নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গামছায় মুছে ঘাম
রোদ বাড়াবাড়ি
দুই চাকা চার ঠ্যাং
চলে ঠেলাগাড়ি।
আসবাব বুকে নিয়ে
পৌঁছে দেবে বাড়ি
রাজপথে ঠেলেঠেলে
চলে ঠেলাগাড়ি।
বাজারের মালামাল
তরিতরকারী
পাইকারী বিক্রেতার
প্রিয় ঠেলাগাড়ি।
আষাঢ়ে বৃষ্টি
নামে মেঘ ছাড়ি
তবু তার ঘুরে চাকা
চলে ঠেলাগাড়ি।
সাপ্তাহিক ছুটি নেই
নেই কমা, দাড়ি
ডাক এলে হাসিমুখে
চলে ঠেলাগাড়ি।
হ্যাল্পার সাথে নিয়ে
চালকের পাড়ি
অনিশ্চিত ভবিষ্যৎ
দিতে চায় আড়ি।
যান্ত্রিক মালবাহি
ইঞ্জিন ছাড়ি
বিলুপ্তির খাতায় আঁকি
মানব ঠেলাগাড়ি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন বড়ভাই
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন: ঠেলার গাড়ী ঠেল্তে ভাল,
খাস্তা লুচি বেলতে ভাল,
গিট্কিরি গান শুনতে ভাল,
শিমুল তুলো ধুন্তে ভাল
গিটকিরি গান কি ? খিস্তি/নোংরা ভাষায় জাতিয় মমতাজের গান ?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৭
বাকপ্রবাস বলেছেন: মমতাজ নোংরা কথা আমোদ করেই বলে। ছোট বেলায় বলতাম ঠেলাগাড়ী ঠেলতে ভাল কথাটা, আপনি লেখাতে মনে পড়ে গেল। ধন্যবাদ জানবেন ঠাকুর মাহমুদ ভাই
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৩
ল বলেছেন: মমতাজ নোংরা কথা আমোদ করে বলে আর বাংগালী প্রমোদ বিহারে চলে।
ঠেলাগাড়ি বিলুপ্তির খাতায় , আসলেই তাঁর,
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯
বাকপ্রবাস বলেছেন: ঘাটে ঘাটে বিয়ে করে মমতাজ পেকেছে
পাকা মততাজ কথা রেখেছে
যে নাঙ্গরে ঘুরছে পিছে
লেন্জা কেটেছে মমতাজ লেন্জা কেটেছে।
-
ধন্যবাদ রইল কিন্তু ল
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২১
ল বলেছেন: বাক প্রকাসের তীব্র তীর মমতাজের বুকে লেগেছে
উফ!! মজা লেগেছে ★★★
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৩
বাকপ্রবাস বলেছেন: তীরের আগায় বিষ মাখা
মমতাজের মন আকাবাকা
মন দিলে সে মন মিলেনা
মিলবে গোলক ধাধা
দাদা তোমার দোহায় লাগে
ঘোর খেয়না
মমতাজের মন আকাবাকা
মন দিওনা।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৪
ল বলেছেন: এবার দাদা মমতাজ চরিত্র নিয়ে হয়ে যাক শতাব্দীর শ্লেষাত্মক ছড়া
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২১
বাকপ্রবাস বলেছেন: হা হা হা কঠিন সাবজেক্ট দিলেন
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৯
শুভ্র বিকেল বলেছেন: দারুণ ছড়া লিখেছেন ভাই, এই ঠেলা গাড়িয়ালরা কতই না কষ্ট করেছেন। শুভ কামনা সবসময়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
বাকপ্রবাস বলেছেন: হুম, এখন বিলুপ্তির পথে। ধন্যবাদ নেবেন কিন্তু
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: একসময় ঢাকার রাজপথে প্রচুর ঠেলাগাড়ি দেখা যেতো মালামাল টানতে এখন নেই বললেই চলে। খুব সুন্দর বিষয়ে ছড়া লিখেছেন ভাই বাকপ্রবাস।
লাইক।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২
বাকপ্রবাস বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন তারেক মাহমুদ ভাই। ঠেলাগাড়ী বিলুপ্তির পথে তায় ভাবলাম স্মৃতি হিসেবে একটা ছড়া থেকে যাক।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
সনেট কবি বলেছেন: দারুণ ছড়া। মুগ্ধতা!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২
বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসা জানবেন বড়ভাই
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিচিত্র বিষয়ে লেখা আপনার ছড়াগুলো দারুণ হচ্ছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
বাকপ্রবাস বলেছেন: আপনি নিজেও বিচিত্রতার ভান্ডার, আপনাদের লেখা পড়েইতো প্রভাবিত হই।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: ঠেলাগাড়ি চলে মানুষের শরীরের শক্তিতে। ইঞ্জিন নেই, পেডেল নেই। বসার ব্যবস্থাও নেই। খুব কষ্ট।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
বাকপ্রবাস বলেছেন: কিছুই নেই তায় পেটে ভাতও নেই।
ধন্যবাদ রইল কিন্তু
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫
সূচরিতা সেন বলেছেন: সুন্দর উপস্থাপন ভালো লাগল লেখাটি। আপনাদের মত গুণী লেখক কবিদের কাছে আমাদের মত নতুন কাচা হাতের মানুষেরা
কিছুই না। তাই আপনাদের কাছে আমাদের অনেক কিছু শিখে নিতে হবে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪০
বাকপ্রবাস বলেছেন: দিদিতো বিপদে ফেলে দিলেন, আমি মূলত পাঠক। মাঝের মধ্যে টুকটাক ছন্দে লিখি। আপনার মতো আমিও অভিজ্ঞজনদের কাছ থেকে শিখে চলেছি।
ধন্যবাদ সুচিদি
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! দারুণ ছড়া। মুগ্ধতা!