| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রূপপুর বালিশে 
জনতার নালিশে
তদন্ত হলো তায়
কী আছে কী নাই!
পেট কেটে তুলা নাই
আছে কিছু মুলা ভাই
তায় তার দামটা 
ছুঁয়ে ফেলে খামটা।
চিংড়ি মুলায় ঝোলঝোল
স্বাদটাও হুলুস্থুল
দুদকে খেয়েছে
ঠাসঠাস পেদেছে। 
চারপাশ গন্ধ 
নাসিকা বন্ধ
দম নেবার চেষ্টা
টিকে আছে দেশটা। 
 
২৪ শে মে, ২০১৯  সকাল ৮:৩১
বাকপ্রবাস বলেছেন: টাইম পাইনি চাচার
২| 
২১ শে মে, ২০১৯  সকাল ৯:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কি যে হচ্ছে দেশে
আগুন সর্বনেশে।
 
২৪ শে মে, ২০১৯  সকাল ৮:৩২
বাকপ্রবাস বলেছেন: পুড়ছে কারা বুঝতে আরো বাকি
তার আগে চলছে ফাকিঝাকি
৩| 
২১ শে মে, ২০১৯  দুপুর ১২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছৈ
 
২৪ শে মে, ২০১৯  সকাল ৮:৩৩
বাকপ্রবাস বলেছেন: খুব কইরা ধন্যবাদ রইল বরাবর
৪| 
২১ শে মে, ২০১৯  দুপুর ১:২৮
মেঘ প্রিয় বালক বলেছেন: বাকপ্রবাস, কথাগুলো বাস্তব।
 
২৪ শে মে, ২০১৯  সকাল ৮:৩৩
বাকপ্রবাস বলেছেন: হ, কারেন্ট ইস্যুই আমার খোরাক
৫| 
২১ শে মে, ২০১৯  দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: মজার।
 
২৪ শে মে, ২০১৯  সকাল ৮:৩৪
বাকপ্রবাস বলেছেন: মজা পাইলেই ভাল লাগে, লিখিইতো মজা করে, সিরিয়াসলি না
৬| 
২১ শে মে, ২০১৯  দুপুর ২:৪৫
নজসু বলেছেন: 
অনেকদিন পর প্রিয় ছড়াকারের ছড়া পাঠ করলাম।
 
২৪ শে মে, ২০১৯  সকাল ৮:৩৫
বাকপ্রবাস বলেছেন: আমি আসলে সুপার বিজি থাকি, লেজেগুবরে বিজি, তায় ব্লগে আসতে পারিনা, মাঝেমাঝে ঢু মারি কেবল
৭| 
২১ শে মে, ২০১৯  বিকাল ৩:৫৫
জাহিদ অনিক বলেছেন: আমার তো ২ টা বালিশ আছে !  
 
আমি কী তাইলে বড়লোক!
 
২৪ শে মে, ২০১৯  সকাল ৮:৩৬
বাকপ্রবাস বলেছেন: বালিশ এর ভেতস তুলা নাকি মুলা সেটাই মুখ্য বিষয়।
৮| 
২২ শে মে, ২০১৯  সন্ধ্যা  ৬:৩৯
মাহমুদুর রহমান বলেছেন: দেশ টা ধ্বংস হওয়ার বাকী আছে।
 
২৪ শে মে, ২০১৯  সকাল ৮:৩৭
বাকপ্রবাস বলেছেন: হুম, চেয়ে চেয়ে দেখছি এক দঙ্গল দালাল টানছে চারদিক থেকে, দেখার বাকি কোনদিকে যায়
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৯  সকাল ৮:৫৮
এম এ কাশেম বলেছেন: বাঁশটা আনক্লীন দিলেন বুঝি?