নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

গোতন্ত্র

২৬ শে মে, ২০১৯ সকাল ৭:৪৯

গরুর গোস্ত খাস‌নে তোরা
‌মো‌দি আবার ক্ষমতায়
কং‌গ্রে‌সে আর ভরসা নাই
‌দোল‌ছে তৃণ মমতায়।

নাচ‌ছে যারা এপার ওপার
‌নি‌চ্ছে ত‌লে মৌন স্বাদ
জামাত মা‌নে তা‌দের কা‌ছে
জংগী বাবা মৌলবাদ।

জাক‌গে ওসব থাকনা‌রে ভাই
‌নিসনা‌রে আর গোস্ত স্বাদ
খিড়‌কি দোয়ার বদ্ধ ক‌রে
জপ‌রে মু‌দি জিন্দাবাদ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৯ দুপুর ১:০১

মেঘ প্রিয় বালক বলেছেন: হা,হা,হা,,,,,,একটু হাসির ছিলো,তবে সত্য বলেছেন

২| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:


ভারতীয় মুসলমানদের হার্ট এ্যাটাক কমে আসবে।

৩| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেরালা রাজ্যটির ফলাফল দেখলে বোঝা যায় শিক্ষা মানুষকে কতটা উদার করতে পারে।

৪| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: মোদী আমাদের দেশের জন্য হিংস্র হবেন না আশা করি।

৫| ২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

জাহিদ অনিক বলেছেন:
বাহ সুন্দর

৬| ২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অন্ধকারে ঢাকছে সময়
জাগরে তোরা জেগে থাক
অলস নিদে পরের কথায়
আর কতকাল ভাসবি হায়!

৭| ২৭ শে মে, ২০১৯ রাত ১২:২৪

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: শুনেন, আপনাদের নিয়ে গর্ব করতে আমাদের লজ্জা হয়! জাতি হিসেবে বাঙালি তার বন্ধুর প্রশংসায় সর্বদা পঞ্চমুখ থাকে। কিন্তু আপনারা পঞ্চমুখ অতিক্রম করে ষষ্ঠমুখে পা রাখেন। এভাবে যদি আপনারা প্রশংসা করেন, তবে তো মানুষ সন্দেহ করবে। এমন নিরেট প্রশংসাকে তেল মারা ধরে নিবে ।



আমার আশপাশে যেসকল নির্বাচিত বুদ্ধিজীবীরা প্রতিবেশী দেশ থেকে গণতন্ত্র ও পুঁজিবাদ শিখে আমাদের দেশে প্রতিষ্ঠিত করার জন্য দেশকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। যদি একবার তাদের সামনে আপনার ছড়াটি গদ গদ করে আবৃত্তি করতে পারতাম তবে জীবন সফলকাম হয়ে যেত!


একটা কথা কইয়া যাই, মোদী জিন্দাবাদ না কয়ে জয় মোদী কন। কারণ জিন্দাবাদ শব্দটি গুদেওতা বিরোধী।

৮| ০৩ রা জুন, ২০১৯ রাত ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: ভাবনাটা বেশ চমকপ্রদ।
ভারতে যদি সত্যি সত্যিই গো-হত্যা নিষিদ্ধ করা হয়, তবে তাদের বৈদেশিক মুদ্রা অর্জন অনেক কমে যাবে এবং অনেক লোক কর্মচ্যূত হবে।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর মন্তব্যের সাথে একমত।

৯| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১২:৫১

নাসির ইয়ামান বলেছেন: আচ্ছ বাংলা ভাষায় "তুই মানুষ না,একটা গরু" এই গালিটি কি ভারতের 'মাসনুন দোয়া'থেকে নেয়া হয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.