নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভরসা রাখুন
=-=-=-=-=-=-=
শেয়াল বলে মুরগি ভাই
ভরসাতো রাখা চাই
আয় সোনা কাছে আয়
বুক পাতা আছে তায়।
মুরগি ভাবে আহারে
বন্ধু বলে কাহারে
চল বন্ধু পাহাড়ে
ঘুরবো মনো বাহারে।
ঝরনার কাছে এসে
বলল শিয়াল হেসে
দেখনা চেয়ে শেষে
ভরসা যায় ভেসে।
*******
বৃষ্টি এলো কুয়াকাটায়
=-=-=-=-=-=-=-=-=
বৃষ্টি না হলে
কুয়াকাটায় লেগে যেত যুদ্ধ
জনঢলে ভেসে যেতো
শাপ ব্যাঙ শুদ্ধ।
বৃষ্টি এলো বলে
শীত বেড়ে হয়ে গেলো ঠান্ডা
হুজুরে লেপ মুড়ে
ধরে আছে দু'দোটো আন্ডা।
বৃষ্টি হয়নি তায়
ট্রামের ড্রোনটা মেরে দিল ঠিকঠিক
সোলায়মানি মরে গিয়ে
শিয়া মিলিশিয়া আজ দিকবিদিক।
বৃষ্টি থেমে গেলে
যুদ্ধের মাঠটাও হয়ে এলো গরম
মোল্লার হুংকারে
দু'জোড়া মশামাছির পেয়েছিল শরম।
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৯
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন
২| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: তায় না তাই হবে। আগের একটা গল্পের মত লেখাতেও এমন তাই এর বদলে তায় লিখেছেন কোনটা সঠিক?
সুন্দর হয়েছে
দ্বিতীয় ছড়ার দুই নম্বর প্যারা
হুজুরে আন্ডা ধরছে মানে কি?
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪
বাকপ্রবাস বলেছেন: সাধারণত, " আমি চাই, সে চায়," আমি নিজের ক্ষেত্রেও প্রচুর ভুল করি য় আর ই এর মধ্যে। কোন বিষয় সার্বজনীন বুঝাতে আমি য় ব্যবহার করি, সেটা ব্যাকরণ মেনে নয়, এমনিতেই ব্যাবহার করি, আর সংকীর্ণতা বা মাইক্রো বিষয়ে ই ব্যবহার করি, যেমন
তায় তায় তায়
দুধ ভাত খাই।
এখানে আমার মনে যেটা উদ্রেক হয় তায় তায় তায় এখানের চিন্তাটা ব্যাপক ও সার্বজনীন, এই তায়টা যেন সবার জন্য, কোন নির্দিষ্ট ব্যাক্তি নয়, আবার যদি বলি তাই তাই তাই তাহলে হতে পারে এটা মা বলছে বা তালি দিচ্ছে তাই তাই তাই তার সন্তানের জন্য। আবার দুধ ভাত খাই সেখানে আমার মনে উদ্রেক হয় এটা খোকার জন্য নির্দিষ্ট করা, খোকাই খাবে এই দুধ ভাত তায় খাই। যদি এখানে আমি খায় লিখি তাহলে এটা আমার মনে উদ্রেক হবে যে কোন কেউ খাবে এটা।
(ব্যাখ্যাটা আর ব্যাক্তিগত, আমি ব্যাকণে ভাল নই)
পরের প্রশ্নটার একটু কৌশলি উত্তর দিচ্ছি, এটা বকা না নিয়ে ব্যাবহার করা কিংবা মন্দ কথা সহজ ও সুন্দর করে ব্যবহার করা, আমরা কারো প্রতি তার কর্ম বা অকর্মতে বিরক্ত হয়ে বকা দিতে পারে, যেমন তাকে বললাম মনে যা চায় কর, কিংবা কম্বল ঝাপিয়ে পরে থাকো এমন কথাগুলো আরো একটু নেগেটিভলি বললে বলা যায় তোমার বিশেষ অঙ্গটি ধরে তুমি কম্বলের নিচেই থাকো, দুনিয়ার আলোর যখন তুমি ধার ধারনা, তোমার যা ইচ্ছে কর আমার কাছে এসোনা.........
৩| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন দুটোই।
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৬
বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন ভাইযান
৪| ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: সম্ভবত শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষন দিয়েছেন। তখন উনি বলেছেন ভরসা রাখুন আমার উপর।
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৬
বাকপ্রবাস বলেছেন: আমার ছড়া লিখার উকরণ হলো এমন উক্তিগুলো।
৫| ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩০
ইব্রাহীম আই কে বলেছেন: আশ্রয়স্থলের অভাবে ভরসা তো রাখতেই হবে। নিজেদের বাড়ি যখন আর নিজেরা তৈরি করতে সক্ষম নই
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৪
বাকপ্রবাস বলেছেন: বাড়ি বেদখল হলেও ভরসা রাখুন
৬| ১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯
হাবিব ইমরান বলেছেন:
হুজুরে লেপ মুড়ে
ধরে আছে দু'দোটো আন্ডা।
হাসতে হাসতে আমি শেষ। ভাই ব্যাখ্যা করেন প্লিজ, কবিদের মনে কি ঘুরে কিছুই বুঝি না।
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৫
বাকপ্রবাস বলেছেন: উপরে ফাতেমা আপুরে এর ব্যাখ্যাটা দেয়ার চেষ্টা করেছি, শরম লাগে
৭| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার ছড়া লিখার উকরণ হলো এমন উক্তিগুলো।
হুম তা জানি। ছড়া গুলো পড়লেই জানা যায়, বুঝা যায়।
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৫
বাকপ্রবাস বলেছেন: আপনি অন্যতম সিরিয়াস ব্লগার
৮| ১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০২
ইসিয়াক বলেছেন: বেশ ভালো লাগলো।
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৬
বাকপ্রবাস বলেছেন: আজ কুয়াশা চারপাশ দেখতে খুব ভাল লাগছে। দেশে এসে এটা বাড়তি পাওয়া, আমি শুধু সবুজ দেখে, মরুতে সবুজের অভাব
৯| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬
নেওয়াজ আলি বলেছেন: দারুণ এক অনুভুতি ,বেশ মনে লাগলো ।
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৭
বাকপ্রবাস বলেছেন: শীতটা খুব পড়ছে, একটু কম পড়লে ভাল হতো
১০| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০২
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৮
বাকপ্রবাস বলেছেন: চুল তার কবেকার ........
১১| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৬
ইসিয়াক বলেছেন: চমৎকার প্রতিমন্তব্যে ভালো লাগা ছুঁয়ে গেল ।
শুভকামনা জানবেন।
শুভসকাল।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১১
বাকপ্রবাস বলেছেন: টিকেট কাটলাম ফিরে যাবার, মন খারাপ।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮
এম এ হানিফ বলেছেন: সুন্দর