নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কথা বলতে নেই, সত্যের নেই দাম
মিথ্যাই এখন মানব ধর্ম মিথ্যাই মনষ্কাম।
সত্য মানে বিপদ আর বাঁধা সকল কাজে
মিথ্যা বলেই রাজ্য জয় ছল চাতুরি ভাজে।
ভন্ড নেতার আশার বাণী উন্নয়নের ফাঁদ
ভন্ড প্রেমিক শরীর পেলে হারায় প্রেমস্বাদ।
বুদ্ধিজীবি বুদ্ধি বিলায় টাকার ওজন দরে
ইসি ভিসি নীতি বেচে নিজের পকেট ভরে।
সত্য পথে লড়ছে যারা হামলা, মামলা, গুম
নদীর জলে ভাসছে লাশ ক্রস ফায়ারে খুন।
সত্যের নেই দামটা মোটে পদে পদে ভয়
মিথ্যাগুণেই চলছে দেশ মিথ্যা বিশ্বময়।
আমিও তায় সত্য ছেড়ে মিথ্যায় দিলাম ডুব
যাহা বলিব মিথ্যা বলিব সত্যের বেলায় চুপ।
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪
বাকপ্রবাস বলেছেন: হা হা হা , মাঝে মাঝে সত্যও বলতে হয়
২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্য ছেড়ে মিথ্যা যদি ধরেন
হরেণ বাবুর মতই আহা লটকে যাবেন শেষে
তখন কিবা করে মুখ দেখাবেন কিবায় যাবেন দেশে!!
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১
বাকপ্রবাস বলেছেন: ওই যে সবাই মিথ্যা বলেই চালায় দেশ ও নীতি
আমার বেলায় কেবল থাকে লটবে যাবার ভীতি।
-
শ্রদ্ধা জানবেন বড় ভাই
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: এখনো কি সন্ধ্যা বেলা আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে?
১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
বাকপ্রবাস বলেছেন: সত্যটা বলব?
সিরিয়াল দেখি, মনেই থাকেনা কে বাড়ি ফিরল কী ফিরলনা
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লাগল ।
১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন একজন অশিক্ষিত মানুষ
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাই, তবুও দেশের উন্নয়ন হোক।
মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হোক।
১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩
বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন খুব করে
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৭
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো্ ।
১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩
বাকপ্রবাস বলেছেন: এবং আপনাকে ধন্যবাদ খুব করে
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ভালো লাগলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০
বাকপ্রবাস বলেছেন: এবং খুব করে ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
আছেন তো মনে হয় বিদেশে; ব্যাংকে আপনার নাম জিজ্ঞাসা করলে, মিথ্যা একটা নাম বলে দেখিয়েন।