নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

একের ভেতর দুই

২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:২৬

অকর্মার ঢেকি
#
আট‌কে আ‌ছি থুব‌ড়ে প‌ড়ে
সট‌কে গে‌লেই পা‌রি
সবার ম‌তো নি‌য়ে ক্ষ‌তো
গুম‌রে ম‌রি বা‌ড়ি।

তা হ‌বেনা, যা হ‌বেনা
রা হ‌বেনা আর
ঘা হ‌বেনা, ছা হ‌বেনা
হলাম গোপাল ভাড়।

ভড়‌কে আ‌ছি গুম‌রে ম‌রে
শু‌ন্যে উ‌ড়ে হা‌ড়ি
বউ ব‌লে‌ছে আস‌বেনা আর
হাত দি‌য়ে‌ছে ছা‌ড়ি।
#/#/#/#/#/#/#

ভরসা রাখুন
#
দি‌নে‌দি‌নে তি‌নে সুপার গ্লু
কেউ পেলনা কোথায় আসল ক্লু
ক‌রোনা এ‌লোনা চা‌রের নামতা তায়
শেখা হলনা প‌ঙ্কে মুখ গুজাই।

কীট ছিলনা টেষ্ট হ‌লোনা ত‌বে
স‌র্দি কা‌শি ছিলনা দে‌শে ক‌বে
ঠুন‌কো ছু‌তোয় হাসপাতা‌লে ভিড়
‌হা‌তিয়া‌র বি‌নে ল‌ড়ে আসল বীর।

‌মি‌ছে আশ্বাস দেয়না মন্ত্রীপাল
ভরসা রাখুন ধর‌বে তারা হাল
‌তি‌নের ঘ‌রেই ঘুরপাক খা‌বে লাশ
চোখ রাখ‌ুন, উন্নয়‌নের চল‌ছে বার মাস।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩১

করুণাধারা বলেছেন: তিনে সুপার গ্লু...
আহা, বেচারা একটা মাত্র নামতা জানে, তা নিয়ে টিটকারি করা কি ঠিক?

+++++

২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৭

বাকপ্রবাস বলেছেন: সবাই শাড়ি ধইরা টান মারতাছে হেইডা কিন্তু ঠিক না

২| ২৫ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: বাহ!!

২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৭

বাকপ্রবাস বলেছেন: আহ্

৩| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৩

নজসু বলেছেন: ++++

২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৮

বাকপ্রবাস বলেছেন: একরাশ থেঙ্কু

৪| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৬

একনিষ্ঠ অনুগত বলেছেন: ভয় আর আতঙ্ক মারাত্মক জিনিস, চিরচেনা একটি অসুস্থতা আজ যেন সবচেয়ে ভয়ঙ্কর একটি ব্যধি। ভাই, সর্দি, কাশি, জ্বর জীবনে হয়নি এমন কি কেউ আছে! আমি বিশ্বাস করি এই অভিজ্ঞতা সবারই আছে, তবে কি আমরা পার্থক্য করতে পারি না আজকের সর্দি কাশি কিংবা জ্বর আগের মত কি না, অযথাই টেস্ট টেস্ট করে আমাদের অপ্রতুল সরঞ্জামের উপর আরও চাপ বৃদ্ধি করছি। উপদ্রব বেড়ে যাওয়ায় কিছু কিছু ডাক্তারগণ তো বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছেন 'সর্দি-কাশি রোগী দেখা হয় না'। এতকাল কি তবে তারা সর্দি কাশির রোগী দেখেন নি। আমরা এতো ভীতু কেন। সতর্ক হই, সচেতন হই, আতংকিত নয়।

সুন্দর ব্যঙ্গাত্মক লেখার জন্য অনেক ধন্যবাদ।

২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫১

বাকপ্রবাস বলেছেন: সরকার গাফেল এ ব্যাপারে, শতবর্ষ পর্যন্ত জন বিচ্ছিন্ন ছিল করোনার ব্যাপারে, এখনও অনেক কিছু উল্টাপাল্টা করছে, দুরযাত্রার বাহন বন্ধ না করে ছুটি দিয়ে দিল, সবাই গেল গ্রামে, এসব আগে ভাবার লোক নাই, মন্ত্রীরা এখনো তৈলাক্ত কথা বলে, জনগণ নিজে নিজে যা পারছে সচেতন হচ্ছে আর বিরাট একটা অংশ অনুধাবন করতে পারছেন বিষয়টা কী? সরকারও বোঝাতে পারছেনা, কারণ সময় ক্ষেপন করে তালগোল পাকাল।

৫| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫১

বাকপ্রবাস বলেছেন: ভালবাসা জানবেন আনোয়ার ভাই

৬| ২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৬

নেওয়াজ আলি বলেছেন: অনুপম কবিতা

২৫ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন আলি ভাই

৭| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:০৫

নায়লা যোহরা বলেছেন: ভাল লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.