নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার যদি পাইতাম তারে
করোনারে পাইতাম যদি
আচ্ছা কইরা কিলাইতাম
বস্তা চোর নেতা ধইরা
জবরদস্ত খিলাইতাম।
স্বাস্থ্য মন্ত্রীর কাঁধে রাইখা
টকশোতে দেখাইতাম
প্রস্তুতি সব ঠিক আছে
ফ্লোরা পেন এ লেখাইতাম।
কে কতো শক্তিশালি
দেখ শালারা! দেখাইতাম
লাঠির বারি, কানে ধরা
সেলফি তোলা শেখাইতাম।
করোনারে পাইতাম যদি
চেতনা মলম লাগাইতাম
স্বপ্নে পাওয়া অষুধ দিয়া
চায়না ফের ভাগাইতাম।
.................................
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
.................................
ভাইরাল
ভাইরাল হবার এইতো সময়
করোনাতো আছে
বালিশ নিয়ে উঠে পড়ুন
পাশের বট গাছে।
টিকটকে ছড়িয়ে দিন
একটু এডিট করে
গাছেগাছে রাত কাটালে
করোনা নাহি ধরে।
খাটের নিচে জাফর ভাইরাল
ফাইভ ষ্টারে পাপিয়া
শাড়ি গুণে ফ্লোরা ভাইরাল
ডিসি ভাইরাল ফাসিয়া।
করোনা গুণে মরোনা ভাইরাল
সর্দি, কাশি, হাচিতে
ধুকলে কেউ ধরোনা ভাইরাল
ডাক্তার ভাইরাল বাঁচিতে।
০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৫
বাকপ্রবাস বলেছেন: করোনার মাঝে আতংকের সুর বাজে
২| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: ্মজার।
০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬
বাকপ্রবাস বলেছেন: করোনা আছে থাক তবে, তার মাঝেও থোড়া মজা করতে হবে
৩| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কবিতা
০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫০
বাকপ্রবাস বলেছেন: এবং আপ নাকে ধন্য বাদ খুব করে
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।