নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

আনচান প্রবাস মন

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

ধর যদি টিকেট ছাড়া
প্লেইনে
বিমান বালা স্যুট করে
ড্রেইনে
আঘাতটা লাগে সোজা
ব্রেইনে।

চিনিনা আর তোমাকে
মুন্নি সাহা, সোমাকে
আমি কে? তুমি কে?

রাগে ক্ষোভে খিচে দাত
হাতুড়িতে রেখে হাত
মাথায় দিলে আঘাত।

হুস ফিরে দেখি সব
হৈচৈ কলরব
যেন মহা উৎসব।

প্রবাসে থেকে আর
কতকাল হব পার
মন তায় ছারখার।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ চমৎকার-------

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ জানবেন লিটন ভাই, দেশে এসে কন্যাদের সাথে সেলপি তুললাম

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: আরও ভাল লাগলো দাদা

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

বাকপ্রবাস বলেছেন: ভালো থাকুন। শীতকালের তাজা শাক সবজি খেয়ে প্রফুল্ল থাকুক মন প্রাণ

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
ছবিটাও

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

বাকপ্রবাস বলেছেন: শীত কালিন হিমহিম শুভেচ্ছা

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছন্দ কবিতা আর ছবি ,একেবারে সতেজ ! ++

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

বাকপ্রবাস বলেছেন: দেশে এসে মন এমনিতেই ফুরফুরে, ধন্যবাদ জানবেন সৌরভ ভাই

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

ইসিয়াক বলেছেন: কবিতা যেমন সুন্দর হয়েছে তেমনি ছবি দেখে মন ভরে গেল।
আম্মুদের জন্য দোয়া রইলো।
শুভকামনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

বাকপ্রবাস বলেছেন: খুুব করে ধন্যবাদ জানবেন ইসিয়াক ভাই

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: ছবিটাও সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

বাকপ্রবাস বলেছেন: এই ছবিটা তোলার জন্যইতে দেশে আসা :D

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

সাইন বোর্ড বলেছেন: সফলতার সাথে একদিন প্রবাস জীবনের অবসান হোক ।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর দোয়া করেছেন, আপনারও সফলতা কাম্য

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



কোন দেশে আছেন আপনি?

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

বাকপ্রবাস বলেছেন: ৯ বছর কাতার ছিলাম, আড়াই বছর যাবৎ সওদি আরব

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০

আরোগ্য বলেছেন: আশা করি প্রবাসে ভালোবাসার আছেন। দেশের অবস্থাই ছারখার।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪

বাকপ্রবাস বলেছেন: দেশে উন্নয়ন হচ্ছে, আমার চারপাশে ব্যাপক পরিবর্তন, কিন্তু সরকারী মন্ত্রীদের কথা শুনলে মনে হয় আমরা যেন ভারতের অধীতে সেটাই পিড়া দেয়, পররাষ্ট্রমন্ত্রী যেন দিল্লীর নিয়োগপ্রাপ্ত, যা বলবে সবই বাঙলাদেথ বিপক্ষ হয়ে যায়, কাদের সাহেব বলল বিএনপির আমলে যারা ভারত গেছে তাদের আনা হবে, ওদিকে ক্যাব এনআরসি ইত্যাদি করে সব বাংলাদেশে পাঠানোর উদযোগ। সব মিলে দেশটা ডাম্পিং ষ্ট্যাট হয়ে যাচ্ছে, রোহিঙ্গ, আসাম, পশ্চিমবঙ্গ থেকে জোয়ার এসে বলবে তোমরাই পর, আমাদের এই দেশ

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১০

চোরাবালি- বলেছেন: অসাধারণ

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

বাকপ্রবাস বলেছেন: চোরাবালি নিকটা দেখলে যেন মনে পড়ে যায়, একদিন সোনার বাংলায় ছিলামরে

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

রূপম রিজওয়ান বলেছেন: একটু ভিন্নধর্মী,ছন্দ-ভঙ্গি সব দিক দিয়েই দারুণ লেগেছে কবিতাখানা! অনেক অনেক শুভকামনা।
প্রবাসজীবন ভালো কাটুক।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫

চোরাবালি- বলেছেন: ব্যস্ততার মাঝেও লেখার পোকা এখনও কিছুটা আছে তাই মাঝে মধ্যে টুকটাক লেখার চেষ্টা করি ভাই।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: ভাল লাগল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.