নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের পাড়ায় ছিল
গোলমাল গাজী
কথায় কথায় তার
ধরা কাজ বাজি।
দিল্লী ঘুরে এসে
টাইটেলে হাজ্বি
সব্বাই জানে সে
নাম্বার ওয়ান পাজি।
দুপুরে সে খেয়েছিল
ডাল আলুভাজি
সন্ধ্যায় বলে বেড়ায়
বিরানী খেলাম আজই।
পাঞ্জাবি, টুপি পরে
সাজে নামাজি
যদিও ছিল তার
কাজ ধোকাবাজি।
দেশের প্রয়োজনে সে
যুদ্ধে যেতে রাজি
সে কথা রেখেছিল
ছিলনা চাপাবাজি।
-------------
বি.দ্র. আমার বেড়ে উঠা ছিদ্দিক কলোনীতে, সেখানে ছিল আঠারটা পরিবার, কলোনীর পরিবেশ এতো সুুন্দর ছিল যে কেউ একবার ঘর ভাড়া নিলে আর যেতে চাইতনা। কলোনীর ভেতর বাউন্ডারী দেয়া পুকুর, চারপাশে গাছপালা আর স্থানীয় সমাজ এর সাথে এভাবে মিশে থাকা যেন আমরাও স্থানীয়। আমার জন্ম সেখানে এবং আমাদের পরিবার একটানা ১৬টা বছর সেখানেই ছিলেন। পরে নিজেদের বাড়ী করে চলে আসা অন্য জায়গায়। সেই কলোনীতে গাজী সাহেব ছিলেন। খুব ভাল মানুষ এবং তিনি মুক্তিযুদ্ধা ছিলেন। এই ছড়া দেখলে তিনি হয়তো রাগ করবেন তবে কাউকে উদ্দেশ্য করে এই ছড়া লেখা হয়নি।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০
বাকপ্রবাস বলেছেন: জ্বি ভাই আপনাকেও খুব করে ধন্যবাদ
২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫
কানিজ রিনা বলেছেন: পাঞ্জাবী টুপি পড়ে
সাজে নামাজী
যদিও ছিল তার
কাজ ধোকাবাজি।
বেশ সুন্দর লিখেছেন।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০২
বাকপ্রবাস বলেছেন: আপনাকে কিন্তু সলিড ধন্যবাদ
৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০১
আখেনাটেন বলেছেন: গাজীরা সত্যিই জটিল প্রকৃতির মনে হচ্ছে।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
বাকপ্রবাস বলেছেন: হা হা হা হা কী জানি বাপু নাকি আমগো বুঝার ভুল
৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: হা হা হা বড্ড বিনোদন পাইলাম। প্রথমে মনে করলাম চাঁদ গাজী কিনা পরে দেখি তিনি না।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪
বাকপ্রবাস বলেছেন: কোন গাজী চিনতে পাইরার কারনে আমিও হাফ ছেড়ে বাঁচলাম। ধন্যবাদ রইল কিন্তু
৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬
সনেট কবি বলেছেন: বেশ
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬
বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ নেবেন বড়ভাই
৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫
আরোগ্য বলেছেন: প্রবাস ভাই প্রথমে ব্যঙ্গ মনে হয়েছিল শেষেতো অবাক করে দিলেন। বরাবরের মত দারুণ একটা কবিতা।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯
বাকপ্রবাস বলেছেন: চরম প্রয়োজনে দেখা যায় এমন কেউ এগিয়ে এসেছে যাকে কেউ কল্পনা করেনি। মানুষের ভেতরে আরেকটা মানুষ থাকে তাকে সবাই ধরতে পারেনা।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২১
আকতার আর হোসাইন বলেছেন: ভাবছিলাম চাঁদগাজী আংকেলকে নিয়ে লিখেছেন..
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫
বাকপ্রবাস বলেছেন: চাঁদকে নিয়ে অন্ধকারের গল্প ভাল হবেনা
৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর ছড়া।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ ভাইযান
৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের পাড়ায় ছিল
গোলমাল গাজী
কথায় কথায় তার
ধরা কাজ বাজি।
.......................................................................................................
