নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্দা মানুষকে সুন্দর রাখে, সুস্থ রাখে মন। বেপর্দা যেমন নিজের ও অন্যের ক্ষতি করে, কলুষিত করে সমাজ তেমনি অসুস্থ হয়ে উঠে সংস্কৃতি। তায় পর্দায় থাকুন মনে, পর্দা থাকুক চোখের, পর্দা থাকুক চিন্তায়। পর্দা থাকুক ঘরে।
ঘরের পর্দা নিয়ন্ত্রণ করে আলো হাওয়া, ধুলোবালি। ঘরের সৌন্দর্য বর্ধন করে। নতুন পর্দায় পুলকিত করে মন।
তায় পরিবার নিয়ে পর্দা কিনে আনলাম। রথ আর কলার মতো ব্যাপার। কোথাও যাওয়া হয়না, চলো ঘুরে আসি, পর্দাটাও কেনা যাবে, কিংবা পর্দা কিনতে যাই ঘুরাটাও হয়ে যাবে।
এগারটায় বুয়া আসে ঘর মুছতে। সে আন্দাজ করেছিল পর্দা চেন্জ হবে। তায় বলে রেখেছিল, নতুন আসলে পুরোনো ওর চাই।
তায় হোক। পর্দা কিনুন, পর্দা গিফ্ট করুন। একটা কিনবেন কিন্তু খুশির বন্যা বইবে দুইটা ঘরে। আসলে পর্দা সংকুচিত করেনা, পর্দা মানেই সুন্দর, সুস্থ্যতা। তায় পর্দায় থাকুন ঘরে, মনে, মননে, দেহে।
১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯
বাকপ্রবাস বলেছেন: ডাইনিং চেয়ার টেবিল কিনে দেয়া হয়েছে, তারপর পর্দা, এখন বলছে চেয়ার এর কভার লাগবে। চলমান একটা প্রকৃয়া আরকী
২| ১০ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৯
আকতার আর হোসাইন বলেছেন: ভেবছিলাম সরাসরি ধর্ষন বিষয়ক লেখা। পর্দাকে দায়ী করে পোস্ট।
যাহোক, ভালো লিখেছেন।।। আসলে পর্দা সংকুচিত করেনা, পর্দা মানেই সুন্দর, সুস্থ্যতা। তায় পর্দায় থাকুন ঘরে, মনে, মননে, দেহে।
১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
বাকপ্রবাস বলেছেন: হুম। পর্দা হোক সবখানে পরিমান মতো।
৩| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২২
ভ্রমরের ডানা বলেছেন: পর্দে মে রেহেনে দো.....
পর্দা না উঠায়ো....
১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
বাকপ্রবাস বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: সুরভি কিছু দিন পর পর পর্দা কিনে।