নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুরা উঠুক বেড়ে শিশুদের মতো করে
বুড়োর চিন্তা চাপিয়ে দিওনা ছোট্ট শিশুর পরে।
পিঠের স্কুল ব্যাগটা শিশুর চাইতে ভারী
একটু এদিক সেদিক হলে মহা কেলেংকারি।
তোমরা যখন ছিলে সেই শিশুদের মতো
বল দেখি কয়টা বই কাঁধে নিতে হতো!
হাটে মাঠে ঘুরে ফিরে কি আসনি ঘরে
তবে কেন ভয়ে মরছ এমন করে।
শিশুদের দাও ছেড়ে নিওনা তাদের পিছু
খেলতে খেলতে বলতে শুনতে শিখবে সব কিছু।
দেখে নিও একদিন সেই শিশুটাই হবে
তোমাদের চাইতে অনেক বড় জব্ধ হবে তবে।
২| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
বাকপ্রবাস বলেছেন: মুজকো লটাদো ও বাচপনকা শ্রাবন
ও কাগজ কি কাস্তি ও বারিষ কা পানি
........................................................
সুন্দর কমেন্টার জন্য হাজার ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ...মুজকো লটাদো ও বাচপনকা শ্রাবন
ও কাগজ কি কাস্তি ও বারিষ কা পানি
ফিরিয়ে দাও সেই শৈশব, সেই বর্ষান দিন সেই কাগজের নৌকা বানিয়ে খেলা... ভরা বর্ষার রিমঝিম শুনতে শুনতে ঘূমিয়ে যাওয়া!!
দূরন্ত খৌলা মাঠে ভৌ দৌড়!!!
মাত্র ৪টে বই...
হেসে খেলে পড়ালেখা~~~
আজ কি দিন এল! যেন যান্ত্রীকতা পিষে দিচ্ছে- শিশুতোষ অনুভব গুলোকে কর্পোরেট লোভের আশায়- !!!! হায়!