গোলমাল গাজী , পাজী হতে পারে,
কিন্তুক কইলাম যে, আমাগো গাজী বড়ই ভালা মানুষ ++
.........................................................................................................
.........................................................................................................
তয় গাজী সাহেবের পিকচার খানা পসন্দ হইল কিনা জানাইবেন।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০১
বাকপ্রবাস বলেছেন: মিষ্টি পাজির ষ্টাইলটা হ্যাব্বি হইসে
১০| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৫
চাঁদগাজী বলেছেন:
চোখ বুলানোর সময়, গাজী, চাঁদাবাজী, নিমরাজী, ইত্যাদি শব্দ দেখলেই আমি নড়েচড়ে বসি। আপনার কলোনীর গাজীর জন্য শ্রদ্ধা রলো; তবে, মুক্তিযোদ্ধারা বেশীর ভাগই খুবই কঠিন নিয়মের মানুষ হয়ে থাকেন; বুঝা যাচ্ছে যে, আপনাদের গাজী হয়তো একটু এদিক-ওদিক।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৯
বাকপ্রবাস বলেছেন: ছড়া কাল্পনিক। গাজী সাহেব খুব ভাল মানুষ ছিলেন, আমি শুধু নামটা ব্যবহার করেছি মাত্র। এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি খুব শান্ত টাইপ ছিলেন।
১১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২২
ল বলেছেন: ভাবলাম চাঁদ গাজী নাকি।
পরে দেখলাম না তবে ----- হেবি মজা পাইলাম
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫
বাকপ্রবাস বলেছেন: ছড়াতে মজা থাকতে হয়। সেটা দিতে পেরে ভালই লাগছে
১২| ০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৪
স্বচ্ছ দর্পন বলেছেন: ভালো লেখা
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫
বাকপ্রবাস বলেছেন: অবশ্যই যাব, আসছি......
১৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাইযান
ভালো থাকুন।
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫
বাকপ্রবাস বলেছেন:
১৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫
নজসু বলেছেন: গাজির চরিত্র ঠিক বোঝা গেলনা।
ধোকাবজ মানুষ দেশপ্রেমিক।
তাহলে কি আমরা ধরে নিতে পারি যে মানুষ যতো পাজি আর দুষ্টই হোক না কেন
দেশের জন্য, দেশকে ভালোবাসার জন্য দেশকে রক্ষার জন্য নিজেকে বিসর্জন দিতে পারে।
কিন্তু সেটা সবারক্ষেত্রে হওয়ার নয়।
কারণ আমাদের দেশের অনেক দুষ্ট মানুষ দেশের সাথে বেঈমানি করেছিল।
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০২
বাকপ্রবাস বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধ এটা তাৎক্ষনিক ব্যাপার ছিল। সবাই মুক্তিযুদ্ধে যেতে লাগল। তখন মানুষের তাৎক্ষনিক প্রয়োজন আর প্রতিক্রিয়া ছিল যুদ্ধে যেতে হবে, স্বাধীন হতে হবে, আমাদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। তায় যে কোন কেউ যুদ্ধে যেতে পারে হোক সে সামাজিকভাবে ভালো কিংবা মন্দ।
আমরা আবেগ প্রবণ জাতি তায় বেশীরভাগ সময় জল ঘোলা করেই খাই। আমাদের ধারণ মুক্তিযুদ্ধ করেছে বলে সে অতিমানব হয়ে যাবে, কিন্তু যুদ্ধের এতো বছর পরও মুক্তিযোদ্ধারাই বিভন্ন দলে বিভক্ত, রাষ্ট্র শাসনকার্যে অংশগ্রহণ করচে, দূর্নীতি করছেনা সেটা কী বলা যাবে? মুক্তযুদ্ধ কোটা করে সুযোগ নিচ্ছেনা সেটা বলা যাবে? যারা গরীব, দুস্থ মুক্তিযোদ্ধা তারাতো পাচ্ছেনা কোন সুযোগ, তাদের কথা কী সুবিধাবাদী মুক্তিযোদ্ধারা বলছে? সবাইতো দলকানা। এখনতো মনে হয় দেশের চাইতে তাদের দলটাই বড়।
