নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শনিবার। সোহাগের আজও ছুটির দিন। নাবিলা বলছিল, '' চল ঘুরে আসি কোথাও হতে,'' কিন্তু সোহাগের মন সায় দিলনা, গতরাতেই দাওয়াত খেয়ে আসল। অপিষ কলিগ রাসেল সাহেব এর প্রথম বিবাহ বার্ষিকী হিসেবে একটা ছোট ঘরোয়া আয়োজন করেছিল। রাতে ফিরে এসেই ঘুম দিয়েছিল কিন্তু মাঝে মাঝে একটু ব্যাঘাত হয়েছিল সেই ঘুমের, পেটের মাঝে থেকে থেকে গুড়ুম গাড়ুম শব্দে বেশ কবার ঘুমের বিঘ্নতা সৃষ্টি হয়েছিল। তায় আজ কোথাও যাবার জন্য মন সায় দিলনা।
সময় পেলে সামু ব্লগে ঢু মারে সোহাগ। এখন আর নিয়মিত লেখা বা পড়া কোনটায় হয়না। আজ ভাবল অণুগল্প লেখা যাক। ড্রাফ্ট বক্সে একটা জমা আছে অনেকদিন যাবৎ। শেষের অশংটা আর শেষ করা হয়নি বলে পোষ্ট করা গেলনা। ভাবল আজ সেই কাজটা সেরে ফেলবে।
অণুগল্পটা শেষ করে আর একবার পড়ে নিল সোহাগ।
না এটাকে অণুগল্প বলা চলেনা, বড়জোর গল্প বলা চলে। অণুগল্পের ধরণটা একটু অন্যরকম। তাই নানান কসরত করছিল কি করে এটাকে অণুগল্প বানানো যায়।
গল্প শেষে একটা মোচড়ানি দিতে পারলে হয়ে যেতো, কিন্তু মাথায় আসছেনা সেটা কি করে দেবে।
অবশেষে মোচড়টা যখন আসল, কিবোর্ড মাউস ফেলে দৌঁড়। দরজার হুকটা লাগানোর সময় পেলনা আর।
নাবিলা কাপড় ভিজেয়ে রেখেছিল হুইল পাউডার দিয়ে, রোদের তেজ থাকতেই ছাদে শোকাতে দিতে হবে। বাথরুমে পা পড়ার আগেই চোখ চড়াক গাছ, হাসতে হাসতে দরজাটা বাহির থেকেই আঁটকে দিল।
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬
বাকপ্রবাস বলেছেন: এভাবে ডিষ্টার্ব করলে লেখার তাগাদা বাড়ে, ঢিল ছুড়ে হলেও কেউ একজন মনে রাখে সেটা ভেবে হলেও ভাল লাগে।
২| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
হা...হাহাহা...। গল্পের শেষে এসে না হেসে পারলাম না।
তবে পরামর্শ হলো, বানানের ক্ষেত্রে আরো সতর্কতা জরুরী।
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯
বাকপ্রবাস বলেছেন: পরামর্শটা অনেকেই করে থাকেন, এটা একটা আমার বড় সমস্যা। তবে কখনো নিজেকে লেখক হিসেবে চিন্তা করিনা তায় বানান নিয়ে ভাবা হচ্ছেনা, অপিষে কাজের ফাঁকে টুকটাক ব্লগ লেখার অভ্যাস, তবে বানান ভুলটা বড়ই কটু, চেষ্টা থাকে ধীরে হলেও যে শুধরে আসতে পারি। খুবই ধন্যবাদ নেবেন সোহাগ তানভীর সাকিব ভাই। একাই তিনজনের নাম দখল করে আছেন হা হা হা
৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬
রাকু হাসান বলেছেন:
কেন বা কি কারণে মোচড়,! আমি অনুগল্প বুঝিনি ,আমার বোধগম্য হয় নি ।
১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১
বাকপ্রবাস বলেছেন: গল্পের মোচড়ানি দিতে গিয়ে পেটের মোচড়ানিতে বাথরুমে গেছে তাও দরজার সিটকানি লাগানোর সময় পেলনা।
৪| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১
স্রাঞ্জি সে বলেছেন:
হা হা হা ডায়রিয়া......
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৪
বাকপ্রবাস বলেছেন: হুমমমম
৫| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫
স্রাঞ্জি সে বলেছেন:
@লেখক বলেছেন : তবে কখনো নিজেকে লেখক হিসেবে চিন্তা করিনা তায় বানান নিয়ে ভাবা হচ্ছেনা, ভাই নিজেকে লেখক হিসেবে না ভাবেন। কিন্তু বানান টা শুদ্ধ করেন। আপনি কি বাংলা মান মোচড় দিয়ে বাথরুমে পেলতে চাচ্ছেন।
দয়া করে বানান দিকে খেয়াল রাখবেন। আশা করি আপনার চেষ্টা সফল হবে।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫০
বাকপ্রবাস বলেছেন: হাত যখন দিলেন আধা দিলেন কেন? আমার পুরো লেখা কমেন্টটা কেন কপি করলেননা, আমিতো স্বীকার করছি এটা আমার বড় সমস্যা এবং শুধরানোর দিকে খেয়াল রাখার ইঙ্গিতও দেয়া আছে, আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৯
সাদাফ কামরুল হাসান বলেছেন: কাজের ফাকে ফাকে পরিবারকে সময় দিন তাহলে পরিবারও খুব খুশি হবে এবং নিজেকেও অনেক হালকা লাগবে।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১
বাকপ্রবাস বলেছেন: সেই চেষ্টা ছেড়েছি অনেক আগেই, প্রবাস থাকা হয়, প্রতিদিন একবার ভিডিও কলে যোগাযোগ। এর চাইতে বেশী কিছু করারও থাকেনা।
৭| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৮
ভুয়া মফিজ বলেছেন: গল্প ভালো হয়েছে, পড়ে মজা পেলাম। তবে শেষ করার পর নাকে কেমন যেন টয়লেটের গন্ধ পাচ্ছি।
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা এমন জানলে রুম স্প্রে এর ব্যবস্থা করতাম, গন্ধটা অন্তত এভয়েড করা যেত হা হা হা ধন্যবাদ ভুয়া মফিজ ভাই
৮| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: এটা কেমন অনুগল্প?
১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪
বাকপ্রবাস বলেছেন: এটা কোন রকম অণুগল্প, ভাল মানের নয়।
৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৫
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা- গপ্পের গরু গাছে উঠেছে আর গপ্পকার টাট্টিঘরে
১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১০
বাকপ্রবাস বলেছেন: সেখানেইতো দুনিয়ার শান্তি হা হা । ধন্যবাদ জানবেন জাহিত অনিক ভাই
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪
বিজন রয় বলেছেন: হা হা হা জহা ..... যাহা...যাহ.... হা হা হা .......এ
বটে!!
আপনাকে প্রতিদিন ডিস্টার্ব করি!!