নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ দেখাটা দেখে যদি অন্ধ হই আমি
শেষ শুনাটা শুনে যদি বধির হয়ে যাই
শেষ চলাটা চলতে গিয়ে হটাৎ যাই থামি
শেষ বলাটা বলতে গিয়ে শব্দ থেমে যায়।
তখন কী উপায়! ভেবেই থমকে যাই।।
থমকে আবার চলতে গিয়ে পথের রেখা ধরে
দিক পেলামনা কোনদিকে যাই শূণ্য দেখি সব
কেউ শুনেনা পাহাড়, নদী, মরুর বালু চরে
মসগুলে সব জিকির তোলে ইয়া রব, ইয়া রব।
কোন দিকে যাই, ভাবনা থমকে যায়।।
শেষ চাওয়াটা চাইতে গিয়ে চাওয়া হয়না আর
মুক্ত ভেবে দিন কাটালাম মুক্তি চাওয়া যায়?
ঘোরের মাঝেই জীবন গেল ঘাট পেলনা পার
দ্বিধার মাঝে ঢুলছে তরী কূল কিনারা নাই।
দ্বিধায় মরে যাই, হবে কী উপায়।।
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৫
বাকপ্রবাস বলেছেন: হুম, খুব করে ধন্যবাদ রইল।
২| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫
বিজন রয় বলেছেন: আজকে অন্য ধরনের।
+++
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা
৩| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭
করুণাধারা বলেছেন: ভালো লাগলো।
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু
৪| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: দ্বিধা সামনে এগুতে দেয় না।
মন যেটা বলে সেটার উপরই জোর দেওয়াই ভালো।
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭
বাকপ্রবাস বলেছেন: হুম, এখন অনেক সিদ্ধান্ত নিজেই নিই, ভুল হলে ভুল। খুবই ধন্যবাদ জানবেন বড়ভাই
৫| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪
বর্ণিল হিমু বলেছেন: দিনমান দ্বিধাদ্বন্দ্ব.....
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮
বাকপ্রবাস বলেছেন: কেটে যাক দ্বিধারা ফিরে আসুক ছন্দ। খুবই ধন্যবাদ রইল হিমু ভাই
৬| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০১
শায়মা বলেছেন: নো দ্বিধা দ্বন্দ ভাইয়া!!!!
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯
বাকপ্রবাস বলেছেন: পরকালীন অবস্থা ভেবে একটু দ্বিধা থেকেই যায় আপু। ধন্যবাদ রইল কিন্তু
৭| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
রাকু হাসান বলেছেন: এত সব দ্বিধা দ্বন্দ ভাইয়া!!!! , দ্বিধা মুক্ত হোক সব কিছু । কবিতায় ++
১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯
বাকপ্রবাস বলেছেন: হুম, পরকাল ভেবে একটু দ্বিধায় থাকি। কী হতে যাচ্ছে বুঝতে পারিনা। খুবই ধন্যবাদ জানবেন রাকু হাসান ভাই
৮| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইযান
৯| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন সনেট গুরু
১০| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাঠক খুব কম সময়ই কবির মনকে ছুঁতে পারেন, আমার নিজের লেখায় পাঠকের প্রতিক্রিয়া দেখে আমার উপলব্ধি হলো এরকম। আপনি কী মনে করে এটা লিখেছেন, সেটা আপনার আবেগ ও অনুভূতির ব্যাপার, কিন্তু আমি এর কী অনুবাদ করলাম, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার ভাবনা কদাচিৎ আপনার ভাবনার কাছাকাছি হবে।
কবিতাটি খুব অর্থবহ। ১ম স্তবকে একটা সম্ভাব্য পরিস্থিতির কথা বলা হচ্ছে- এই 'শেষ'গুলো ঘটে গেলে তখন কী উপায় হবে? ২য় স্তবকে পরের পরিস্থিতিটা ফুটে উঠেছে। তখন চারদিক শূন্য। কিন্তু এর ভেতর থেকেই কারা যেন 'ইয়া রব' ধ্বনি তোলে, যে-ধ্বনি কারো কাছে পৌঁছে না। শেষের স্তবকে এসে 'দ্বিধা'র পরিণতিটা পরিস্ফুট হয়ে ওঠে। লাস্ট তিন লাইনে কবিতার ভাব পূর্ণতা পায়।
মনুষ্য জীবনের একটা বিশেষ দিক বিধৃত হয়েছে কবিতাটিতে।
কোথাও কোথাও সামান্য ছন্দপতন হয়েছে। ছন্দ পতন রোধের জন্য মরিয়া হবার দরকার নেই, কবিতা যখন কবিতা হয়ে ওঠে তখন ছন্দফন্দ আপনাআপনিই ঠিক হয়ে যায়।
শুভেচ্ছা রইল।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৮
বাকপ্রবাস বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সুন্দর ব্যাখ্যা আমার নিজের পক্ষেও সম্ভব না। এটা সত্য যে, কবিতার বর্তমান পাঠকদের সবাই গভীরে যায়না, তার অন্যতম কারণ হল সময়। সবাই ব্যাস্ত নিজ নিজ কাজে। কবিতার গভীর প্রবেশ করতে হলে মাইন্ড সেট করতে হবে, তারপর ধীরে কবিতার রসটা পান করতে হবে। কিন্তু ধরুণ আমি আমরা অপিষ করে ব্লগিং করছি। মাইন্ড সেটটা যদি কবিতার ভেতর পুরো দিয়ে দিই, হাতরে কাজটা আর হবেনা। যিনি কবিতার ঘোরে ঢুকে যাবে তার অপিষের কাজটায় ভুল হবেই, আর অনেক কিছু মনে থাকবেনা খুঁটিনাটি, যার যন্য পরে খেসারতও দিতে হবে। এমনিভাবে সকলেই ব্যস্ততার মাঝে থেকে ব্লগিং করে। কবিতা পড়ে। আর সবসময় কবিতার ভেতরে ঢুকা হয়না। একুদম ঢুকেনা তাও না, চিন্তায় চাপ না পড়ে মতো ঢুকে।
এবার আসা যাক আপনার ব্যাখ্যা। এটা পুরোপুরো সঠিক ব্যাখ্যা। আমিও কমেন্টস এ হিন্টস দিয়েছি, এটা পরকালীন ভাবনা। ইহজীবনে এমন লাগামহীন জীবন যাপন করেছি তায় সৃষ্টি কর্তার কাছে যে ক্ষমা চাইব তার জন্যও লজ্বাবোধা। '' মুক্ত ভেবে দিন কাটালা মুক্তি চাওয়া যায়?,''
অশেষ ধন্যবদা প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩
স্রাঞ্জি সে বলেছেন:
দ্বিধা সব ঝেড়ে পেলুন।
কবিতায় ++ দিলাম