আলো
নিয়ত চাল চলনে।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ছন্দময় মধ্যবিত্ত কবিতা ভাল লাগল।
ভাল থাকবেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়
ঘুরে ফিরে আমরা সবাই
কিনি সুখ কিনি দুখ যা কিছু পাই
আমাদের মধ্যবিত্তের ধরন এটাই।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১০
Parsa_Saifan বলেছেন: মধ্যবিত্তের যে সুখ আর ভালোবাসা থাকে তা আর কোথাও পাবেননা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ Parsa_Saifan
উচ্চবিত্ত সবাই হতে চান
যদিও ঢের ভাল মধ্যবিত্তে
এখানে সব আছে
মান অভিমান আছে
এখানেই সুখ আনে চিত্তে
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লিখেছেন, বাস্তব চিত্র এটাই।