মন্দ মানুষ মন্দই যতক্ষণ সে মন্দ কাজ করে, সে যখন ভাল কাজ করবে সেটা আর মন্দ নয়। একজন মন্দ মানুষও দেশের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করতে পারে, সবাই করবেনা কিন্তু কেউ কেউ করবে।
১৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম ভাই, দারুণ কথামালা, মুগ্ধতা রইল কবিতায়।
শুভকামনা জানবেন
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২
বাকপ্রবাস বলেছেন: শুভ সকাল
১৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো ছড়া লিখেছেন আপনার শৈশবের কলোনীর গাজীসাহেবের উপরে।
শুভকামনা রইল।
০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ দাদা
১৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮
নীল আকাশ বলেছেন: ভাইরে, পড়ে মনে বড় একটা ছ্যাকা খাইলাম।
দুর বাহে, কি আশা নিয়ে পড়তে বসলাম আর কি পেলাম।
অনেক দিনের শখ ছিল সেই ছড়াটা পড়ার, নিজে পারলে তো এত দিনে লিখেই ফেলতাম
আপনি মনে হয় শেষ পর্যন্ত আমারে দিয়েই এই ছড়াটা লিখাবেন!
০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬
বাকপ্রবাস বলেছেন: ছ্যাকা খাওয়া ভালো
বাড়ে মনের বেদনা
সেই বেদনায় কবিতারা
বলে আর কেঁদনা।
১৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪
পবন সরকার বলেছেন: নামাযীর ভাব ধরে অনেকেই ধোকাবাজি করে। সুন্দর কথা।
০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬
বাকপ্রবাস বলেছেন: হুম, ধর্মের প্রলেপ মেখে ধোঁকাবাজি খুব চলে।
১৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬
এ.এস বাশার বলেছেন: হুম ভালো হইছে,,,,,,,,লাইক দিলাম....
০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ বাশার ভাই, লাইক নিলাম
২০| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: যে গাজীই হোক চাঁদগাজী সাহেবের সাথে দারুন মিল । ভাল লাগলো গাজী কাব্য ।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫৮
বাকপ্রবাস বলেছেন: এই দিন দিন নয় আরো দিন আছে এই দিনেরে নিব মোরা সেই দিনরে কাছে..............
এই গাজি গাজি নয় আরো গাজি আছে এই গাজিরে নিব মোরা সেই গাজিরো কাছে................
হা হা হা একটু মজা কররালাম গানের সুরে সুরে
২১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১
যবড়জং বলেছেন: গাজী সাহেবরা ভালো থাকুক ।।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫৯
বাকপ্রবাস বলেছেন: অবশ্যই। ভাল থাকতেই হবে।
২২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৯
আরজু পনি বলেছেন: শিরোনাম পড়ে ভেবেছিলাম ব্লগার গাজীকে নিয়ে লিখেছেন।
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৪
বাকপ্রবাস বলেছেন: ব্লগার গাজী দাদাকে চটালে খবর আছে। ম্যাওপ্যাও করে ছাড়বে।
২৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০
খায়রুল আহসান বলেছেন: এ দেশের পাড়ায় পাড়ায়-
এমন গোলমাল গাজীদের বহু দেখা যায়।
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা ঠিকই বলেছেন দাদা
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২
স্রাঞ্জি সে বলেছেন:
সত্যি বলতে কি শিরোনাম টা দেখে মনে হইছিল, চান্দের গাজি সাহেব কে লিখবেন।
ভিতরে আইসা আরেকক গাজী রে পাইলাম। যিনি স্বভাবে পাজি হইলেও দেশের জন্য চাপাবাজি করেনি।
এহানে তাঁকে স্যালুট।